Home -- Bengali -- Perform a PLAY -- 055 (Innocent in jail 3)
55. নির্দোশ ব্যক্তি কারাগারে-৩
জেলখানার দরজা ধাম করে বন্ধ করে দেয়া হলো। কারারক্ষক তালা লাগিয়ে দিয়ে চলে গেল। ইউসুফ কারা প্রকোষ্ঠে বন্দি। নির্দোষ তবুও তার এই দুরবস্থা। সে ভাল কাজ করে আসছেন আর তার জন্যই তাকে আজ কারাগারে নিক্ষিপ্ত হতে হলো। তোমরা কি বিষয়টি নিয়ে ভাবতে পারো?
ইউসুফ চিন্তা করে কুলকিনারা খুঁজে পেলেন না।
(তার চিন্তা-কাতরতার সময়ে আবহ সুর বাজাতে থাকবে)
তার অন্তরের চোখ দিয়ে তিনি তাঁর ভাইদের দেখছিলেন। বহুবৎসর পূর্বে তার ভাইয়েরা মিশরের কোনো একজনের কাছে তাকে ক্রিতদাস হিসেবে বিক্রি করে দিয়েছে। তারা তাকে ঘৃণা করেছে, খোদা তাকে একজন বিখ্যাত শাসক হিসেবে প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন, এটাই হলো ঘৃণার প্রধান কারণ।
পিরামিড ও ফেরাউনের দেশে, পটিফর তাকে ক্রিতদাস হিসেবে ক্রয় করে নিয়েছে। ইউসুফ তার কাজকর্ম সুন্দরভাবেই করতো। ফেরাউনের রাজকর্মচারী তার উপর বড়ই খুশি ও আশ্চর্য হলেন; ইতোপূর্বে এমন বাধ্যগত কর্মচারি তিনি আর খুঁজে পান নি। ইউসুফ যা কিছু করতেন তাতেই সাফল্য অর্জিত হতো। কোনো কিছুই খারাপ করতো না। এ সাফল্যের রহস্য কি জানতে চাও? খোদা ইউসুফের সাথে থাকতেন এবং সাহায্য করতেন।
পটিফর তার গৃহের সকল কাজকর্মের দায়-দায়িত্ব তার হাতে তুলে দিলেন। ইউসুফ ছিলেন সুঠামদেহি ও নির্ভরযোগ্য ব্যক্তি। পটিফরের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন, তার কারণে তিনি চাইলেন ইউসুফকে স্বামীর মতো ব্যবহার করতে।
তেমন প্রত্যাশা কি শোভনীয় ছিল? খোদার শরিয়ত শিক্ষা দেয়: জেনা করো না। উক্ত আইনটি বর্তমানেও সমভাবে কার্যকর রয়েছে যেমনটি অতীতে ছিল। অবশ্য পালনিয়। ইউসুফ খোদাকে ভয় করতেন তাই তেমন কু-প্রস্তাবে রাজি হলেন না। তা সত্যেও পটিফরের স্ত্রী একদিন তাকে প্রলুব্ধ করতে চাইল।
কেউ যখন মন্দ কাজে তোমাকে উৎসাহিত করে তখন তুমি তার পরামর্শে কি প্রতিক্রিয়া প্রকাশ করো? ইউসুফের মতো প্রতিক্রিয়া দেখাও পাপের ক্ষেত্র থেকে ছুটে পালাও। উক্ত মহিলা ইউসুফের গায়ের চাদর শক্ত করে ধরেছিল, কিন্তু ইউসুফ কোনোভাবে নিজেকে বাঁচালো তার হাত থেকে ফসকে গিয়ে। তার মালিকের স্ত্রীর সাথে তিনি পাপ কাজে লিপ্ত হতে চাইলেন না। কিন্তু মহিলাটি ভিন্ন পথ উদ্ভাবন করলো ইউসুফকে নিজের মতো করে পাবার জন্য। তার স্বামী কাজের শেষে বাড়িতে যখন ফিরে আসলো তখন উক্ত মহিলাটি স্বামীর কাছে বললো, ইউসুফ তার কোঠায় ঢুকেছিল এবং তাকে তার মতো করে ব্যবহার করতে চেষ্টা করেছিল। যখন সে চিৎকার করলো তখন সে তার গায়ের চাদরটা ফেলে পালিয়ে গেল। তার কব্জাগত চাদরটা তার প্রমান।
পটিফর উক্ত মিথ্যা কথাটি বিশ্বাস করলো, ফলে তিনি ইউসুফের উপর ভীষণ ক্রুদ্ধ হলেন। তাৎক্ষণিক তিনি তাকে জেলখানায় বন্দি করে দিলেন।
কিন্তু খোদা জেলখানাতেও ইউসুফের সাথে সাহায্য করতেন। আর খোদার উপস্থিতির কারণে গল্পটি ওখানে ওভাবে সমাপ্ত হলো না। ইউসুফকে নিয়ে রচিত খোদার পরিকল্পনা তখনও সমভাবে কার্যকর ছিল। ইউসুফ যদিও এর কিছুই জানতে পারে নি।
পরবর্তি নাটকে ইউসুফের গল্প চলতে থাকবে।
লোকবল: ভাষ্যকার
© Copyright: CEF Germany