Home -- Bengali -- Perform a PLAY -- 056 (God forgets no one 4)
56. খোদা কাউকেই ভোলেন না-৪
ইউসুফ অপেক্ষা করছিলেন। এক সপ্তাহ অতিক্রম করলো, তারপর আর এক সপ্তাহ। এক মাস কেটে গেল, দুই মাস, এমনি করে বহুদিন কেটে যাচ্ছে, এবার ইউসুফ চিন্তা করতে লাগলেন:
ইউসুফ: ‘যদিও আমি দোষি নই তবুও আমি জেলখানায় বন্দি। কেউ আমাকে ছাড়িয়ে নিতে আসছে না, কেন?’
একজন বন্দি কারামুক্ত হলো, যদিও সে বলেছিল, ফেরাউনের কাছে গিয়ে তার বিষয়ে বলবে। কিন্তু সে ইউসুফের বিষয় সবকিছু ভুলে গেল। তখন থেকে একটানা দু’টি বৎসর জেলখানায় তাকে কাটাতে হলো। কিন্তু একজন আছেন যিনি কখনোই তার কথা ভুলে যান নি, তিনি হলেন খোদা নিজে। তিনি ইউসুফের কাছে।
প্রতিজ্ঞা করেছিলেন যে সে একদিন মহান শাসক হবেন। এবার খোদা তার প্রতিজ্ঞার বাস্তবায়ন করতে শুরু করলেন।
ফেরাউন স্বপ্ন দেখলেন। উক্ত স্বপ্নের ব্যাখ্যা কেউই দিতে পারলো না। তিনি অস্থির হয়ে হয়ে উঠলেন। তখন হঠাৎ করে তাঁর খাদ্য পরিবেশনকারীর একটা কথা মনে পড়লো।
পরিবেশনকারী: ‘আমি একজনকে চিনি যিনি স্বপ্নের অর্থ প্রকাশ করতে পারেন। তার নাম হলো ইউসুফ। তিনি জেলখানায় বন্দি, কিন্তু আসলে তিনি নির্দোষ। আমি তার কথা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম।’
ফেরাউন: ‘এখনই তাকে আমার কাছে নিয়ে আস।’
ফেরাউনের হুকুম তামিল করা হলো
মিশরের শাসনকর্তার সামনে ইউসুফকে হাজির করা হলো আর ইউসুফ তাকে সম্মান প্রদর্শন করলেন।
ফেরাউন: ‘আমি শুনেছি, তুমি স্বপ্নের অর্থ করতে পারো।’
ইউসুফ: ‘মহান ফেরাউন, আমি তা পারি না, কিন্তু খোদা তা পারেন।’
ফেরাউন: ‘আমি স্বপ্নে দেখলাম, আমি নীল নদের তীরে দন্ডায়মান। জলের মধ্য থেকে সাতটা মোটা তাজা গরু বেরিয়ে আসলো, কিন্তু সাতটা দুর্বল লিকলিকে গরু তাদের খেয়ে ফেললো। তারপরে দেখলাম ৭টি শষ্যের মোটাতাজা শীষ খেয়ে ফেললো ৭টি দুর্বল শীষ। এ স্বপ্নের মর্মার্থ কি হতে পারে? তুমি কি এর অর্থ বুঝিয়ে বলতো পারো?’
ইউসুফ: ‘খোদা আপনাকে জ্ঞাত করছেন ৭টি প্রাচুর্যপূর্ণ বৎসর আপনার সামনে আগত। উক্ত সাত বৎসর প্রচুর ফসল ফলবে মিশরে। তার পরের সাতটি বৎসর ভীষণ দুর্ভিক্ষ, ক্ষরা থাকবে, উক্ত সময়ে কোনো ফসল উৎপাদন হবে না। অবশ্যই এমন ক্ষরার বৎসর আসবে। উত্তম কর্তব্য দায়িত্ব হবে জ্ঞানী লোক বাছাই করে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া যে কিনা প্রচুর্যের বৎসরগুলোতে প্রচুর পরিমান শষ্য গোলাযাত করে, যেন ক্ষরার বৎসরে দেশবাসি অনাহারে না কাটায়।’
এই পরিকল্পনাটি ফেরাউনের মনঃপুত হলো।
ফেরাউন: ‘ইউসুফ, তুমিই সেই ব্যক্তি। খোদা তোমার সাথে রয়েছেন। আমার সহকর্মী হিসেবে তোমাকে নিয়োগ দিলাম, মিশরের প্রত্যেকটি লোক তোমার কথা মানতে বাধ্য।’
এইভাবে ইউসুফ মিশরে দ্বিতীয় শক্তিধর প্রশাসক হিসেবে মনোনীত হলেন। তার পক্ষে এ পদোন্নতি বিশ্বাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। খোদা তার কথা ভুলে যান নি, যদিও সময় সময় ভিন্নতর চিত্র দৃষ্ট হয়েছিল। তার ভাইয়েরা তাকে ঘৃণা করেছিল, ক্রিতদাস হিসেবে তাকে বিক্রি করে দেয়া হয়েছিল, তার পরে নির্দোষ হওয়া সত্ত্বেও তাকে আবার কারাগারে নিক্ষিপ্ত হতে হলো।
আমি দেখতে পেলাম, ইউসুফ দশটি কঠোর সময় অতিক্রান্ত করতে বাধ্য হলেন। এ ঘটনাটি তোমাদের অনুপ্রাণিত করবে। খোদা কাউকে ভুলে যান না। তোমাকেও তিনি ভুলে যান নি। তার উপর বিশ্বাস রাখো এবং পুরো জীবনটা দিয়ে তাকে বিশ্বাস ও তাতে নির্ভর করো। ইউসুফের দ্বারা খোদা যা কিছু করেছেন তা দেখে অবশ্যই আশ্চর্য হবে। এ কারণে নাটকের পরবর্তি পর্বে তা শোনার জন্য অপেক্সা করতে থাকো।
লোকবল: ভাষ্যকার, ইউসুফ, খাদ্য পরিবেশনকারী, ফেরাউন
© Copyright: CEF Germany