STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 039 (Stoning and crowning)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

39. পাথর ছুড়ে অভিনন্দন


৫ম গ্রেড ভালো প্রশিক্ষণ পাওয়াতে জাতিয় খেলার প্রতিযোগীতায় অংশ নেবার জন্য প্রস্তুত। প্রত্যেকে ভালো ফল করেছে। চুড়ান্ত অনুষ্ঠানে যারা পুরষ্কার পেল তাদের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠেছে।

স্টান চ্যাম্পিয়নের মতো দৌড়েছে। মনে করো তার শুরুটা সুন্দর হয়েছে, সবাইকে পিছনে ফেলে দৌড়ে এগিয়ে গেছে আর কেবল শেষ মুহুর্তে চুড়ান্ত লাইন অতিক্রম করার ঠিক পূর্ব মুহুর্তে যদি বসে পড়তো আর প্রতিযোগিতা ছেড়ে দিত তখন দৃশ্যটা কেমন হতো। এমনটা চিন্তা করাও অসম্ভব। যেকেউ সুন্দরভাবে শুরু করে তাকে শেষ পর্যন্ত চালিয়ে যেতেই হয়।

যা মসিহের সাথে জীবনযাত্রা শুরু করে তাদের ক্ষেত্রেও এ নিয়মটা সমভাবে গুরুত্ববহ। বিশ্বাসের জীবন শুরু করতে হবে মসিহের সাথে যুক্ত থেকে, তারপর আমরা কিভাবে দৌড়াচ্ছি এবং কতোটা অধ্যাবসায়ি প্রচেষ্টো নিয়ে শেষ পর্যন্ত সাধনা চালিয়ে যাচ্ছি তা হলো আরো গুরুত্ববহ। মসিহ আমাদের সাহায্য করে থাকেন। আমরা দেখতে পাই তিনি স্টিফেনের সাথে কতোটা সঙ্গ দিয়েছেন এবং সাহায্য করেছেন। অনেক বিশ্বাসিকে দেখা যায় চলার পথে তারা বিশ্বাসের ঘাটতি প্রকাশ করে। কিতাবুল মোকাদ্দসে আমরা দেখতে পাই, অনেকে বিশ্বাসি জীবন শুরু করার পরে বিতর্কে জড়িয়ে পড়ে। কিন্তু স্টিফেন তেমন বিতর্কে জড়াতে যান নি। আর তার এমন জীবন-আচরণ সকলকে অস্থির করে তুলেছিল। স্টিফেনের বিরুদ্ধে অনেক দুর্ণাম মিথ্যাচার তারা সর্বত্র ছড়িয়ে দিয়েছিল। এমন একজন মানুষ যিনি খোদাকে মহব্বত করতেন এবং গরীবদের সাহায্য করতেন। স্টিফেনকে বিচারকের সম্মুখে পর্যন্ত হাজির হতে হয়েছিল।

উকিল: ‘স্টিফেন খোদার নিন্দা করেছে এবং আইন পরিপন্থি কথা বলেছেন।’

বিচারক: ‘এ অভিযোগ কি সত্য?’

সকলে স্টিফেনের দিকে তাকিয়ে রইল। তার মুখমন্ডল ফেরেশতাদের মুখমন্ডলের মতো নূরানি হয়ে উঠলো। নিজেকে নির্দোষ প্রমান করতে না গিয়ে তিনি মসিহের বিষয় প্রচার শুরু করলেন।

স্টিফেন: ‘খোদার পুত্র এ পৃথিবীতে এসেছিলেন। আপনারা তাঁকে সলিবে হত্যা করেছেন। কিন্তু খোদা তাঁকে পুনরায় জীবিত করে তুলেছেন।’

বিচারকের সামনেও তিনি বিশ্বস্ত ছিলেন মসিহের বিষয় প্রচার করার জন্য। তারপর তিনি বেহেশতের দিকে তাকিয়ে বললেন:

স্টিফেন: ‘আমি বেহেশত খোলা দেখতে পাচ্ছি, আর মসিহ খোদার ডান পাশের রয়েছেন উপবিষ্ট।’

একথা বলার সাথে সাথে ক্রুদ্ধ জনতা তার উপর হামলে পড়লো। তারা তাকে পেটালো, টেনে হিচড়ে বিচারকের দরবার থেকে বাহিরে নিয়ে পাথর ছুড়তে শুরু করলো। তখনও স্টিফেন খোদার প্রশংসায় মসিহে বিশ্বস্থ থাকলেন। তারা তাকে পাথর ছুড়ে মেরে ফেললো। তার মৃত্যুর পূর্বে তিনি প্রার্থনা করলেন:

স্টিফেন: ‘প্রভু মসিহ, আমি তোমার কাছে বেহেশতে চলে আসছি; তাদের পাপ অপরাধ ক্ষমা করো।’

লক্ষ্যবিন্দুতে পৌঁছা বড়ই কষ্টকর। কিন্তু স্টিফেন বিশ্বস্ত রইলেন। আর সে কারণেই মসিহ তাকে গৌরবের মুকুট দান করলেন। মসিহে বিশ্বাস এবং তাঁর পথে বিশ্বস্ত থাকার জন্য সর্বদা মূল্য দিতে হয়, কেননা কঠিন অবস্থা, ঘৃণা, বিদ্রুপ, সর্বশেষ বিষয় নয়; সর্বোত্তম তার পরেও রয়েছে অবশিষ্ট।


লোকবল: ভাষ্যকার, উকিল, বিচারক, স্টিফেন

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 04, 2019, at 09:41 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)