Home -- Bengali -- Perform a PLAY -- 038 (A night in jail)
38. জেলখানায় এক রাত
না, এ সুন্দর মানুষটি এটা পছন্দ করে না। তাদের দেখতে ক্রুদ্ধ, তাদের কপালে ভাজ পড়েছে, আর তাদের চোখে জ্বলছে হিংসার অনল।
১ম ফরিশি: ‘আমাদের আর কতো দেখতে হবে এ সব কর্মকান্ড?’
২য় ফরিশি: ‘আমি চুড়ান্ত; আমরা তাদের নিষেধ করে দিয়েছিলাম মসিহের বিষয়ে যেন কোনো কথা তারা আর প্রচার না করে।’
১ম ফরিশি: ‘যদি এভাবে তারা প্রচার চালাতে থাকে, অল্প দিনের মধ্যেই সকলে বিশ্বাস করবে যে খোদা মসিহকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।’
২য় ফরিশি: ‘দলনেতাকে পাকড়াও করা হোক।’
ফরিশিদের কর্মকান্ড দেখে মনে হচ্ছে তারা মসিহের উপর বিশ্বাস করেছে, কেননা প্রথমে তারা মসিহকে সলিবে হত্যা করে মুক্তির আন্দোলন বন্ধ করতে চেয়েছে এবং তারপর তাঁর সাহাবিদের সাখ্যদান থেকে বিরত রাখার চেষ্টা চালিয়ে গেছে। এবাদত গৃহের প্রতিরক্ষা পুলিশ তাদের জনভির থেকে টেনে বের করে নিয়ে আসলো। তারা পিতর ও ইউহোন্নাকে বন্দি করলো এবং তাদের নিয়ে গিয়ে জেলখানায় রাতের জন্য বন্দি করে রাখলো। পরবর্তী সকালে তাদের জেরা করা হবে:
বিচারক: ‘তোমাদের প্রচার করতে কে হুকুম দিয়েছে? কোন বলে তোমরা কুদরতের কাজ করে বেড়াচ্ছো, যেমন খোড়া লোকটিকে হাঁটার শক্তি দিয়েছো।’
পিতর নিজে ঘাবড়ে না গিয়ে সাহসের সাথে প্রচার করলেন:
পিতর: ‘একজন খোড়া লোককে সাহায্য করেছি বলে আপনারা আমাদের দোষি বলে সাব্যস্থ করেছেন। কুদরতের কাজ হয়েছে মসিহের দ্বারা তাঁর উপর বিশ্বাস স্থাপনের ফলে, যাকে আপনারা সলিবে হত্যা করেছেন, আর যাকে খোদা মৃত্যু থেকে পুনরায় জীবিত করে তুলেছেন। একমাত্র মসিহ গোটা বিশ্ববাসির নাজাত দান করতে পারেন মানবজাতির মধ্যে আর কারো হাতে নাজাত প্রদানের ক্ষমতা দেয়া হয় নি।’
বিচারক পিতরের সাহস দেখে আশ্চর্য হয়ে গেলেন তাই নিজেদের মধ্যে পরামর্শ করলেন তাদের নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে।
বিচারক: ‘এই লোকদের নিয়ে আমরা কি করবো? খোড়া লোকটি যে সুস্থ হয়েছে তা আমরা অস্বীকার করতে পারবো না, প্রত্যেকেই তাকে দেখেছে।’
বিচারক: ‘কিন্তু অন্যলোক যাতে না শুনতে পারে সে ব্যবস্থা আমরা হাতে নিতে পারি। আমরা তাদের কড়াভাবে নিষেধ করে দিব, আর যেন কোথাও তারা মসিহের বিষয় প্রচার না করে।’
পিতর ও ইউহোন্নাকে পুনরায় ডাক হলো।
বিচারক: ‘তোমরা মসিহের বিষয় আর প্রচার করতে পারবে না। তোমরা কি এ নিষেধাজ্ঞাটি বুঝতে পেরেছো? আমরা আশা করি তোমরা এ হুকুমটি তামিল করবে, নতুবা...’
কিন্তু পিতর নিজের ও ইউহোন্নার পক্ষে জবাব দিলেন:
পিতর: ‘আপনারা আমাদের কাছ থেকে সত্যিকারভাবে কি চাচ্ছেন; আপনাদের হুকুম পালন করবো না খোদার হুকুম পালন করবো? নিরব থাকা আমাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। মসিহের কাছ থেকে আমরা যে অভিজ্ঞতা লাভ করেছি তা অন্যের কাছে আমাদের অবশ্যই বলতে হবে।’
তারা পুনরায় তাদের কড়াভাবে নিষেধ করে তাদের ছেড়ে ছিলেন। মানুষের হুকুমের চেয়ে খোদার হুকুম আমাদের অবশ্যই পালন করতে হবে। যেমনটি পিতর ও ইউহোন্না করেছিলেন।
লাকবল: ভাষ্যকার, দুইজন ফরিশি, দুইজন বিচারক, পিতর
© Copyright: CEF Germany