Home -- Bengali -- Perform a PLAY -- 037 (Jumping with joy at 15.00 o’clock)
37. তিন ঘটিকায় আনন্দের শিহরণ
নর: ‘এটা কি সম্ভব নয়!’
নারী: ‘নিশ্চই এটা সম্ভব! দেখ, সে হাটতে পারে।’
নর: ‘হয়ত তার মতো আর কেউ।’
নারী: ‘আমি নিশ্চিত, উনি সেই ব্যক্তি সুস্থ হবার পরের অবস্থা। চল্লিশ বৎসর ধরে সে খোড়া ছিল, আর এখন সে হাঁটতে পারে।’
নর: ‘যদি তেমন ঘটে তবে তা খোদার কুদরত নয়! এ ঘটনার মতো আমি আর কখনোই কিছু দেখি নি।’
নারী: ‘দেখ সে কতোটা খুশি, আনন্দে লাফিয়ে চলছে।’
এটা সত্য: সে নাচতে নাচতে যাচ্ছিলেন আর খোদার প্রশংসা করছিলেন। লোকজন তার দিকে ও পিতরের দিকে তাকিয়ে রইল।
পিতর: ‘আপনারা আমাদের দিকে তাকিয়ে আছেন কেন, এই খোড়া লোকটিকে সুস্থ করার জন্য যাতে সে আবার হাটতে পারে বলে? মসিহ এ কাজ করেছেন! তাঁর নামে বিশ্বাস দ্বারা কুদরতের কার্য সাধিত হয়।’
অন্যান্য দিনের মতোই উক্ত দিন শুরু হলো। বিকেল বেলা পিতর ও ইউহোন্না জামাত গৃহে গেলেন। এটা তাদের অভ্যাসের কারণ ছিল। তিন ঘটিকার সময় জামাত গৃহে প্রার্থনা করতেন। আপনি কখন প্রার্থনা করেন?
জামাতগৃহের প্রবেশ দ্বারে তারা থমকে গেলেন। একজন খোড়া ভিখারী তাদের প্রতি হাত বাড়িয়ে দিলো:
খোড়া লোকটি: ‘আমাকে এড়িয়ে যাবেন না, আমার প্রতি করুনা করুন। দয়া করে আমাকে টাকা দিন।’
পিতর ও ইউহোন্ন তার দিকে তাকালেন এবং পিতর বললেন আমার কাছে স্বর্ণ বা রৌপ্য কিছুই নেই। আমি ধনি লোক নই। কিন্তু আমার যা আছে আমি তোমাকে তাই দিব। প্রভু মসিহের নামে দাড়াও ও হেঁটে চলো। তারপর পিতর তার হাত ধরে দাঁড়াতে সাহায্য করলেন। কুদরতের কাজ ঘটে গেল। সাথে সাথে লোকটির পা ও হাটু শক্তি লাভ করলো এবং উপযুক্ত হয়ে গেল। সে লাফ দিয়ে উঠলো এবং দাঁড়াতে পারলো এবং হাটতে শুরু করলো।
লোকটি বিশ্বাস করতে পেরেছে। পুনরায় সে সুস্থ হয়ে গেল। সে হাটতে ও লাফাতে শুরু করলো ও খোদার প্রশংসা করতে লাগলো। আনন্দে আত্মহারা আর খোদার প্রাশংসায় উচ্চকিত। আর যতজন তাকে এমন অবস্থায় দেখলো সকলে তার সাথে আনন্দে মেতে উঠলো।
তোমার জীবন দিয়েও মসিহ এমন কুদরত প্রকাশ করতে চান।
কেবল বিশ্বাস করুন।
লোকবল: ভাষ্যকার, নর, নারী, পিতর, খোড়া ভিখারী
© Copyright: CEF Germany