Home -- Bengali -- Perform a PLAY -- 036 (Identifying love)
36. চিহ্নিত কারক প্রেম
আপেল গাছ কিভাবে চিনবে?
বালক: ‘এ বৃক্ষটি যে আপেল উৎপাদন করে তা দেখে।’
চেরি গাছ কিভাবে চিহ্নিতত করবে?
বালক: ‘এটা যে চেরি উৎপাদন করে তা দেখে।’
আর বাদম গাছ কিভাবে বুঝবে?
বালক: ‘উক্ত গাছটি যে বাদম উৎপাদন তা দেখে।’
গাছ যে ফল উৎপাদন করে তা দেখে আমরা গাছ চিনে থাকি। ভাল গাছ ভাল ফল উৎপাদন করে, আর খারাপ গাছ খারাপ ফল উৎপাদন করে।
আর একজন মসিহিকে তুমি চিনবে কি করে?
যারা মসিহের সাথে যুক্ত হয়েছে তাদের চিনে নেয়া বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। তদানিন্তন মসিহিদের মধ্যে বৈশিষ্ঠগুলো দুইজন বন্ধু দেখেছিল।
১ম বন্ধু: ‘তুমি কি খেয়াল করেছো মিসেস রূথ আগের মতো আর ঝগড়া করছে না? ইতোপূর্বে সে প্রতিবেশিদের বিরুদ্ধে অভিযোগ করতো আর সদাসর্বদা ঝগড়া করে চলত। কিন্তু বর্তমানে সে বড়ই সদাসয় পরোপকারী, এমনকি তার কুপ থেকে পানি নিতেও সাহায্য করে। অন্যের জন্য এমন প্রেম পথ ধরে শতসহস্র লোক হেঁটে চলছে।’
২য় বন্ধু: ‘হঠাৎ করে কুৎসিত চেহারার জ্যাক বন্ধুসুলভ হয়ে গেল। অন্যের প্রতি এত প্রেম আমি আর কখনোই তার মধ্যে দেখি নি।’ কাউকে আর অভিশাপ দেয় না, এখন থেকে কয়েক সপ্তাহ পূর্বে তার মধ্যে এমন পরিবর্তন পরিলক্ষিত হয়ে চলছে।’
১ম বন্ধু: ‘এর কারণ নিশ্চয়ই তারা বুঝতে পেরেছে ও বিশ্বাস করেছে মসিহ তাদের মধ্যে অবস্থান করছে। তাদের মধ্যে পারষ্পারিক প্রেম দেখে তুমি বুঝতে পারবে তারা মসিহি হয়ে গেছেন্।’
২য় বন্ধু: ‘প্রত্যেকদিন তারা প্রার্থনা করে। আমি বিস্মিত হই দেখে, এতটটা সময় তারা প্রার্থনায় কাটায়। তাদের দেখে সুখি মনে হয়। তারা উত্তম বন্ধু।’
১ম বন্ধু: ‘মনে করো, ইউসুফ তাদের একমাত্র সম্পত্তি বিক্রি করে সব টাকা জামাতের নেতাদের কাছে নিয়ে হাজির, যারা গরিবদের মধ্যে বিতরণ করে থাকেন তারা তা বিতরণ করে দিল।’
২য় বন্ধু: ‘সে কি পাগল হয়ে গেল নাকি?’
১ম বন্ধু: ‘তাদের মধ্যে অনেকেই বাড়ি-ঘর পর্যন্ত বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিলেন।’
২য় বন্ধু: ‘তারা কি করে একত্রে থাকে। লোভাতুর না হয়ে তারা যার যা আছে তা অন্যদের মধ্যে বিতরণ করে দিতো।’
তারা সম্পূর্ণ পরিবর্তিত মানুষে রূপ নিলেন। পরষ্পরকে তারা মহব্বত করতেন। অন্যরা এ আচরণ দেখতে পেয়েছে এবং মুগ্ধ হয়েছে।
মসিহের অনুসারীদের জীবন খোদার কালামের আলোকে চলার জন্য আদিষ্ট হয়েছে।
(আবহ সংগীতের বাজনা চলবে)
পাকরূহ আমাদের জীবন রুহানিভাবে প্রবৃদ্ধির শিক্ষাই দিয়ে থাকে। প্রেম, আনন্দ, শান্তি, দয়ার স্বভাব, ভালস্বভাব, বিশ্বস্ততা, ন¤রতা এবং আত্মদমন।
তোমার জীবন থেকে এসকল ফল কি কখনো উৎপন্ন হয়? মসিহে বিশ্বাস রাখুন, তিনি আপনাকে পরিবর্তন করে দিচ্ছেন। যখন কারো হৃদয়ের পরিবর্তন ঘটে, তখন প্রত্যেকে এ পরিবর্তনের চিহ্ন দেখতে পায়। এ ধরণের চারিত্রিক বৈশিষ্ট আপনার মধ্য থেকে কি দেখা যায়?
লোকবল: ভাষ্যকার, বালক, দুই বন্ধু
© Copyright: CEF Germany