Home -- Bengali -- Perform a PLAY -- 109 (Who is the thief)
109. কে চোর
স্মিথ পরিবারটি দুপুরের আহার করছিল। লিজা ও ফিলিক্স স্কুল থেকে ঘরে আসলো। সবারই অনেক কিছু বলার আছে। কিন্তু মাকে আজ বড়ই ভাবগম্ভির মনে হচ্ছে। অপ্রত্যাশিত একটা প্রশ্ন হঠাৎ করে মা করে বসলেন।
মাতাঃ ‘আশ্চর্য লাগে, গতকাল সকালেও আমার ব্যাগে পঁচিশ ডলার ছিল। আজ মুদি দোকানে বাকি টাকা পরিশোধ করতে চাইলেন, আমি দিতে পারলামনা, টাকা উধাও। তোমাদের কেউ কি তা নিয়েছো? ফেলিক্স? অথবা তুমি লিজা?’
ফেলিক্সঃ ‘কিন্তু মা আমরা তো চোর না।’
লিজাঃ ‘অবশ্যই আমরা তোমার টাকা নেই নি।’
মাঃ ‘আশ্চর্য, তবে সে টাকাটা গেল কোথা?’
টেবিল পরিষ্কার করার পরে ফেলিক্স ও লিজা হোমটাস্ক করার জন্য গেল। কিন্তু লিজা বিবেকের তাড়ন বোধ করলো। সে এমনকি অসুস্থ হয়ে পড়লো। কেননা সেই তার মায়ের ব্যাগ থেকে টাকাটা চুরি করেছিল।
লিজাঃ ‘আমি যদি টাকা চুরি না করতাম। তবে মা কেন নতুন কানের দুলের জন্য আমাকে টাকা দিচ্ছে না? আসলে আমি টাকাটা চুরি করি নি, আমি কর্জই নিয়েছি যা কোনো একসময় মাকে ফেরত দিয়ে দেব।’
কিন্ত এ চিন্তাটি তাকে বিবেকের দংশন থেকে মুক্তি দিল না। কয়েকদিন হলো, শিশুদের ক্লাসে চুরি বিষয়ক আলোচনা চলছে । বাইবেলে রয়েছে চুরি করা পাপ। আর পাপ দেয়ালের মতো কাজ করে । পাপ সম্পর্ক দূর করে দেয়। লিজাতা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে । যতবার সে টাকা চুরি করেছে ততবার মা ও তার মধ্যে সম্পর্কের দূরত্ব ঘটেছে । আর এ দূরত্ব সে ও মসিহের মধ্যেও সৃষ্টি হয়েছে।
লিজা আর কোনো অযুহাত খুঁজে পাচ্ছে না। বাস্তবতা হলো সে দুপুরের খাবারের টেবিলে মিথ্যা কথা বলেছে যা তাকে ক্রমেই ভারাক্রান্ত করে তুলছে। গোটা দিনে তার হৃদয়ে আনন্দ বলতে কিছুই বোধ করছে না। তার এখন দুঃখ হয় নতুন কানের দুলের জন্য যা সে তোষকের নিচে লুকিয়ে রেখেছে। ঐ রাতে যখন ঘুমোতে গেল তখন সে অপরাধের জন্য কাদলো।
মাতাঃ ‘লিজা, তোমার কি হয়েছে?’
লিজাঃ ‘আমিই তোমার টাকা চুরি করেছি। তুমি আর আমাকে ভালোবাসতে পারছো না।’
মাতাঃ ‘তোমার তা করা উচিৎ হয় নি। তবে তুমি সৎসাহস ফিরে পেয়েছো আমার কাছে স্বীকার করার। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমার ভাতা থেকে পঁচিশ ডলার ফিরিয়ে দিতে পারো। তুমি কি মসিহের কাছে ক্ষমা চেয়ে নিবে এ অপরাধের জন্য?’
লিজাঃ ‘হ্যা প্রভু মসিহ, আমি দুঃখিত টাকা চুরি করার জন্য। আমাকে ক্ষমা করো। আমার প্রতি তোমার মহব্বতের জন্য ধন্যবাদ!’
লিজার কাধ থেকে ভারী বোঝার মতো একটা বোঝা নেমে গেল। সে আবার আনন্দিত হতে পেয়েছে। সবচেয়ে বেশি আনন্দ। মা ও মসিহ তখনও তাকে মহব্বত করেন।
লোকবলঃ ভাষ্যকার, মাতা, লিজা, ফেলিক্স
© Copyright: CEF Germany