STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 110 (Only 8 and already King)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

110. রাজার সাথে ৮জন


তিনি তোমার ফরিয়াদ শ্রবণ করবেন।

যেশিয়া খোদাকে মহব্বত করতেন। তিনি যখন বৃদ্ধ হলেন তখন রাজ্যের বিভিন্নস্থানে স্থাপিত প্রতিমাগুলো ভেঙ্গে ফেলেছিলেন, যা কিছু খোদাকে অসন্তুষ্ট করে তাই তিনি ধ্বংস করেছিলেন। তোমার জীবনটি কি তুমি পরিষ্কার করে তুলবে না? নোংড়া চলচ্চিত্র ও ম্যাগাজিন সমূহ অপসারণ করবে না? যা কিছু নোংড়াবস্তু তোমার বিছানার নিচে ও আলমিরার মধ্যে রয়েছে যা খোদাকে নিষেধ করেন ওগুলোও কি তুমি পরিষ্কার করবে না?

যেশিয়া দেশে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। তিনি এ সকল স্বতঃস্ফুতভাবে করতেন, কেননা তিনি খোদাভক্ত ছিলেন।

যেশিয়াঃ ‘মন্দিরের এবাদতগৃহের দিকে তাকাও। খোদার গৃহ একটা আবর্জনার স্তুপের মতো দেখা যাচ্ছে। এর দ্বারা খোদার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য প্রকাশ ছাড়া আর কিছুই প্রকাশ পায় না।’

(নির্মান কাজের শব্দ)

ইমামঃ ‘দেখুন আমি যা পেলাম। কেন এ কেতাব পিছনে ফেলে রাখা হয়েছে? আসুন এগুলো রাজা যেশিয়ার কাছে নিয়ে যেতে হবে।’

খোদার কালাম, কিতাবুল মোকাদ্দাস, এক কোনায় ফেলে রাখা হয়েছে। সন্দেহ নেই, তাদের জীবনে খোদার অবস্থান সর্বাগ্রে বা প্রাধিকারের বিষয় ছিল না।

ইমামঃ ‘রাজা যোশিয়া, আমার এ কেতাব ময়লার মধ্যে খুজে পেয়েছি।’

রাজা যোশিয়াঃ ‘উচ্চকন্ঠে পাঠ করে শুনাও।’

রাজা শুনতে পেলেন যারা সর্বান্ত করনে খোদাকে মহব্বত করতোনা তাদের সাথে খোদার যে আচরন করতেন। মর্মাহত হয়ে তিনি ভূমিতে বসে কান্নায় ভেঙ্গে পড়লেন। তাদের লোকজন খোদাকে দু:খ দিয়েছে তা বুঝতে পেরে তিনি ভিষণ দু:খ পেলেন। এর অল্প সময় পরে খোদা তাকে বললেন।

খোদাঃ ‘আমি এই শহরটিকে সাস্তি দেব। কিন্তু যেহেতু তুমি আমাকে মহব্বত করো তাই আমি তোমাকে রক্ষা করবো।’

রাজা যোশিয়া আরাধানার জন্য আবালবৃব্দ বনিতা সকলকে আহবান জানালেন, তাদের খোদার সেবার জন্য বললেন এবং প্রত্যেকের জীবনে খোদার স্থান যে সর্বাগ্রে থাকে সে বিষয়ে সাবধান হতে বললেন। তুমি কি এমন আহবান গ্রহন করতে?


লোকবলঃ ভাষ্যকার, সেবক, যোশিয়া, ইমাম, খোদার কন্ঠ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 11, 2019, at 03:28 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)