STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 111 (A promise is a promise)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

111. প্রতিজ্ঞার মত প্রতিজ্ঞা


১ম শত্রুঃ ‘বাদ দাও! আমরা প্রহৃত হয়েছি।’

২য় শত্রুঃ ‘তোমাদের রাজা যা কিছু বলেন তার উপর নির্ভর করো না। সে তোমাদের কাছে মিথ্যা কথা বলেছে।‘

১ম শত্রুঃ ‘আমাদের রাজা সেনাচেরিব সর্বশক্তির অধিকারি।’

২য় শত্রুঃ ‘হ্যা, তোমরা পরাজিত তোমরা সৈন্য নও।’

১ম শত্রুঃ ‘যদি তুমি খোদার উপর নির্ভর করো, তবে তাই যথেষ্ট।’

দুই লক্ষ সৈন্য নিয়ে আসেরিয় শত্রুরা জেরুজালেম আক্রমন ও ঘেরাও করে রেখেছে। শহর রক্ষার দেয়ালের পাহারারত লোকজন নিরব হয়ে আছে। রাজা হেজেকিয়া বুঝতে পেরেছে যে তার বাঁচার আর উপায় নেই। কিন্তু তার হাতে একটা অস্র আছে যে বিষয়ে শত্রুদের কোনো ধারণাই নাই। এমন একটি অস্র যা সবসময়ই জয়লাভ করে।

গোলাবরুদের মধ্যে এই অস্রটি খুঁজে পাওয়া সম্ভব নয়, কিন্তু তা থাকে তার হৃদয়ের মধ্যে, যা হলো খোদার উপর আস্থা। যে কেউ এ অস্র ধারণ করে, তাকে কখনোই শত্রুদের থেকে ভয় পাবার কোনো কারণ থাকতে পারে না।

হেজকিয়ার দূতঃ ‘রাজা হেজকিয়া, সেনাচেরিবের পক্ষ থেকে এটি একটি পত্র।’

হেজকিয়াঃ ‘ভয় পেয়ো না। খোদা আমাদের পক্ষে। তাঁর উপর আস্থা রাখো।’

হেজকিয়া পত্রটি হাতে নিলেন, এবাদতগৃহে চলে গেলেন, প্রার্থনা করলেন;

হেজকিয়াঃ ‘প্রভু, তুমি আমাদের খোদা। কেবল তুমিই আমাদের রাজা। আমাদের রক্ষা করো যেন সকলে দেখতে পারে যে তুমিই আমাদের জীবন্ত খোদা।’

অনেকে মনে করে, খোদার উপর বিশ্বাস করার পর জীবনের সবকিছু সহজ হয়ে ওঠবে। কিন্তু বাইবেলে আদৌ তেমন শিক্ষা দেয় না। খোদা আমাদের জীবনের উপর দিয়ে কঠিন কঠিন অবস্থা অতিক্রম করার অনুমতি দান করেন। ওগুলো হলো আমাদের জীবনের পরীক্ষা। যেন বিপদের মধ্যেও আমরা তাঁর উপর আস্থা রাখি কিনা।

হেজকিয়া সে পরীক্ষায় পাস করেছেন, খোদা তাকে বললেন; প্রভু খোদা এভাবে বলছেন; আমি তোমার প্রার্থনা অবধান করেছি। শত্রুরা একটি তীর পর্যন্ত নিক্ষেপ করতে পারবে না শহরের মধ্যে।

সত্যিকার? একটি তীরও নয়?

পরের দিন সকলে একমত হলো।

লোকঃ ‘তুমি কি দেখবে! শত্রুরা পরাভুত হয়েছে?’

লোকঃ ‘মৃত লাশ সর্বত্র পড়ে আছে। কে শত্রুদের আঘাত হানলো?’

বাইবেলে বর্ণিত আছে, খোদা রাত্রিকালে একজন ফেরেশতা প্রেরণ করেছেন। আর ঐ ফেরেশতা ১৮৫০০০ শত্রুপক্ষের সৈন্য হত্যা করেছে। আর সে কারণেই একটি তীরও শহরের উপর কেউ নিক্ষেপ করতে পারে নি।

খোদা যা প্রতিজ্ঞা করেন তা তিনি বাস্তবায়িতও করেন। আমরা তাঁর উপ সম্পূর্ণরূপে নির্ভর করতে পারি। যেমন বাইবেলে রয়েছে আল জবুর ৩৩:৪ ‘খোদার কালাম খাঁটি ও সত্য, তিনি যা কিছু করেন তাঁর কাজে তিনি বিশ্বস্ত।’ খোদার কালাম পাঠ করো ও তদ্রুপ পদক্ষেপ নাও। তখন তুমিও অভিজ্ঞতা অর্জন করতে পারবে যে হেজকিয়কে যে খোদা সাহায্য করেছেন সেই একই খোদা আজ তোমাকেও রক্ষা করার জন্য প্রস্তুত ও সক্ষম।

খোদা যা কিছু প্রতিজ্ঞা করেছেন তিনি তা করেই ছাড়েন। তোমার কাছে যদি বাইবেল না থাকে তবে আমাদের কাছে লিখে জানাও। উপহার হিসেবে এক কপি তোমাকে দেব।


লোকবলঃ ভাষ্যকার, দুইজন শত্রু, হেজেকিয়েল, হেজেকিয়ের দূত, কোনো এক লোক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 06:30 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)