STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 019 (Who is the true God 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
19. কে হবেন সত্যিকারের খোদা-৪রাজা আহাব ইলিয়াসের উপর ক্রুদ্ধ হলেন। আহাব: ‘দীর্ঘদিন বৃষ্টি না হবার কারণে এই নবী অভিযোগ করছে।’ আহাব ক্রুদ্ধ হয়ে আজে-বাজে বকাবকি করলো। সে কি বলতে চায় যে জীবন্ত খোদাকে অস্বীকার করার কারণে এমন অনাবৃষ্টি হয়েছে? তিন বৎসর অতিক্রান্ত হয়ে গেল। এই তিন বৎসরের মধ্যে এক ফোটাও বৃষ্টি ঝড়লো না, তখন ইলিয়াস রাজা আহাবের কাছে গেলেন। ইলিয়াস: ‘রাজা আহাব, আপনি যদি চান পুনরায় বৃষ্টিপাত হবে তবে সকল জাতি ও সকল বালদেব পূজারী পুরোহিতদের একত্রিত করুন; আমরা সকলে কার্মেল পর্বতে সমবেত হবো। সেখানে প্রমান হবে কে সত্যিকারের খোদা আর কেইবা বাল দেবতা।’ রাজা আহাব ইলিয়াসের কথায় বাধ্য হলেন। পরের দিন সকলে কার্মেল পর্বতের শিখরে উঠলেন। সেখানে কি যে ঘটতে যাচ্ছে? ইলিয়াস জনতাকে আহ্বান জানালেন: ইলিয়াস: ‘আর কতকাল তোমরা দুই নৌকায় পা দিয়ে চলবে? যদি আল্লাহই মাবুদ হন তবে তাঁর এবাদত কর, আর যদি বাল-দেবতাই মাবুদ হয় তবে তার এবাদত করো’ কিন্তু লোকজন কোনো জবাব দিল না। তারা দেখতে লাগলো ইলিয়াস একটি কুরাবানগাহ বানিয়ে তার উপর উপর কোরবানিযোগ্য একটি পশু রেখেছে। বাল দেবতার পূজারী ও পুরাহিতেরাও একই পদ্ধতিতে পূজার মন্ডপ নির্মাণ করলো। ইলিয়াস: ‘তোমরা অপেক্ষা করো, আগুন জ্বালিয়ো না! প্রত্যেকে তার মাবুদের কাছে প্রার্থনা কর। যেই খোদা আসমান থেকে আগুনের বর্ষণ করবেন তিনিই হবে সত্যিকারের খোদঠষ্ফ।’ সাথে সাথে বাল দেবতাদের উপাশকগণ প্রার্থনা শুরু করে দিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা চিৎকার করে প্রার্থনা করে চললো, কিন্তু স্বর্গ থেকে তারা কোনো জবাব পেল না, ইলিয়াস কৌতুক জুড়ে দিল; ইলিয়াস: ‘তোমাদের আরো জোরে চিৎকার করতে হবে, সম্ভবত তোমাদের খোদা ঘুমিয়ে পড়েছেন অথবা ছুটি কাটাচ্ছেন।’ ইলিয়াস যখন তার কোরবানগাহ, পোড়ানোর জন্য আনিত কাঠের উপর পানি ঢালতে বললেন তখন যেন সবকিছু নিরব হয়ে গেল। ভিজা কাঠ জ্বলে না, ভিজা কাঠ কি জ্বলে? ইলিয়াস: ‘প্রভু খোদা অদ্য লোকদের দেখিয়ে দাও যে তুমি ইস্রায়েল সন্তানদের খোদা আর আমি হলাম তোমার সেবক।’ আশ্চর্যের বিষয়! হঠাৎ করে বেহেশত থেকে আগুন নেমে আসলো আর কোবানির সবকিছু পুড়ে ফেললো, পুড়ে গেল ভেজা কাঠ, পাথর এমনকি পানি পর্যন্ত শুষে নিল! সবকিছু উজ্জ্বলভাবে জ্বললো। লোকজন আশ্চর্য হয়ে গেল, তারা ভয়ে মাটিতে সেজদা অবনত হলো। জাতিগণ: ‘নিশ্চয়ই প্রভু! প্রভুই খোদা!’ লোকজন এবার বুঝতে পারলো ও বাধ্য হলো বাল দেবের পুরোহিতেরা তাদের যোগ্য পুরষ্কার পেয়ে গেল, তারা সকলেই মারা গেল। প্রভু নিশ্চয়ই খোদা! ইলিয়াস পুনরায় মুনাজাত করলেন তখন কালো মেঘে ছেয়ে গেল আর প্রথম বৃষ্টি শুরু হলো। কেবলমাত্র জীবিত খোদাই বৃষ্টি দান করলেন। লোকবল: ভাষ্যকার, আহাব, ইলিয়াস, জাতিগণ © Copyright: CEF Germany |