STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 018 (Breakfast per airmail 3) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
18. উড়ন্ত প্রাতরাশ-৩দ্রুত পায়ে ইলিয়াস রাজদরবার ত্যাগ করলেন। একটা বিষয় পরিষ্কার হলো, ইলিয়াস জানতেন প্রকৃত খোদাকে অস্বীকারকারী রাজার সাথে ফালতু বাক্য ব্যয় করা ভালো মনে করেন নি, তাছাড়া রাজা তার ক্ষমতার বড়াই করে তাকে হত্যা করার হুকুম দিতে পারে ভেবে। রাজাকে তিনি ভয় পেতেন না, কারন তিনি জানতেন বিশ্বস্ত খোদা তাকে কখনোই ছেড়ে দেবেন না। খোদা অত্যন্ত পরিষ্কার ভাষায় তার সাথে কথা বলেছেন। খোদা: ‘ইলিয়াস, এখান থেকে চলে যাও। পূর্ব দিকে কীরৎ স্রোতের কাছে গিয়ে আত্মগোপন করো। স্রোতোজল পান করতে পারবে সেখানে, আর তথায় তোমার জন্য খাবার পরিবেশন করবো।’ তোমরা কি জানো কিভাবে খোদা তাকে খাদ্য যোগাতেন? তিনি দাড় কাক দিয়ে মাংস, রুটি ইলিয়াসের জন্য পাঠাতেন। এ অতি আশ্চর্য ঘটনা সত্যিই ঘটেছিল, খোদা প্রাণীর মাধ্যমে ইলিয়াসের কাছে সকালের নাস্তা ও ভোজের জন্য যোগ্য আহার্য্য পরিবেশন করতেন। খোদা বিশ্বস্ত। তাঁর ভক্ত দাসের যা কিছু প্রয়োজন তা তিনি যথাযথ যোগান দিয়ে থাকেন। তিনি যেখানে আত্মগোপন করে ছিলেন সেখানেও খোদা তার জন্য খাদ্য ও পানীয় যোগান দিয়েছিলেন। উক্ত খরার সময়ে বহুলোকের কঠিন জীবন-যাপন করতে হয়েছে। বৃষ্টি নেই, চাষাবাদ নেই, ফসল নেই, কোনো খাদ্য অবশিষ্টও ছিল না। এমনকি কীরৎ স্রোতের ধারাও শুকিয়ে গিয়েছিল। এমন কঠিন অবস্থা যখন ঘটলো খোদা ইলিয়াসকে সীমান্তবর্তী স্থান সারিফতের পথ দেখালেন। শহরে প্রবেশের সময় তিনি এক মহিলাকে বললেন: ইলিয়াস: ‘আমাকে এক গ্লাস পানি ও এক টুকরো রুটি দাও।’ শোকার্তভাবে মহিলা তাঁর দিকে তাকিয়ে অপরাগতার সুরে বললেন: মহিলা: ‘আমার আর কোনো খাদ্য নেই। মাত্র একমুঠো ময়দা অবশিষ্ট রয়েছে আমার বাটিতে, আর তেলের আধারে কয়েক ফোটা তেল পড়ে আছে। সর্বসাকুল্যে এতটুকুই আমার আছে। আমি মনস্থ করেছি ঐটুকু দিয়ে আমি ও আমার পুত্রের জন্য আহারের ব্যবস্থা করবো। যা আছে তা এক বেলার জন্যই যথেষ্ট। তারপর আমরা মারা যাব।’ ইলিয়াস: ‘ভয়ের কোনো কারণ নেই! খোদা আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। তিনি আমাকে বলেছেন, আপনার ময়দার পাত্র ও তেলের বোতল কখনোই ফুরিয়ে যাবে না যতদিন অনাবৃষ্টি চলতে থাকবে।’ খোদা বিশ্বাসভাজন! তিনি যা কিছু প্রতিজ্ঞা করেছেন তা পুরোটাই বাস্তবায়ন হবে। ময়দা কখনো ফুরিয়ে যায় নি, তেলের ভারও হয় নি তেল শুণ্য, মহিলা তা নিত্যদিন খাবার প্রস্তুত করে খেতেন। নবী ইলিয়াস, মহিলা ও তার পুত্রের খাবারের জন্য সবসময় যথেষ্ট পরিমান থাকতো। কতইনা চমৎকার খোদার কুদরত! খোদা বিশ্বাসভাজন! তোমরা সদা সর্বদা তাঁর উপর নির্ভর করতে পারো! লোকবল: ভাষ্যকার, খোদা, ইলিয়াস, মহিলা © Copyright: CEF Germany |