STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 121 (Tracks in the snow 5)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

121. বরফের মধ্য দিয়ে পথ-৫


আনিতি একটা বই পড়ছিল। তবে কিছুতেই সম্পূর্ণ মনোনিবেশ করতে পারছিল না তাতে।

আনিতিঃ ‘দাদি, আমি ঘুমোতে যাচ্ছি। শুভ রাত্র।’

কিন্তু সে তার কক্ষে গেল না, পরবর্তিতে বাহিরে চলে গেল আর গভির বরফের মধ্যদিয়ে চলতে লাগলো। ইতিমধ্যে বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। সে পিছলে পড়ে গিয়ে পা এতটাই মচকে গেল যাতে আর একটুও হাটতে পারছিল না।

আনিতি (কান্না জুড়ে দিল): ‘আমার এখন কি করা উচিৎ? আমি তো জমাট বেধে যাবো যদি কেউ আমাকে না পায়।’

সে বরফের মধ্যে বসে পড়লো আর কাদতে শুরু করল। আকাশে তারা জ্বলজ্বল করছিল। আনিতি উপরের দিকে তাকিয়ে আছে। খোদা কি তাকে এখান থেকে মুক্ত করবে, যদিও লুকাসের প্রতি এতটা নীচমনের ঈর্ষাকাতর সে আছে?

তখন বরফের উপর দিয়ে কিছু একটা চলার শব্দ শুনলো।

আনিতিঃ ‘সাহায্য করো! সাহায্য করো! লুকাস তুমি কি ওখানে দাড়িয়ে? দয়া করে আমাকে সাহায্য করো। আমার পা মচকে গেছে।’

লুকাসঃ ‘আমি স্লেজ গাড়ি নিয়ে আসছি। আমার ফিরে না আসা পর্যন্ত আমার কোটটি ধরো।’

সে আবার যখন একাকি হয়ে পরলো, তখন সর্বান্তকরণে প্রর্থনা করলো।

আনিতিঃ ‘প্রিয় প্রভু মসীহ, আমি পাপী, তোমাকে আমার চাই। আমার সকল পাপ ক্ষমা করো।আািম তোমার সন্তান হতে চাই-আমি যে কেবল বিপন্ন সে কারণে নয়, সারাক্ষণ। আমিন।’

লুকাস ততক্ষনে ফিরে আসলো কম্বল ও স্লেজগাড়ি নিয়ে।

আনিতিঃ ‘লুকাস, তোমাকে আমার কিছু বলার আছে। আমিই তোমার ঘোড়াটা ভেঙ্গে ফেলেছি। মসীহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। তুমিও আমাকে ক্ষমা করে দাও। আর কখোনই তোমাকে ঘৃণা করবো না।’

লুকাসঃ ‘আমি চিন্তা করেছিলাম, তুমিই ওটা ভেঙ্গে ফেলেছো। খোলাখুলি বলার জন্য তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে ক্ষমা করেছি।’

আনিতি সুস্থমতো বাড়ি ফিরে এলো। লুকাস পাশের ঘরে বসে প্রার্থনা করলো।

লুকাসঃ ‘প্রভু মসিহ, আমাকে একটা সহজ উপায় দেখিয়ে দাও যেন ড্যানির দুর্ঘটনার জন্য আমার ভূমিকা রয়েছে আর সে জন্য আমি অতীব দুঃখিত।’

তারপর শহরের ডাক্তারের কথা মনে করলো। পারবে কি সে ড্যানির পা পুনরায় সুস্থ করে দিতে? মধ্যরাতে শৈত্যঝড়ের মধ্যে ঝুকিপূর্ণ অবস্থায় লুকাস শহরে চলে গেল। ক্লান্ত তবে সুস্থ অবস্থায় শহরে পৌছালো। যদিও তা করা ছিল মারাত্মক ঝুকিপূর্ণ বিষয়। কিন্তু তার কাজটি ছিল অর্থবহ। ডাক্তার সাহায্য করার আগ্রহ প্রকাশ করলেন। অনেকদিন ধরেই ড্যানিকে হাসপাতালে থাকতে হয়েছি সুচিকিৎসা পাবার জন্য। কিন্তু সে যখন বাড়ি ফিরে আসলো, তখন বাড়িতে আনন্দের জোয়ার বইতে শুরু করলো। সে আবার হাটতে পারছে। লুকাসকে দাওয়াত দেয়া হলো। সে আনন্দে উজ্জ্বল হয়ে ওঠলো যখন ড্যানিকে ক্রাচ ছাড়াই হাটতে দেখল।

ডাক্তারঃ ‘ড্যানি, লুকাসকে ধন্যবাদ দেয়া তোমার কর্তব্য। সে যখন আমার সাথে দেখা করতে এসেছিল তখন ঝুকিপূর্ণ অবস্থার মধ্য দিয়েই এসেছিল।’

লুকাসঃ ‘আমি তা একা করি নি, মসিহ আমাকে এ ধারণা দিয়েছিলেন আর তিনি আমাকে সাহায্য করেছেন পরিকল্পনাটি কার্যকর করার জন্য।’

আর তার পুরান বন্ধু যিনি পাহাড়ে থাকেন তিনিই পুরো খরচ বহন করেছেন। তবে উক্ত ঘটনাটি লুকাস গোপন করে রেখেছিল।


লোকবলঃ ভাষ্যকার, আনিতি, লুকাস, ডাক্তার

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 28, 2019, at 08:07 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)