STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 075 (Special binoculars)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

75. বিশেষ ধরণের দূরবীক্ষণ


তোমরা কি নবী বা ভাববাদীদের অর্থ জানো?

শারাহঃ ‘নবী হলেন তেমন বিশেষ ব্যক্তি যার কাছে খোদা তাঁর ভবিষ্যতের পরিকল্পনা জ্ঞাপন করেন।’

আসমাসঃ ‘তিনি ভবিষ্যতে যা ঘটবে সে বিষয়ে বলতে পারেন।’

অন্যভাবে বলা চলে নবী হলেন তেমন ব্যক্তি যিনি খোদার কাছ থেকে এক বিশেষ দূরবীনযন্ত্র লাভ করেছেন। দূরবীণযন্ত্রের ব্যবহারকারী ভবিষ্যতে যা কিছু ঘটবে সে বিষয়ে দূরবীণের দ্বারা দেখতে পারেন যা অন্যের পক্ষে বলা আদৌ সম্ভব নয়।

যাকারিয়া নবীকে ভবিষ্যতের বিষয়ে যা কিছু ঘটাবেন তা খোদা তাকে দেখালেন। এ অংশটি পাঠ করুনঃ

বালিকাঃ ‘হে জেরুজালেম, আনন্দিত হও। তোমাদের রাজার আগম ঘটছে যিনি ধার্মিক ও বিজয়ী, শান্ত আর আসছেন গাধার পিঠে সওয়ার হয়ে।’

খোদা ভবিষ্যতের বিষয়ে যা কিছু বলেছেন তার সবকিছু ঠিকমতো বাস্তবায়িত হয়েছে। যাকারিয়া যা কিছু দেখতে পেয়েছিলেন তা পাঁচশত বৎসর পরে বাস্তবে রূপ লাভ করেছে।

মসিহ জেরুজালেমের পথে রওয়ানা দিলেন। তিনি একটি ক্ষুদ্র শহরে উপস্থিত হলেন। তিনি তাঁর দুইজন সাহাবিকে অগ্রপথিক হিসেবে প্রেরণ করলেন।

মসিহঃ ‘পাশের শহরে তোমরা এগিয়ে যাও তথা তোমরা একটা গাধা বাধা দেখিতে পাইবে। বাধন খুলে ওটাকে আমার কাছে নিয়ে আসো।’

সাহাবিঃ ‘আমরা কি ওটাকে আনতে পারবো?’

মসিহঃ ‘কেউ যদি কোনো প্রশ্নে করে এ বিষয়ে তবে তাকে বলো, প্রভুর প্রয়োজন আছে।’

সাহাবিঃ ‘যদি আমরা তেমন কথা বলি।’ (অমসৃণ পথে পদচারণার শব্দ)

দুইজন ব্যক্তি শহরে চলে গেলেন, গিয়ে দেখতে পেলেন সবকিছুই প্রভুর বক্তব্য অনুযায়ী ঠিকঠাক আছে। তারা একটি গাধা দেখে তা বাধন থেকে খুলে নিলেন।

গাধার মালিকঃ ‘এই, তোমরা দুজনে কি করছো? ঐ গাধাটি তো আমার।’

সাহাবিঃ ‘প্রভুর প্রয়োজন আছে তাই তিনি এটা নেবার জন্য আমাদের পাঠিয়েছেন।’

গাধার মালিকঃ ‘তোমাদের প্রভু? তবে ঠিক আছে, উত্তম হলো সবকিছুই সুন্দর হলো। এটাকে নিয়ে যাও।’ (অমসৃণ পথে পদচারণার শব্দ)

সাহাবিগণ গাধাটিকে মসিহের কাছে নিয়ে আসলেন। তারা তাদের চাদর বিছিয়ে দিলেন এবং খেজুর পাতাও বিছিয়ে দিলেন তাকে সম্ভাষণ জানাবার জন্য। মহানন্দে তারা মসিহকে বরণ করে নিলেন।

জনতাঃ ‘আনন্দ করো, উল্লাস করো হে জেরুজালেম, তোমারেদ রাজা তোমাদের কাছে আসছেন।’

জনতাঃ ‘হোসান্না যে রাজা খোদার কাছ থেকে আসছেন তাকে বরণ করে নাও।’

জনতাঃ ‘হোসান্না, আমাদের সাহায্য করুন, আপনিই আমাদের রাজা।’

তারা এমন এক রাজার প্রত্যাশা করছিলেন যারা তাদের খাদ্য পরিবেশন করবেন আর অবমুক্ত করবেন রোমান সম্রাটের অধিনস্ত শৃঙ্খল থেকে। কিন্তু মসিহ ঐ সকল উদ্দেশ্য নিয়ে ধরাপৃষ্টে আগমন করেন নাই। তারা সকলে হতাশ, এক সপ্তাহ পরে তারা চিৎকার করে উঠলোঃ

জনতাঃ ‘আমরা তাকে চাই না। তাকে নিয়ে যাও, ক্রশপরে তাকে হত্যা করো।’

তারা বুঝে উঠতে পারে নি, মসিহ তাদের কেবল রুটি দিতেই চান নি বরং তার চেয়ে আরও গুরুত্বপূর্ণ দরকারি বিষয় দিতে চেয়েছেন। তিনি রাজা, তাদের জীবন পরিচালনা করতে চেয়েছেন।

আমি আনন্দিত এ জেনে যে তিনি আমার জীবনকেও পরিচালনা দান করতে চাচ্ছেন।


লোকবলঃ ভাষ্যকার, বালিকা, বালক, সাহাবি, গাধার মালিক, জনগণ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 09:06 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)