STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 025 (The saddest story)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

25. দুঃখজনক কাহিনী


এমন কাওকে চেন যার জন্মদিন বলতে কিছু নেই? আদম এবং হাওয়া! তারা জন্মলাভ করেন নি, বরং তারা খোদার হাতে সৃষ্ট। তবে তারা এতটাই খুশি ছিলেন যেন প্রত্যেকদিন ছিল তাদের জন্মদিন। তারা খোদার সাথে কথা বলতেন এবং তাঁর কথা শুনতে পেতেন। তখন কোনো যুদ্ধ অথবা রোগশোক বা উদ্বেগ উৎকণ্ঠা ছিল না। খোদা সবকিছু তাদের পর্যাপ্ত পরিমানে দিতেন আর তিনি তাদের বলেছেন:

খোদা বললেন: ‘বাগানের সকল ফল তোমরা ইচ্ছেমতো ভোগ করতে পারো, কেবল মধ্যস্থানের ঐগাছের ফল ছাড়া। উক্ত গাছের ফল স্পর্শও করবে না, নতুবা তোমরা মারা যাবে।’

সবকিছু তাদের অধিকারে ছিল, কেবল ঐ একটি ব্যতিত। আদম-হাওয়া খোদাকে মহব্বত করতেন তাই সানন্দে তার বাধ্যগত ছিলেন।

কিন্তু একজন শিস দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলো যে কিনা কখনোই খোদা ভক্তের কল্যাণ কামনা করতে পারে না। আর সে হলো ইবলিস। সে ফেরেশতারূপে হাজির হলো। সে এতটাই গর্বিত ছিল যে খোদার সমান হতে চাইছিল, আর তার আত্ম অহমিকার কারণে তাকে বেহেশত থেকে বাহির করে দেয়া হয়েছিল।

ইবলিস: ‘খোদা কি সত্যিই তোমাদের নিষেধ করেছেন ঐ গাছের ফল খেতে?’

বিবি হাওয়া: ‘সব গাছের ফল আমরা খেতে পারি কেবলমাত্র একটি বাদে। অন্যথায় আমরা মারা যাব।’

ইবলিস: ‘তোমরা মারা যাবে না।’

খোদার শত্রু হলো প্রমানিত মিথ্যাবাদি। সে খোদার বাক্য পেচিয়ে প্রকাশ করে আর সন্দেহ সৃষ্টি করে। বিবি হাওয়া খোদার হুকুম অন্তরে অন্তরে জানতেন, কিন্তু তিনি শয়তানের কথায় মনোযোগ দিলেন, আর শয়তান হলো প্রলোভনকারী। সে গাছের ফল পছন্দ করলেন যখন উক্ত ফলের রূপ সৌন্দর্য অবলোকন করলেন, তাই কয়েকটি তুলে নিলেন, খেয়ে দেখলেন এবং আদমকেও খেতে দিলেন, আদম তারপাশেই দাঁড়িয়ে ছিলেন।

অবাধ্যতা হলো পাপ, আর পাপের প্রতিফল মারাত্মক। এর চেয়ে অধিক আর কিছুই ছিল না।

খোদা বললেন: ‘আদম তুমি কোথায়?’

খোদা যখন তাদের ডাক দিলেন, তখন তারা ভয় পেলেন, তাই তারা খোদার আড়ালে নিজেদের লুকালেন। তারা পরষ্পরকে দোষারোপ করতে লাগলেন। পাপ আমাদের আনন্দ দেয় না, ধার্মিক খোদা অবশ্যই তাদের শাস্তি দিবেন। পাপের বেতন হলো মৃত্যু; যার অর্থ হলো আমরা খোদার থেকে চিরদিনের জন্য দূরিকৃত হয়ে গেছি। আদম হাওয়াকে বেহেশত ছেড়ে আসতে হলো।

জগতে সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটে গেল; জগতে পাপের প্রবেশ ঘটলো। তখন থেকে সকলেই পাপী হয়ে গেল। কিন্তু খোদা প্রেমেপূর্ণ, নিজেই প্রেম, সে কারণেই তিনি আমাদের পাপভার নিজের উপর তুলে নেবেন যেন আমরা আমাদের জীবন নতুন করে শুরু করতে পারি।

পরবর্তী নাটকে বলবো কে সেই নাজাতদাতা রয়েছেন আমাদের জন্য।


লোকবল: ভাষ্যকার, ইবলিস, বিবি হাওয়া, খোদার কণ্ঠস্বর

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:14 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)