STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 026 (A friend betrays Jesus)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

26. মসিহের সাথে বন্ধুর বিশসঘাতকতা


বন্ধু না শত্রু? তুমি কি মনে করো?

দ্রুত সে জেরুজালেমের চোরা গলিতে চলে গেল। উদ্বিগ্ন পিছনে তাকালো আর প্রধান পুরোহিতের দলবল নিয়ে ফিরে আসলো। দরজার আড়ালে ষড়যন্ত্রের মিথ্যা জাল বোনা হলো। ঐ লোকেরা মসিহকে হত্যা করতে চেয়েছিল। কেউ দরজা খুলে হতভম্ব হয়ে গেল কেননা দেখতে পেল মসিহের সাহাবি তথায় দন্ডায়মান।

একজন বন্ধু শত্রুর মধ্যে সামিল হলো এর দ্বারা কি বুঝা যাবে?

যিহুদা: ‘মসিহকে বন্দী করার জন্য তার অবস্থান যদি দেখিয়ে দেই তবে তোমরা আমাকে কি দিবে?’

প্রধান পুরোহিত: ‘আমরা তোমাকে ত্রিশটি রৌপ্য মুদ্রা দেব।’

দ্রুত লেনদেন ঠিক হয়ে গেল, আর তাতে সে খুশি হলো। যিহুদা চলে গেল।

বিবেক: ‘যিহুদা তুমি তো মসিহের একজন সাহাবি। কি করে অল্প কয়টা টাকার বিনিময়ে মসিহের সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারো?’

তার বিবেক তাকে দারুণভাবে দোষি সাব্যস্থ করে থাকবে। তিন বৎসর ধরে অন্তত বাহ্যত মসিহের বন্ধু হিসেবে তাঁর সাথে চলাফেরা করেছে, কিন্তু তার হৃদয় ছিল মসিহের প্রতি বিতশ্রদ্ধ। আর এখন উপযুক্ত সময় সুযোগ খুঁজে ফিরছে মসিহকে ধরিয়ে দেবার জন্য, বিশ্বাসঘাতকতার পূর্ণতা দানের জন্য। কিন্তু মসিহ সবকিছুই জানতেন; তিনি প্রত্যেকটি মানুষের পরিচয় আগাগোড়া আদ্যাপন্ত জানতেন। বিষয়টি এভাবেই সম্পন্ন হতে হবে।

মসিহ জানতেন, তাঁকে প্রাণ দিতে হবে, তাই তিনি গেৎসীমানি বনে বসে প্রার্থনা করলেন। সহসা প্রার্থনা উচ্চস্বরে উচ্চারিত হলো। মশাল ও তরবারী সহকারে যিহুদা সৈন্যসমান্ত নিয়ে তথা হাজির হলো।

বন্ধু না শত্রু?

মসিহ আর একবার বললেন, ‘যে আমার পক্ষে নয় সে আমার বিপক্ষে।’

বন্ধুত্বের চিহ্ন স্বরূপ চুমু দিয়ে যিহুদা মসিহের সাথে বিশ্বাসঘাতকতা করলো।

যতটা দ্রুত সম্ভব সৈন্যরা লাফ দিয়ে কাছে এসে মসিহকে বন্দি করে ফেললো। নির্দয়ভাবে তারা তাঁর সাথে আচরণ করলো। তারা তাঁকে পেটালো, বেত্রাঘাত মারলো, আর তাঁর মুখের উপর থুথু ফেললো। এ পূতপবিত্র ব্যক্তিটিকে তারা বিচার সভার সম্মুখে টেনে নিয়ে গেল। মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে দোষি করলো। ইমাম চিৎকার করে জিজ্ঞাস করলো।

ইমাম: ‘তোমার স্বপক্ষে কি তোমার বলার কিছুই নেই।’

মসিহ নিরব রইলেন, কিছুই বললেন না।

প্রধান ইমাম: ‘এবার আমাদের বলো তুমি কি খোদার পুত্র?’

মসিহ: ‘আমিই তিনি!’

জনগণ: ‘অসম্ভব!’

জনগণ: ‘কে তার কথায় বিশ্বাস করবে।’

জনগণ: ‘সে মৃত্যুর যোগ্য।’

জনগণ: ‘তাকে দূর করে দাও।’

জনগণ: ‘তাকে মরতে হবে!’

তারা তার কথায় বিশ্বাস করতে পারলো না। তারপর?

পরবর্তী নাটকে একই গল্প চলতে থাকবে।


লোকবল: ভাষ্যকার, (এবং বিবেক), যিহুদা, প্রধান ইমাম, মন্দিরের ইমাম, মসিহ, জনগণ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:15 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)