STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 003 (Pig slop or banquet dining)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

3. ভোজের ধুম


শোকাহত অবস্থায় পিতা জানালার কাছে দাঁড়িয়ে আছেন। কয়েকদিন পূর্বে তার ছোট ছেলে তাকে ছেড়ে চলে গেল। সে ঘর থেকে বেরিয়ে গেল, সাথে তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থ সম্পদ নিয়ে গেল। যাবার সময় একবারও পিছনপানে ফিরে তাকালো না!

পিতা তাকে বড়ই মহব্বত করতেন। তাঁর পুত্র এখন কোথায়? কেমন আছে?

মনে হচ্ছে সে ভালোই আছে! কারণ তার কাছে প্রচুর টাকা-পয়সা আছে, আছে প্রচুর বন্ধু-বান্ধব। একপার্টি থেকে আর এক পার্টিতে সে আনন্দ করে বেড়াচ্ছে, ফুর্তি করে, আনন্দ উল্লাস যা কিছু তার কাছে এক সময় মন্দ বলে মনে হতো সেই সকল কাজে আসক্ত হয়ে পড়লো। সে নিজেকে দল ও ভিরের মধ্যে গা ভাসিয়ে দিল। অর্থাৎ গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিল। অতি দ্রুত তার অর্থ ফুরিয়ে গেল। আর সাথে সাথে তার বন্ধু-বান্ধবও বিদায় নিল।

কাজকর্ম না পাওয়াতে সে মহাবিপদে পড়লো। পরিশেষে এক কৃষকের বাড়িতে একটা কাজের ব্যবস্থা হলো। কাজটি হলো শুকরের পাল চরানো। যা তার কাছে ছিল ঘৃণার কাজ! ক্ষুধার জ্বালায় মরণাপন্ন অবস্থা তাই শুকরের নোংড়া জল পান করার জন্য প্রস্তুত, কিন্তু তাকে তাও খেতে দেয়া হতো না। ক্ষুধাক্লিষ্ট ছেড়া মলিন কাপড় পরা অবস্থায় নোংড়া শুকরের পালের পাসে বসে আছে। তার পিতা তাকে মহব্বত করতেন তার এমন অবস্থা তিনি কি কখনো কল্পনাও করেছেন?

তার চেতনা হলো, হঠাৎ উঠে দাঁড়ালো, একটা কিছু করার চিন্তা করলো। সে বললো,

পুত্র: ‘আমি বাড়ি ফিরে যাব, আমার পিতার কাছে গিয়ে বলবো, আমি অনুতপ্ত, আপনার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করুন।’

আসলে তার পিতার কাছে পাপ স্বীকার করতে মনস্থ করলো।

কল্পনা করুন বিষয়টি, পুত্র যখন দূরবর্তী স্থানে ছিল, দূরবর্তী ছিল পিতার গৃহ থেকে, তার পিতা তখনও তাকে দেখতে পেতেন। তিনি তাঁর পুত্রকে মহব্বত করেন তাই ছুটে গেলেন পুত্রের সাথে সাক্ষাৎ করার জন্য!

পুত্রের কোনো কিছু বলার পূর্বেই পিতা তাকে দুইবাহুর মধ্যে জড়িয়ে ধরলেন, তাকে চুমু দিলেন। আনন্দে উল্লসিত হয়ে তিনি তার কাজের লোকদের ডেকে বললেন,

পিতা: ‘দ্রুত এক সেট নতুন কাপড় নিয়ে এস, আংটি ও জুতা পরিয়ে দাও। একটি ভোজের ব্যবস্থা করো! আমরা আনন্দ উদযাপন করবো, কেননা আমার পুত্র ফিরে এসেছে! সে আমাদের কাছে মরে গিয়েছিল, কিন্তু এখন জীবিত হয়ে ফিরে এসেছে। সে হারিয়ে গিয়েছিল, কিন্তু এখন তাকে ফিওে পাওয়া গেছে, আমাদের মধ্যে সামিল হয়েছে।’

উক্ত পিতা তার পুত্রকে যেমন মহব্বত করেন, একইভাবে খোদা আপনাকে আমাকে অধিক মহব্বত করেন। তিনি চাচ্ছেন আমরা যেন তাঁর কাছে ফিরে আসি এবং তাঁর সাথে জীবন যাপন করি। এ অর্থ বোঝানোর জন্যই মসিহ এ গল্পটি বলেছেন।

আপনি কি জানতে চান খোদার মহব্বতের গভীর বিষয় এবং আরও জানতে চান কিভাবে তাঁর নিকটে আসা সম্ভব? তাহলে আমাদের কাছে লিখুন!


লোকবল: জনগণ ভাষ্যকার, পুত্র, পিতা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 08:21 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)