STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 004 (Prayers can cause miracles)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

4. মুনাজাতের মাধ্যমে কুদরতের প্রকাশ


রাস্তা ধুলিধুষরিত, সূর্যালোক আকাশকে উত্তপ্ত করে তুলছে। ভিক্ষুকেরা রাস্তার পাশে বিশ্রাম নিচ্ছে। যতবার পথিকের পায়ের শব্দ শুনতে পাচ্ছে ততবার ভিক্ষার হাত বাড়িয়ে দিচ্ছে।

বরতিমিউস: ‘আমার প্রতি করুনা! করুনা করুনা! আমাকে টাকা পয়সা দিন।’

কোনো কোনো লোক তাকে দেখে মনকষ্ট পেল। অন্যরা তাকে এড়িয়ে পাশ কেটে চলে গেল।

একদিনের কথা, মনে হচ্ছিল, শহরের সকল লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে।

বরতিমিউস: ‘কি হচ্ছে, রাস্তায় এত আওয়াজ কিসের?’

লোকজন: ‘মসিহ, খোদার পুত্র এ পথ ধরে আসছেন, তিনিই সেই ব্যক্তি যিনি সকলকে মহব্বত করেন, সকল প্রকার রোগব্যাধি সারিয়ে তোলেন, এমন কি মৃত ব্যক্তিকেও জীবিত করে তুলতে পারেন।’

অন্ধ বরতিমিউসের হৃদয়ে আশার আলো জ্বলে উঠলো। তার ডাক চিৎকার কি মসিহ শুনতে পাবেন? সে দেখতে পায় না তবুও সর্বান্তকরণে ডাক চিৎকার দিয়ে চললেন।

বরতিমিউস: ‘মসিহ আপনি আমাকে কি সাহায্য করবেন না? আমার প্রতি দয়া করুন!’

যারা তার এ আর্তচিৎকার শুনলো তারা বিরক্ত হয়ে তাকে অর্থাৎ অন্ধব্যক্তিকে বকুনি দিল।

লোকজন: ‘চুপ করো, এখান থেকে সরে যাও নতুবা...।’

মসিহকে ডাকা কি নিষিদ্ধ? আদৌ নয়! লোকদের কথায় অন্ধ বরতিমিউস কর্ণপাত না করে আরো জোরে জোরে চিৎকার শুরু করে দিল।

বরতিমিউস: ‘প্রভু মসিহ, অনুগ্রহ পূর্বক আমাকে সাহায্য করুন!’

মসিহ সবার কথা শুনতে পান। তিনি আপনার প্রার্থনাও শুনছেন।

কিতাবুল মোকাদ্দসে বর্ণিত রয়েছে, মসিহ থমকে দাঁড়ালেন এবং হুকুম করলেন:

মসিহ: ‘অন্ধ লোকটিকে আমার কাছে নিয়ে এসো।’

সাথে সাথে অন্ধ ব্যক্তিটি খোদার পুত্রের সম্মুখে হাজির হলো। সে তাকে দেখতে পেলোনা তবে তাঁর (মসিহ) উপস্থিতি তার কাছে শান্তিজনক এবং নিশ্চয়তা অনুভুত হলো, সে মসিহের বন্ধুসুলভ কণ্ঠ শুনতে পেল।

মসিহ: ‘বরতিমিউস, তুমি আমার কাছ থেকে কি প্রত্যাশা করো? তোমার জন্য আমি কি করতে পারি?’

মসিহের কাছ থেকে কি যে প্রত্যাশা করবে সে নিয়ে ভাববার অধিক সময় পেল না বরতিউিস। তার সবচেয়ে অধিক প্রয়োজনীয় বিষয় তার প্রার্থনীয়।

বরতিমিউস: ‘প্রভু, আমি চাই যেন পুনরায় দেখতে পারি। মসিহ তার ইচ্ছার বিষয় শুনলেন।’

মসিহ: ‘দৃষ্টি শক্তি গ্রহন করো! কেননা তুমি আমাকে বিশ্বাস করেছো, আমি তোমাকে সুস্থ করব!’

তাৎক্ষণিক অন্ধ ব্যক্তিটি সম্পূর্ণভাবে দৃষ্টিশক্তি ফিরে পেল, সে দেখতে পারলো। নিজের চোখ দিয়ে সে দেখতে পারলো কে তার প্রার্থনা শুনতে পেরেছে ও তার জবাব দিয়েছে।

আনন্দে উৎফুল্ল হয়ে মসিহকে ধন্যবাদ জ্ঞাপন করলো এবং তখন থেকে সর্বান্তকরণে সে মসিহের অনুবর্তী হয়ে চললো।

কিতাবুল মোকাদ্দসে খোদা আপনাকে বলছেন ‘সমস্যার সময় আমাকে ডাকো; আমি তোমাকে মুক্ত করবো, ফলে তুমি আমাকে সম্মান করবে।’


লোকবল: ভাষ্যকার, বরতিমিউস, লোকজন, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:23 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)