STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 002 (The storm rages)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

2. মারাত্মক ঝড়ের মুখে


সহসাই একটি ঝড় উঠলো (শব্দ; ঝড়ের শব্দ, বজ্রপাতের শব্দ এবং বর্ষার শব্দ)।

নৌকার উপর ঢেউ আছড়ে পড়তে লাগলো আর নৌকাটিকে এদিক সেদিক দোলাতে শুরু করলো।

ঝড়টি মারাত্মক ধ্বংসকারী হয়ে উঠলো। নাবিক শক্ত করে হাল ও দাড় ধরে রাখলেন। লোকগুলো ভিষণ ভয় পেয়ে গেল, কারণ তারা জানতো গালীল সাগরে ঝড় কতোটা ভয়ানক হতে পারে। এবার ঢেউয়ের জল নৌকার মধ্যে আছড়ে পড়তে শুরু করলো। ঝড়ের গর্জন ও সাগরের আর্তনাদ। আসলে কি তারা বাঁচতে পারবে?

নৌকার কতিপয় যাত্রী ছিলেন জেলে। তারা অবশ্য এমন আবহাওয়ার সাথে ইতোপূর্বে পরিচিত ছিলেন, তবু হারিকেনে রূপ নেয়া ঝড়টি ছিল অত্যন্ত মারাত্মক যা তাদের অভিজ্ঞতায় জানা আছে।

সাহাবিগণ: ‘প্রভু বাঁচান, আমরা মারা পড়লাম!’

তাঁরা জীবন বাঁচানোর জন্য যথাসাধ্য দৌড়ঝাপ শুরু করে চলছে, মসিহ নৌকার পিছনে শুয়ে বিশ্রাম নিচ্ছেলেন, ঘুমুচ্ছিলেন!

ঝড়ের চুড়ান্ত পর্যায়ে তারা মসিহের কাছে ছুটে গিয়ে তাকে অনুরোধ করলেন;

সাহাবিগন: ‘প্রভু মসিহ! আমরা ডুবে মারা গেলে আপনার কিছু এসে যায় না (হুজুর, হুজুর, আমরা যে মরলাম!) আমরা ডুবে যাচ্ছি, আপনাকেই আমাদের বাঁচাতে হবে!‘

আমাদের জীবন তরী যখন উদ্বেগ-উৎকন্ঠা বিপদ-আপদের ঝড়-ঝঞ্ঝায় ডুবন্তপ্রায় হয়ে পড়ে তখন বাঁচার জন্য কার কাছে আকুতি জানাই? মসিহ হলেন সকলের প্রভু। তিনি দাঁড়িয়ে ধমক দিয়ে ঝড়কে থামিয়ে দিলেন।

মসিহ: ‘থাম! শান্ত হও!’

সাথে সাথে বাতাসের গতি বন্ধ হলো এবং সাগর শান্ত হলো। এমন রূপ নিল যা দেখে মনে হলো সেখানে কোন ঝড়-বন্যার চিহ্নই থাকলো না। সাহাবিগণ এই কুদরতের ঘটনা দেখে আশ্চর্য হয়ে গেল।

সাহাবিগণ: ‘কে এই মসিহ? ঝড়-ঝঞ্ঝাও যার হুকুম মেনে চলে!’

মসিহ হলেন প্রভু: তিনি প্রকৃতির উপর কর্তৃত্ত্ব রাখেন, রোগব্যধির উপর রয়েছে তাঁর ক্ষমতা, তাঁর ক্ষমতা রয়েছে মন্দ আত্মার উপর। মসিহ মৃত্যুর উপরেও ক্ষমতা রাখেন।

তাঁর তুল্য কেউই নেই, তিনি যা কিছু করেছেন আর কেউ কখনোই তেমন কাজ করার ক্ষমতা রাখে না।

সাহাবিগণ ভেবেছিল মসিহ ও নৌকা সহ তারা ডুবে মরবে।

মসিহ: ‘তোমাদের বিশ্বাস কোথায়?’ কেন তোমরা ভয় পাও?’

তারা নিজেদের মধ্যে এমন কথা বলাবলি করছিল দেখে মসিহ তাদের প্রশ্ন করেছিলেন।

আপনারা জীবনের ঢেউয়ের উপরে তিনি প্রভুত্ব করেন। আপনার চাহিদার প্রয়োজনের ঢেউ, উদ্বেগের ঢেউ, স্কুলে সমস্যা, অসুস্থতা, প্রভৃতি নিয়ে মসিহের সাথে কথা বলুন। মসিহ হলেন প্রভু, ভয় পাবেন না বরং তাকে বিশ্বাস করুন, আস্থা রাখুন।


লোকবল: ভাষ্যকার, সাহাবিগন, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:23 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)