STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 086 (Prayer prohibited 4)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

86. যেথা প্রার্থনা নিষিদ্ধ-৪


রাজার অধিনস্থ নৃপতিগণ দানিয়েলকে একহাত দেখিয়ে ছাড়ার ষড়যন্ত্র আকলো।

১ম নৃপতিঃ ‘সর্বশেষ আলোচনার বিষয় আপনি অবগত আছেন?’

২য় নৃপতিঃ ‘অবশ্যই! গোটা রাজ্যে দানিয়েলকেই রাজার দ্বিতীয় ক্ষমতাধর পদে অভিষেক দিতে মনস্থ করছে।’

১ম নৃপতিঃ ‘তা করা অতোটা সহজ বিষয় হবে না।’

২য় নৃপতিঃ ‘তার ধর্মের বিষয় যদি কিছু আছে? সে তিন বার তার প্রভুর সামনে প্রার্থনা করে। এর বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিতে পারি, তারপর রাজার কাছে উপস্থিত করবো, তারপর দেখা যাবে।’

তা কি হতে পারে? উক্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দানিয়েল কখনোই কোনো ক্ষতিকারক কাজ করেন নি। খোদা তাকে উক্ত রাজ্যে সর্বধিক উচ্চ ও সম্মানিত পদে উন্নিত করেছেন। আর তার এ মর্যাদা অন্যদের ক্ষেপিয়ে তুলেছে; তারা হিংসা কাতর হয়ে পড়লো।

১ম নৃপতিঃ ‘এবার ত্বরা করে রাজার কাছে চলো। তাকে এ নতুন আজ্ঞায় সই করাতে হবে।’

২য় নৃপতিঃ ‘রাজা বখত নাসের, সকল নৃপতিগণ উত্তম ভেবেছেন হে রাজন, একটি নতুন আজ্ঞা জারি করবেন, যথা: পরবর্তী ৩০ দিবসে যদি কেউ আপনাকে ব্যতিত, অন্য কোনো লোক হোক বা দেবতা হোক, তাদের কাছে প্রণতি জানায় তবে তাকে অবশ্যই শিংহের গুহায় নিক্ষিপ্ত করা হবে। এমন একটি আইন সাধারণ জনতার সমীপে প্রচার করা হোক, আর তা পরিবর্তন করার কেউ থাকবে না।’

রাজা এই নতুন আইনের পিছনে তাদের দুষ্ট বুদ্ধি বুঝতে পারেন নি। কিন্তু দানিয়েলের জীবনে খোদা হলেন প্রথম প্রাধিকারের বিষয়, তাই এ আইনের প্রভাব তার এবাদত প্রণালিতে কোনো পরিবর্তন বয়ে আনতে পারে নি! তিনি তাঁর নিয়ম মোতাবেক খোদার সেবা চালিয়ে গেলেন আর তার শত্রুরাও তা অবলোকন করে চললো।

১ম নৃপতিঃ ‘রাজন বখতে নাসের! আপনি একটা নতুন ফরমান চালু করলেন, যা অন্যকোনো দেবতা বা লোকের কাছে যেন কেউ প্রণতি না জানায় সে বিষয়ে সকলকে সজাগ করে।’

রাজাঃ ‘হ্যা, তা ঠিক।’

২য় নৃপতিঃ ‘দানিয়েল অদ্যাবধি তার খোদার কাছে দিনে তিন বার এবাদত করে চলছেন। আমরা নিজেরা তাকে তা করতে দেখেছি। এ অবাধ্যতার ফল তাকে শিংহের খাদ্যে পরিণত হতে হবে।’

রাজাঃ ‘দানিয়েল’

রাজা দানিয়েলকে মহব্বত করতেন তাই তিনি তাকে প্রতিরক্ষা দিতে চাইলেন। কিন্তু আইন তো আইন।

রাজাঃ ‘দানিয়েল, তোমার খোদা তোমাকে রক্ষা করুন।’

তারপরে তারা দানিয়েলকে শিংহের খাচায় ছুড়ে মারলেন।

রাজা সারা রাত আদৌ ঘুমাতে পারলেন না। অতি প্রত্যুশ্যে দ্রুত তিনি শিংহের গুহার কাছে গিয়ে হাজির হলেন।

রাজাঃ ‘দানিয়েল, তোমার খোদা তোমাকে কি বাঁচিয়েছেন?’

দানিয়েলঃ ‘হে রাজন, দীর্ঘজীবি হউন। আমার খোদা একজন দূত প্রেরণ করেছেন শিংহের মুখ বন্ধ করে দেবার জন্য ফলে তারা আমার কোনো ক্ষতি করতে পারে নি।’

রাজা মহাখুশি হলেন যখন জানতে পারলেন যে দানিয়েল তখনও অক্ষত অবস্থায় বেঁচে রয়েছে, তখন তাকে মুক্ত করে আনার জন্য হুকুম দিলেন। দানিয়েলের শারীরে কোনো আচর পর্যন্ত লাগেনি বা কোনোভাবে আহত হন নি। এটা একটা খোদার কুদরত! দানিয়েলকে প্রচুর সম্মাননা দেয়া হলো আর তাঁর শত্রুদের ছুড়ে মারা হলো ক্রুদ্ধ ক্ষুধার্ত শিংহের মুখে।

রাজাঃ ‘আমার সমগ্র রাজ্যে সকল মানুষ দানিয়েলের খোদার মান্যতা স্বীকার করবে। তিনিই একমাত্র জীবিত খোদা যিনি সাহায্য করেন ও সুরক্ষা করেন।’

দানিয়েলের বিশ্বাস প্রচুর ফলে ফলবতি হলো। জীবন্ত খোদা তোমাদের বিশ্বাসকেও পুরষ্কৃত করবেন প্রচুর পরিমানে। তাঁর উপর নির্ভরযোগ্য বিশ্বাস রাখো।


লোকবলঃ ভাষ্যকার, দুইজন নৃপতি, রাজা, দানিয়েল

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 01:35 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)