Home -- Bengali -- Perform a PLAY -- 020 (On the run 5)
20. ছুটন্ত অবস্থা-৫
ঘোড়ার খুর ছুটে চলছে রাজ প্রসাদ অভিমুখে। মুষলঘারে বৃষ্টি ঝরছে। কোনোমতে ঘোড়ার গাড়িটি প্রসাদের দরজার কাছে উপস্থিত হবার সাথে সাথে রাজা লাফ দিয়ে প্রসাদে ঢুকে পড়লেন।
আহাব: ‘ইসাবেল, ইসাবেল তুমি কি অনুমান করতে পারো আজকে কি ঘটেছে। আসমান থেকে অগ্নি বৃষ্টি হয়েছে। সকলে প্রত্যক্ষ করেছে ইলিয়াসের খোদা সত্যিকারের খোদা। বাল দেবতা কিছুই করতে পারে নি আর তার পুরোহিতেরা সকলে মারা গেছে।’
রানি অক্ষরে অক্ষরে কথাগুলো শুনলেন। এ রিপোর্ট বা আঝোর ধারার বর্ষা কি তার হৃদয় গলাতে পারবে না যে প্রভুই স্বয়ং খোদা? এ খবর পেয়ে তিনি ভিষণভাবে ক্ষিপ্ত হয়ে উঠলেন।
ইসাবেলা: ‘ইলিয়াসকে আমি হত্যা করতে যাচ্ছি।’
ইলিয়াস যখন শুনতে পেলেন রানি তাকে হত্যা করতে চাচ্ছে তখন তিনি পালিয়ে গেলেন। সে এতটা দ্রুত ছুটতে শুরু করলেন যে জীবনে এমন ছুট আর কখনোই দেন নি। প্রায় ১২৫ মাইল দুরে তিনি চলে গেলেন। সেখানে গিয়েও তিনি নিজেকে নিরাপদ মনে করতে পারলেন না। তাই আরও দক্ষিণমূখী যেতে থাকলেন। তার ভয় তাকে মরুভূমির মধ্যে চালিয়ে নিয়ে গেল।
প্রচন্ড ভয়ের সময় তোমরা কি করো?
খোদা সদাসর্বদা থাকেন হাজির!
ইলিয়াস সর্বদা খোদার হাতে নিজেকে তুলে দিতেন। কিন্তু এই সময় সে নিজেকে ভয়ের হাতে তুলে দিয়েছিল যেন ভয় তাকে চালিয়ে নিয়ে ফেরে।
যখন তার আর যাবার উপায় ছিল না, তখন সে একটা ঝোপের মধ্যে বসে প্রার্থনা করলো:
ইলিয়াস: ‘প্রভু, আমি আর পারছি না, আমার মরণ হোক।’
খোদা সেখানেও উপস্থিত। কিন্তু তিনি ইতিবাচক জবাব দেন নি এ প্রশ্নের। খোদা ইলিয়াসকে ঘুমে আচ্ছন্ন করলেন, তারপর এক ফেরেশতা পাঠালেন তাকে জাগিয়ে দেবার জন্য।
ফেরেশতা: ‘ইলিয়াস, জাগো, পানাহার করো!’
ইলিয়াস চোখ খুলে চারদিক দেখলেন। তিনি দেখতে পেলেন এক কলস পানি এবং তাজা রুটি ঠিক তার হাতের কাছে পরিবেশিত। খেতে খুবই মজাদার! তারপর সে আবার ঘুমিয়ে পড়লেন, আবার একইভাবে তাকে জাগালেন। খোদা সেখানে উপস্থিত আছেন। খোদার নবী এ সত্যকে আবিষ্কার করলেন যখন প্রেমের সাথে খোদা তার যতœ নিলেন, এই মরু প্রান্তরের কেন্দ্রস্থলে খোদা তার এমন যতœ নিচ্ছেন দেখে। এবার খোদার আহ্বান নতুন করে শুনতে পেলেন। নতুন পরিকল্পনা নিয়ে তিনি ফিরে আসলেন।
খোদা সেখানেও রয়েছেন হাজির। তোমাদের ভয় পাবার কোনো কারণ থাকতে পারে না। বাইবেল থেকে একটি আয়াত দিয়ে আমি তোমাদের সাহস যোগাতেই চাই:
‘মাবুদই আমার নূর ও আমার উদ্ধারকর্তা, আমি কাকে ভয় করবে?
মাবুদই আমার জীবনের কেল্লা, আমি কাকে দেখে ভয়ে কাঁপব?’ (আল জবুর ২৭: ১)
লোকবল: ভাষ্যকার, আহাব, ইসাবেল, ইলিয়াস ও ফেরেশতা
© Copyright: CEF Germany