STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 050 (Attention danger of an avalanche) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
50. মারাত্মক হীমবাহের নমুনাস্ইুজারল্যান্ডের পর্বতে একটি বালক তার মেষপাল চরাচ্ছিল। সে ফুল ভালোবাসতো আর ভালোবাসতো উজ্জ্বল হিমবাহ। একজন ভ্রমণকারী উক্ত পাহাড়ের শরু পথ ধরে চলে আসলো। ভ্রমণকারী: ‘অভিনন্দন, তোমার নাম কি?’ হেনরি: ‘অভিনন্দন, আমি হেনরি।’ ভ্রমণকারী: ‘তুমি কি একা একাই এখানে আছো?’ হেনরি: ‘জ্যি, হ্যা, আমি আমার ছুটিতে আছি, আর আমার পিতার মেষের পালের দেখাশুনা করি।’ ভ্রমণকারী: ‘তাহলে তুমি একজন রাখাল! তুমি কি ভালো রাখাল চেনো?’ হেনরি: ‘না, জানি না তিনি কে?’ ভ্রমণকারী: ‘প্রভু মসিহ। বাইবেলে এভাবে বর্ণিত আছে, সকল মানুষ অবাধ্য মেষের মতো যারা আনন্দে আনন্দে আপন আপন পথে চলে যায়। ভালো রাখাল আমাদের খুঁজে ফিরছেন। তিনি আমাদের পরিচালনা করতে চান, যত্ন নিতে চান এবং আমাদের একসময় বেহেশতে নিতে চান।’ হেনরি: ‘আমার মৃত্যুর পরে তিনি কি আমাকে সেখানে নিয়ে যাবেন?’ ভ্রমণকারী: ‘অবশ্যই, তোমার একটা কাজ করতে হবে আর তা হলো প্রার্থনায় প্রধান পালককে তোমার পালক হিসেবে আহ্বান জানাতে হবে।’ হেনরি: ‘আমি এখনই সে প্রার্থনা করতে চাই।’ হেনরি সাধারণভাবে প্রার্থনা করলো। যা তার হৃদয় থেকে হলো উৎসারিত। সে মসিহের সাথে একিভূত হতে চাইছে। ভ্রমণকারী শুরু করার পূর্বে সে হেনরিকে বললো: ভ্রমণকারী: ‘এখন তুমি মেষের প্রধান পালকের সাথে হয়ে গেছো চিরদিনের জন্য সম্পৃক্ত। তুমি বলতে পারো প্রভু আমার পালক। দেখ, তুমি বাইবেলের এ আয়াতটি বলতে পারো।’ হেনরি পুনরায় আয়াতটি বললো আর বাম হাতের আঙ্গুল ধরলো প্রত্যেকটি শব্দের জন্য। সে চারটি আঙ্গুল শক্তভাবে ধরলো আর বললো: হেনরি: ‘প্রভু আমার পালক।’ সে তার পিতা-মাতাকে এ খুশির খবর জানালো। তার ছুটি প্রায় শেষ, তাই তাকে স্কুলে ফিরে যেতে হবে। শীত এসে গেছে। শীতকালটা সুইজারল্যান্ডের পর্বতের জন্য ধ্বংসাত্মক অবস্থা সৃষ্টি করতে পারে। কখনো কখনো হিমবাহের মতো ধ্বস নেমে থাকে। অধিক বরফের মধ্য দিয়ে হেনরি যাচ্ছিল। সহসা সে শুনতে পেলো বজ্রপাতের আওয়াজের মতো। সে দৌড়ে পালাতে চাইলো, কিন্তু দুর্ভাগ্য দেরি হয়ে গেল। হিমবাহ তাকে সম্পূর্ণ ঢেকে ফেললো, ফলে সে বরফের গভীরে চাপা পড়লো। যখন অন্ধকার নেমে আসলো, তার পিতা-মাতা উদ্বেগ করতে থাকলো। ঘণ্টার পর ঘণ্টা তারা তাকে খুঁজে ফিরলো। পরিশেষে তারা যখন তাকে পেলো, তারা দেখতে পেল তার বা হাতের চারটি আঙ্গুল শক্ত করে ধরা রয়েছে। মৃত্যু কালে হেনরি তার সর্বোত্তম পালকের কথা মনে করেছে। তার পিতা-মাতা শোকে অত্যন্ত কাতর হয়ে পড়লেন। তাদের মনের মধ্যে স্বান্তনা হলো একদিন তাকে বেহেশতে দেখতে পাবে। একদিন যখন তারা প্রধান পালকের সাথে মিলিত হবেন চিরকালের জন্য। তুমিও কি বলতে পারো প্রভু আমার পালক। লোকবল: ভাষ্যকার, ভ্রমণকারী, হেনরি © Copyright: CEF Germany |