STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 096 (My parents are separated)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

96. দম্পতি বিচ্ছিন্ন হওয়া


বালিকাঃ ‘ওটা একটা উত্তম খেলা।’

বালকঃ ‘বিতর্কে কে জিতবে।’

বালিকাঃ ‘ব্রাগার।’

যুবদলে মিটিং শেষে বিদায় জানাতে পেরে সকলে খুশি হলেও স্টেফি খুশি হতে পারলো না।

ভাষ্যকারঃ ‘স্টেফি তোমার কি হয়েছে? তোমাকে কিছুটা ব্যতিক্রমি দেখা যাচ্ছে। তুমি কি ভালো কিছু করতে পারনি?’

স্টেফিঃ ‘সবকিছু স্তব্ধ হয়ে গেছে। আমার পিতা আর যথাস্থানে নেই। তিনি চলে গেছেন একাই। আমাকে ও আমার বোনটাকে ফেলে গেছেন। মায়ের ভাষ্য হলো তিনি একটি মেয়েকে আমাদের চেয়ে বেশি ভালবাসেন, তাকে নিয়ে সে চলে গেছে।’

ভাষ্য কারঃ ‘তা অবশ্যই দুঃখ জনক তোমার জন্য। পিতামাতা বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানদের জন্য যে কতোটা ভয়াবহ তা আমি জানি।’

স্টেফিঃ ‘আমাদের ছেড়ে তার প্রস্থানের পর থেকে সব কিছু নিরানন্দ নিরস হয়ে পরেছে।’

ভাষ্যকারঃ ‘তোমাকে এখন পরিত্যাক্ত মনে হচ্ছে, তাই নয় কি?’

স্টেফিঃ ‘আমি সেই মহিলাকে ঘৃণা করি যে আমার বাবাকে নিয়ে গেছে। আপনি কি মনে করেন, বাবা অবার আমাদের কাছে ফিরে আসবে কখনো? মসিহ কি সবকিছু আবার সঠিক অবস্থানে নিয়ে আসবে?’

ভাষ্যকারঃ ‘স্টেফি আমি সুনিশ্চিত, তার পক্ষে সবই সম্ভব। তিনি চান প্রত্যেক পরিবার উন্নত হোক। তিনি এমন পারিবারিক বিচ্ছেদ কামনা করেন না। তার একটা সমস্যা আছে।’

স্টেফিঃ ‘কোন সমস্যা?’

ভাষ্যকারঃ ‘লোকজনই তাঁর জন্য সমস্যা। তিনি তাদের দিয়ে যা কিছু করাতে চান তাতে তারা রাজি হয় না। তারা বরং আপন আপন পথে চলতে গিয়ে খোদার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সন্তানেরা এর ফরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ্য ও দুঃখকষ্টে পতিত হয়। ফলে তাদের হৃদয়ে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়।’

স্টেফিঃ ‘আমি কামনা করি আমার পিতা আবার ফিরে আসবেন ফলে সবকিছু পুনরায় আগের মতো হবে।’

ভাষ্যকারঃ ‘তেমন কিছু হোক আমি প্রার্থনা করি। আমি জানি মসিহ তাই চাচ্ছেন। যদি তেমন কিছু নাও হয় তবে মনে রাখবে স্টেফি তিনি (মসিহ) সর্বপ্রকা ক্ষত সারিয়ে তোলবার ক্ষমতা রাখেন। এ কাজে কখনো কখনো দীর্ঘ সময় লাগে আবার কখনো পুরাতন ক্ষত নতুন জ্বালাময় হয়ে ওঠতে পারে।’

স্টেফিঃ ‘যখনই আমার বাবার কথা মনে পড়ে তখনই আমি কান্নায় ভেঙ্গে পড়ি।’

ভাষ্যকারঃ ‘আমি তা বুঝতে পারি। দেখ, মসিহ তোমাকে স্বান্তনা দিতে চাচ্ছেন অত্র কার্ডে ছাপানো অত্র আয়াতের মাধ্যমে। দয়া করে পাঠ করো।’

স্টেফিঃ ‘আমার পিতামাত আমাকে ত্যাগ করেছেন, কিন্তু মসিহ আমাকে ধরে রেখেছেন।’

ভাষ্যকারঃ ‘লোকজন আমাদের হতাশ ও প্রত্যাখ্যান করে, কিন্তু মসিহ কখনোই তা করবেন না। তুমি তার কাছে ফরিয়াদ করতে পারো আর পারো তোমার গোটা হৃদয় তার হাতে তুলে দিতে। তিনি সর্বদা তোমার অতি কাছে অবস্থান করেন। এ কার্ডটি তোমাকে স্মরণ করে দিবে। তাই আমি তোমাকে এটা দিব।’

স্টেফিঃ ‘ধন্যবাদ। আমি কি অন্য কোনো সময় এ বিষয়ে কথা বলতে পারবো?’

ভাষ্যকারঃ ‘অবশ্যই! সব সময় আমি তোমার জন্য প্রস্তুত থাকবো, স্টেফি।’

স্টেফিঃ ‘আমাকে এখন যেতে হবে। বিদায়।’

ভাষ্যকারঃ ‘বিদায়, পরে একসময় তোমার সাথে দেখা করবো। তুমি আমার কাছে লিখতে পারো।’


লোকবলঃ ভাষ্যকার, স্টেফি, বালক, বালিকা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 03:10 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)