Home -- Bengali -- Perform a PLAY -- 097 (Whoever won’t listen 1)
97. যে না শুনবে-১
(করাঘাতের শব্দ)
প্রথম ব্যক্তিঃ ‘তিনি নতুন করে আবার শুরু করলেন।’
মহিলাঃ ‘তিনি আমাকে পাগল বানিয়ে ছাড়লো।’
২য় ব্যক্তিঃ ‘সর্বকালের সর্বস্রেষ্ঠ অদ্ভুত ব্যক্তি হলো সে। শুরু হলো। সম্ভবতঃ খোদা তাকে তাই বলেছে।’
সত্যিই খোদা তাকে এ খবর জানিয়েছেন।
খোদা বললেনঃ ‘আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই পৃথিবীতে যতো মানুষ বাস করে তাদের প্রত্যেককে ধ্বংস করে ফেলবো। তাদের চিন্তা ও কাজকর্ম আগাগোড়া মন্দ।’
কেবলমাত্র নূহ নবী একমাত্র ব্যক্তি ছিলেন যিনি কিনা খোদার উপর নির্ভর করতেন। এ কারণে, তাঁকে অনেক সাহস সঞ্চার করতে হয়েছে। মন্দ কাজের মাধ্যমে তিনি নিজেকে বিপন্ন হতে দেনি নি। তিনি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং খোদা তাকে যা কিছু বলেছেন তাই তিনি কাজে প্রয়োগ করতেন। খোদা তাঁর উপর সন্তুষ্ট ছিলেন।
খোদা বললেনঃ ‘নূহ, কাঠ দিয়ে একটা জাহাজ নির্মাণ করো। মারাত্মক একটা বণ্যা সৃষ্টি করবো। যা কিছু জীবিত আছে তার সবকিছুই ডুবে মারা যাবে। কিন্তু তোমাকে, তোমার স্ত্রী, তোমার পুত্র ও তাদের স্ত্রীদের রক্ষা করবো।’
খোদা যা কিছু করতে বলেছেন, নূহ সঠিকভাবে সবই করেছেন। খোদার নির্দেশ মোতাবেক তাঁর পুত্রদের নিয়ে একটি জাহাজ নির্মাণ করিলেন। প্রায় ৫০০ ফুট লম্বা, ৭২ ফুট চওড়া ও ৪০ ফুট উচু। জাহাজের ছাদ দেয়া হলো আর ভাগ করে দিলেন। জাহাজের প্রবেশ দ্বার মাত্র একটিই ছিল আর জানালা ছিল ছাদের উপর। আলকাতরা দিয়ে লিপে দিল ভিতরে ও বাহিরে উভয় দিকে।
তোমরা কি অনুমান করতে পারো প্রতিবেশিদের কাছ থেকে কতই যে ঠাট্টা তামাশা সহ্য করতে হয়েছে তাদের?
১ম ব্যক্তিঃ ‘নূহ হলো পাগলাটে। জাহাজ ভাসাবার মত পানি আসবে কোথা থেকে?’
২য় ব্যক্তিঃ ‘আমি কখনোই বর্ষা হতে দেখি নি। নূহ, দয়া করে তোমার পাগলামি বন্ধ করে জীবনটাকে উপভোগ করো।’
কিন্তু নূহ তার নির্মাণ কাজ মোটেও বন্ধ করলেন না। খোদা যেভাবে তাকে নির্দেশ দিয়ে চলছেন তিনিও তদ্রুপ কাজ করে চললেন। বহু বৎসরের কঠিন পরিশ্রমের ফলে, জাহাজ নির্মাণ সমাপ্ত হলো।
খোদা বললেনঃ ‘নূহ, পরিবার পরিজন নিয়ে জাহাজে আরোহন করো। প্রত্যেক প্রকার পশুপাখী জোড়া জোড়া করে জাহাজে তোলো। তাছাড়া প্রচুর পরিমানে খাদ্যশষ্য সকল প্রাণীদের জন্যই জাহাজে মওজুদ করো। আর মাত্র এক সপ্তাহ, তারপরে আমি বর্ষণ শুরু করবো একটানা ৪০দিন রাত ধরে।’
নূহ বর্ষা দেখেন নাই, কিন্তু খোদা তাকে যা কিছু করতে বলেছেন তিনি ঠিক ঠিক সবই করেছেন। পরিবার পরিজন নিয়ে তিনি জাহাজে আরোহন করলেন।
পশুপাখী সবগুলো জাহাজে উঠলো। মনে হচ্ছিল তারাও যেন জানতো মারাত্মক বিপদ ছুটে আসছে। একই দরজা দিয়ে সবগুলো জাহাজের মধ্যে প্রবেশ করলো। নূহ নবী প্রবেশ করার পর খোদা নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন। যারা তার কথায় বিশ্বাস করে তদ্রুপ কাজ করলো তাদের সকলকে খোদা বাঁচালেন।
আর অন্যদের খবর কি? যারা খোদার উপর বিশ্বাস করে নি।
প্রথম বর্ষণ শুরু হলো। তখন লোকজন বুঝতে পারলো খোদা যা কিছু বলেন তা তিনি করে থাকেন।
আমি তোমাদের পরবর্তী নাটকে বলবো তারপর যা যা ঘটেছিল।
লোকবলঃ ভাষ্যকার, দুইজন লোক, মহিলা, খোদা
© Copyright: CEF Germany