Home -- Bengali -- Perform a PLAY -- 095 (I can’t see him)
95. আমি তাকে দেখছি না
উত্তম, আনকের কাছ থেকে একটা পত্র পেলাম। ভাবছি পত্রে সে কি লিকতে পারে? (ইনভেলাপ ছিড়ে পত্র খোলার শব্দ)
আনকেঃ ‘হ্যালো, আমি সত্যিকারভাবে নাটকটি পছন্দ করেছি। প্রতিবারে গান ও বাজনা ভালোভাবেই শুনতে পাই। আমার বয়স ১০ বৎসর, আমি কিতাবুল মোকাদ্দসের মধ্য থেকে উৎসাহব্যঞ্জক গল্পগুলো ভীষণ পছন্দ করি। খোদা আমাকে মহব্বত করেন তা জানতে পেরে আমি খুবই আনন্দিত। ধর্মীয় ক্লাস আমার বড়ই প্রিয়। ইতি আপনার প্রিয় আনকে।’
আনকের ইচ্ছা পুরণ করতে পেরে আমি খুশি হয়েছি। এখানে একটি গাণ রয়েছে।
আমি তাকে দেখতে পাইনা
তাঁর কথা আমি শুনতে পাইনা
তবুও তিনি এখানেই আছেন!
তুমি দ্রুত সংঙ্গীতের ধুয়া রপ্ত করো, আমি নিশ্চিত, তুমি তা শিখে নিয়ে সাথে সাথে গাইতেও পারবে। (আবহ সঙ্গীত বাজবে) ভাষ্যকার উচ্চস্বরে পাঠ করবেঃ
আমি তাকে দেখতে পাই না,
তাঁর কথা আমি শুনতে পাই না
তবুও তিনি এখানেই আছেন!
যদিও আমি খোদাকে দেখতে না পাই
মসিহের মাধ্যমে তিনি এখানে আছেন।
যে কেউ এ সত্যটি বিশ্বাস করতে ব্যর্থ
যে কেউ ব্যর্থ হয় সত্য অনুবাধন করতে
আমার গান শুনুন আমি গেয়ে চলছি
আমি তাঁকে দেখতে পাইন না,
তাঁর কথা আমি শুনতে পাই না
তবুও তিনি এখানেই আছেন!
যদি আমি খোদাকে নাও দেখি
কারণ মসিহ এখানে উপস্থিত আছেন
মসিহের সাথে যখন বিশ্বস্তভাবে চলি
আর চলি তাঁর সাথে আনন্দে আনন্দে
অন্যেরা তখন দেখবে মসিহ রয়েছে আমাদের সাথে।
আমি তাঁকে দেখতে পাই না
তাঁর কথা আমি শুনতে পাই না
তবুও তিনি এখানে আছেন!
যদি আমি খোদাকে নাও দেখি
যদিও আমি তাঁর কথা শুনতে না পাই
তবুও তিনি এখানেই আছেন!
যদিও তাকে দেখতে না পাই
যদিও আমি খোদাকে দেখতে না পাই
কারণ হলো মসিহের উপস্থিতি এখানেই আছে
প্রকৃতির পানে তাকাও অবলোকন করো সকল মহিমা
বনবনানি, দিগন্ত বিস্তৃত ময়দান, আকাশের বিশালতা
কেবল খোদাই সৃষ্টি করেছেন এ সকল
আমি তাকে দেখতে পাই না
শুনতে পাই না তা কথা
কারণ রয়েছেন আমাদের কাছে!
যদিও আমি খোদাকে দেখতে পাইনা
কেননা মসিহের মাধ্যমে তিনি এখানেই আছেন
কতবার তিনি আমাকে রক্ষা করেছেন
যতবার আমি হয়েছি বিপন্ন
যতপ্রকার বিপদ আমাকে ঘিরেছে
প্রতিবার তিনি আমাকে রক্ষা করেছেন।
আমি তাকে দেখতে পাই না
আমি তাঁর কথা শুনতে পাই না
তবুও তিনি এখানে আছেন!
যদিও আমি খোদাকে দেখতে না পাই
কারণ মসিহ আমার কাছে আছে
উল্লাস করো খোদার উপস্থিতিতে
উল্লাস করো তিনি তোমার সাথে
মসিহ বলেছেনঃ তোমরা জানতে পারবে, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। (মথি ২৮: ২০)
লোকবলঃ ভাষ্যকার, আনকে
© Copyright: CEF Germany