STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 095 (I can’t see him) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
95. আমি তাকে দেখছি নাউত্তম, আনকের কাছ থেকে একটা পত্র পেলাম। ভাবছি পত্রে সে কি লিকতে পারে? (ইনভেলাপ ছিড়ে পত্র খোলার শব্দ) আনকেঃ ‘হ্যালো, আমি সত্যিকারভাবে নাটকটি পছন্দ করেছি। প্রতিবারে গান ও বাজনা ভালোভাবেই শুনতে পাই। আমার বয়স ১০ বৎসর, আমি কিতাবুল মোকাদ্দসের মধ্য থেকে উৎসাহব্যঞ্জক গল্পগুলো ভীষণ পছন্দ করি। খোদা আমাকে মহব্বত করেন তা জানতে পেরে আমি খুবই আনন্দিত। ধর্মীয় ক্লাস আমার বড়ই প্রিয়। ইতি আপনার প্রিয় আনকে।’ আনকের ইচ্ছা পুরণ করতে পেরে আমি খুশি হয়েছি। এখানে একটি গাণ রয়েছে। আমি তাকে দেখতে পাইনা তাঁর কথা আমি শুনতে পাইনা তবুও তিনি এখানেই আছেন! তুমি দ্রুত সংঙ্গীতের ধুয়া রপ্ত করো, আমি নিশ্চিত, তুমি তা শিখে নিয়ে সাথে সাথে গাইতেও পারবে। (আবহ সঙ্গীত বাজবে) ভাষ্যকার উচ্চস্বরে পাঠ করবেঃ আমি তাকে দেখতে পাই না, যে কেউ এ সত্যটি বিশ্বাস করতে ব্যর্থ যদি আমি খোদাকে নাও দেখি আমি তাঁকে দেখতে পাই না যদিও তাকে দেখতে না পাই যদিও আমি খোদাকে দেখতে পাইনা আমি তাকে দেখতে পাই না মসিহ বলেছেনঃ তোমরা জানতে পারবে, যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। (মথি ২৮: ২০) লোকবলঃ ভাষ্যকার, আনকে © Copyright: CEF Germany |