Home -- Bengali -- Perform a PLAY -- 140 (Dream job 1)
140. স্বপ্নেপ্রাপ্ত কাজ-১
খেয়াল করুন, চা কিন্তু উওপ্ত। (চামুচ দিয়ে চায়ের কাপে নাড়ানোর শব্দ)
হাডসন তাঁর জিভ পুড়েই ফেলছিলেন। ইংল্যান্ডে হাডসনের পরিবারে তখন চা পর্বের সময় ছিল। আর ১৫০ বৎসর পুর্বে উক্ত সময়টা ছিল বড়ই উপভোগ্য।
পিতা তাঁদের কাছে দূরের দেশের কথা অর্থাৎ চীনের কথা বলে চলতেন। সহসাই সে কথাটাকে বাস্তবায়ন করার জন্যই বললেন।
পিতঃ ‘আমি একটা বিষয় বুঝতে পারি না, কেন আরো অধিক সংখ্যক ধর্ম প্রচারক চীনে যাচ্ছে না? লক্ষকোটি চীনা জাতির কাছে মসিহের বিষয় এখন পর্যন্ত প্রচার করা হয় নি।’
হাডসনঃ ‘পিতা: আমি যখন বড় হবো তখন আমি ধর্ম প্রচারক হবো আর চীনে যাবো।’
পাঁচ বৎসর বয়সের সন্তানের কথা শুনে পিতামাতা হেসে দিলেন ।সে মাঝে মাঝে অসুস্ত হয়ে থাকে। তার পক্ষে প্রচারকের কাজ ছিল অসম্ভব। যেহেতু হাডসন স্কুলেও যেতে অক্ষম তাই তার মাতা তাকে বাড়িতে শিক্ষা দিয়ে থাকে। হাডসন ছিল বই পাগলা।
হাডসনঃ ‘আমি যদি বিছানায় বসে বই পড়তে পারতাম, তা আমি পারিনা, কেননা মা তার সাথে সাথে প্রদীপ রেখে দেন। আমি কতকগুলো পুরানো মোমদন্ড খুজে নেব।'
ঐ বিকেলে গোপনে তার প্যান্টের পকেট ভর্তি করে নিল। আপন কক্ষে যাবার পূর্বে শুভরাত্রি জানালো। কিন্তু কি র্দুভাগ্য! কিন্তু পারিবারিক এক মেহমান তাকে নিজের কোলে তুলে নিল, আর তাকে নিয়ে খোলা আগুনের চুল্লির পাশে বসলো। হাডসন নিজে উষ্ণ হলো আর মোমগুলোও। প্রতিটি মিনিট তার কাছে মনে হচ্ছিল এক এক ঘন্টার মতো।
মাঃ ‘হাডসন, এবার তোমার শোবার পালা।’
হাডসনঃ ‘শুভ রাত্রি।’
অল্প সময় পরে মা তাকে রুমে দেখতে পেল তার পকেট গলিত মোমে শক্ত হয়ে আছে। হাডসন দুঃখ প্রকাশ করলো, বললো তার মায়ের পিছনে পিছনে গিয়েছিল ।পুনরায় সে আর এমন কাজ করবে না।
বইপাগলার আর একটা অভ্যাস ছিল আর তা হলো তার বোন এমেলিকে উত্তক্ত করা। তবে অধিকাংশ সময় তারা একত্রে খেলাধুলা করতে পছন্দ করে।
হাডসনের বয়স যখন ১৩ বৎসর তখন সে ঔষধের উপর অধ্যয়ন শুরু করেন। তার ভবিষ্যত নিয়ে একটা সুন্দর পরিকল্পনা একে ফেলেন।
কিন্তু কোনো এক ছুটির দিন তার চিন্তা চেতনা ও জীবনের পরিকল্পনা সম্পূর্ণ বদলে যায়। সে মসিহিদের পুস্তক পাঠকরা শুরু করেন, আর হঠাৎ করে বুঝতে পারেন মসিহ তার প্রতি প্রেমের তাগিদে সলিবে প্রান দিয়েছেন এবং কবর থেকে পুনরায় জীবিত হয়ে ওঠেছেন।
হাডসনঃ ‘প্রভু মসিহ, আমাকে ভালোবাসার জন্য তোমাকে জানাই ধণ্যবাদ। আমি তোমার সাথে যুক্ত থাকতে চাই আর তুমি যা কিছু আমাকে করতে বলবে আমি তা করবো। আমিন।’
তার প্রর্থনা শেষ করার মনে হলো, মসিহ তাকে বলছেন, তবে আমার জন্য তুমি চীনে চলে যাও। তার বয়স যখন ৫ বৎসর তখন থেকে তিনি মিশনারি হবার সদেচ্ছা ব্যাক্ত করে আসছিলেন। তার বয়স যখন ১৭ বৎসর তখন থেকে নিজের ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন।
সম্ভবত তার প্রশিক্ষন তাকে উৎসাহিত করলো।
পরবর্তি নাটকের এ বিষয়ে অধিক বলবো, আশাকরি তুমি এ থেকে বাদ পরবে না।
লোকবলঃ ভাষ্যকার, পিতা, হাডসন, মাতা
© Copyright: CEF Germany