Home -- Bengali -- Perform a PLAY -- 107 (Lame excuses)
107. খোড়া যুক্তি
মার্টিন হলেন বইয়ের পোকা। মার্ক টুইন, সি,এস, লুয়িস সে তাদের বইগুলো গোগ্রাসে গিলে ফেলে। তবে এমন একখানা পুস্তক আছে যা পড়ার বিষয়ে তার কোনো আগ্রহ জাগে না।
মার্টিনঃ ‘কিতাবুল মোকাদ্দস আমার জন্য নয়।’
বালিকাঃ ‘কেন নয়?’
মার্টিনঃ ‘উক্ত গ্রন্থে এতটা বিষয় রয়েছে যা আমি বুঝতে পারি না।’
বালিকাঃ ‘এমন যুক্তিটি হলো খোড়া যুক্তি। আমি জানি অনেক বিষয়ে তুমি বুঝতে পারবে।’
মার্টিনঃ ‘যেমন দু একটা বলো?’
বালিকাঃ ‘যেমন: চুরি করা নিশেধ এ বিষয়ে তুমি ভালো করেই বুঝে থাকো।’
সাবাস! উক্ত বিষয়টি মার্টিনের চিত্তে তীরের মতো বিধলো। তার মুখমন্ডল লাল হয়ে উঠলো আর দ্রুত স্থান ত্যাগ করলো।
তোমরা কি শুনেছো, কিতাবুল মোকাদ্দস বহু কিতাবের সমাহার?
মার্টিনঃ ‘পুস্তক ছাপাবার মেশিন আবিষ্কার হবার পর থেকে কিতাবুল মুকাদ্দসই প্রথমে ছাপা হয়।’
বালিকাঃ ‘উক্ত গ্রন্থ ১৬০০ ভাষায় অদ্যাবধি অনুদিত হয়েছে।’
মার্টিনঃ ‘সবচেয়ে ছোট আকারে উক্ত গ্রন্থ ইংলন্ডে ছাপা হয়েছে যার আকার একটা দিয়াশলাইয়ের বাক্সের মতো।’
বালিকাঃ ‘বিশ্বে সবচেয়ে বড় কিতাব তৈরি করা হয়েছে কাঠ দিয়ে যার ওজন হলো ২৪০০০ পাউন্ডের অধিক।’
মার্টিনঃ ‘কিতাবুল মুকাদ্দসই হলো সবচেয়ে প্রিয় গ্রন্থ, তবে অনেকেই তা ঘৃণা করে চলে।’
বালিকাঃ ‘কিতাবুল মোকাদ্দসের গ্রন্থকার হলেন স্বয়ং খোদা, আর ৪০ জনের মতো লেখন ছিলেন তিনি যা বলেছেন তা লিপিবদ্ধ করেছেন।’
মার্টিনঃ ‘যে কেউ কিতাবুল মোকাদ্দস পাঠ করেন ও খোদার কালামে বিশ্বাস স্থাপন করেন সেই এক নতুন মানুষের পরিণত হয়ে ওঠেন। অন্য কোনো পুস্তক তেমনভাবে ব্যক্তিকে পরিবর্তনের ক্ষমতা রাখে না।’
বালিকাঃ ‘কিতাবুল মোকাদ্দসে প্রায় ত্রিশ লক্ষ পত্র সংবেশিত করা হয়েছে। যদি তুমি দৈনিক ৪টা চাপ্টার পাঠ করো তবে পুরো কিতাব পড়ে শেষ করতে এক বৎসর কাল সময় লাগবে।’
মার্টিনঃ ‘ইংল্যান্ডের এক ব্যক্তি একশত বার পাঠ করেছেন কিতাবুল মোকাদ্দস।’
কোনো একজন দেখতে পেলো তারা বন্ধুর কিতাবে বন্দুকের গুলির ছিদ্র রয়েছে। সে ভাবলো এটা বড়ই খারাপ এবং নিচাশয়ের মতো কাজ। খোদার কালাম এমন জীর্ণভাবে রাখতে পছন্দ করে? সে কষ্ট পেল। তার বন্ধু তার মনের অবস্থা বুঝতে পের তাকে বললোঃ
ব্যক্তিঃ ‘আমি গুলিবিদ্ধ কিতাবুল মোকাদ্দসের জন্য আনন্দ বোধ করছি, কেননা এটি আমার জীবন রক্ষা করেছে। যুদ্ধকালীন সময়ে আমি একজন যোদ্ধা ছিলাম, আর সম্মুখ লাইনে যুদ্ধরত ছিলাম। পরিখা থেকে পরিখার মধ্যে যাচ্ছিলাম। সহসা আমার বুকের মধ্যে একটা আঘাত অনুভব করলাম আর তীব্র ব্যথা বোধ করলাম, হঠাৎ কি হলো? শত্রু আমাকে তাক করে একটা গুলি করলো। আমি সবসময়ে আমার বুক পকেটে বাইবেল রাখতাম। শুলি পুরো বাইবেলখানা ছিড়ে ভেদ করে আমার বুকে হালকাভাবে আঘাত করলো। যদি বাইবেলখানি ওখানে না থাকতো তবে গুলি আমার ফুসফুস ভেদ করে চলে যেতো। বাইবেলটি আমাকে বাঁচালো। কেবল একবারই নয়, দুইবার। প্রথমবার আমি যখন তা পাঠ করে জানতে পারলাম একমাত্র মসিহ পাপের করাল গ্রাস থেকে আমাকে রক্ষা করেছেন, আর দ্বিতীয় বার মারাত্মক গুলির হাত থেকে।’
নিত্যদিন আমি কিতাবুল মোকাদ্দস পাঠ করি। তুমিও কি তেমনভাবে পাঠ করো? যদি তুমি কিতাবুল মোকাদ্দস ভালোবেসে থাকে, তবে আমার কাছে লিখে জানাও। কিতাবে এমন বর্ণনা রয়েছে ‘তোমরা কালাম আমার চরণের প্রদীপ, আমার পথের আলো।’ (আল-যবুর ১১৯: ১০৫)
এ আলো তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে যার ফলে খোদার পথে চলতে বিভ্রান্ত হবে না বরং তাকে খুঁজে পাবে।
লোকবলঃ ভাষ্যকার, মার্টিন, বালিকা, একজন লোক
© Copyright: CEF Germany