STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 112 (Mirror of the truth) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
112. সত্যের দর্পনআজ তুমি কতোবার আয়না দেখেছো? মার্ক আয়নার দিকে তাকিয়ে আছে। তার কষ্ট জেগেছে। তবে সাবান পানি ব্যবহার না করে ক্রোধে আয়নাটাকে ফ্লোরে ছুড়ে মেরে ভেঙ্গে ফেললো। (কাঁচ ভাঙ্গার শব্দ) একইভাবে অনেকেই বাইবেল নিয়ে এমন আচরণ করে থাকে। এটা একটি আয়না যা জীবনের ওলটপালট বিষয়গুলি ছেলে-বুড়া সকলকে দেখিয়ে দেয়। অনেকেই তা অপছন্দ করে। অনেকদিন পূর্বে যেরিমিয়া নামক একজন নবী ছিলেন, যেমন ইস্রায়েল জাতির জন্য খোদার মুখপাত্র, তিনি একই অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তাঁর খোতবা জাতির জন্য আয়না স্বরুপ কাজ করেছে। কিন্তু তারা পরিবর্তিত হতে চাইলো না। খোদা তাদের নিয়ে প্রচুর ধৈর্য ধারণ করলেন। দীর্ঘ ৫০ বৎসর ধরে। খোদার কণ্ঠস্বরঃ ‘যেরিমিয়া গুটানো কেতাব লও। আম যাকিছু বলি তার পুরোটা লিখ। সম্ভবতঃ তখন লোকজন আমার কথা কর্ণপাত করবে, আর তাদের জীবনে পরিবর্তন করবে।’ এ কাজ পরিপূর্ণ করতে তা কয়েক মাস লেগেছিল। যেরিমিয়া খোদার কথা যা কিছু শুনতেন তা তিনি তার সেক্রেটারিকে বলতেন আর তিনি তা অক্ষরে অক্ষরে লিপিবদ্ধ করতেন। যেরিমিয়াঃ ‘বারুখ, আমরা শেষ করতে পারলাম। তুমি জানো আমাকে আর এবাদতগৃহে যেতে দেয়া হবে না, তুমি এই জড়ানো কিতাব নিয়ে সেখানে যাও।’ মীখা শুনতে পেলেন যখন কিতাবখানা উচ্চ কণ্ঠে পাঠ করা হলো। তিনি দ্রুত রাজার মন্ত্রীর খোজে রাজদরবারে গেলেন। মীখাঃ ‘বারুখ এবাদত খানায় খোদার কালাম পাঠ করছে। আমাদের জীবন যেমন হওয়া উচিৎ তেমনভাবে আমরা জীবন চালাচ্ছি না। খোদা আমাদের শাস্তি দিতে উদ্বত।’ মন্ত্রীঃ ‘লোকটিকে কিতাবসহ এখানে নিয়ে আসো।’ বারুখ আসলেন। মন্ত্রীর হৃদয়ে খোদার কালাম আয়নার মতো প্রভাব ফেললো। মন্ত্রীঃ ‘বারুখ, এতগুলো তুমি কি করে লিখলে?’ বারুখঃ ‘যেরিমিয়া আমাকে যেভাবে বলেছেন আমি তেমনিভাবে লিখেছি কালি দিয়ে।’ মন্ত্রীঃ ‘রাজার কাছে এ বিষয়টি জানাতে হবে। বারুখ, যেরেমিয়ার সাথে আত্মগোপন করো, কেউ যেন তোমাদের দু’জনকে খুঁজে না পায়, জানতে না পারে তোমরা যে কোথায় লুকালে।’ রাজা জিহোয়াকিম শীতকালীনগৃহে আগুনের পাশে আরামের সাথে বসলেন। তার জীবনে অনেকগুলো ঘটনা রয়েছে যা আদৌ সঠিক বা উচিত ছিল না। কিন্তু তিনি খোদার কথা আদৌ শুনতে চান না। উক্ত গ্রন্থের কয়েকটি লাইন যখন পাঠ করা হলো, তিনি হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে গেলেন, কিতাবের কয়েকটি অংশ কেটে আগুনের মধ্যে ছুড়ে ফেললেন। তিনি বার বার তা করতে থাকলেন যতক্ষণ পর্যন্ত পুরো গ্রন্থটি পোড়া শেষ না হলো। আত্মগোপনে থেকে পুনরায় দ্বিতীয় বারের মতো সমগ্র গ্রন্থটি লেখা হলো। খোদার মহব্বত মহান। তিনি তাঁর কালাম আজ আমাদের দ্বারাও লিখিয়ে চলছেন। তোমার জন্য আমার প্রস্তাব প্রত্যেকদিন বাইবেল পাঠ করো। নিজেকে বদলাতে সুযোগ দাও। খোদা চান তোমার সুন্দর চেহারা, বিশেষ করে তোমার হৃদয় যেন সুন্দর হয়। লোকবলঃ ভাষ্যকার, যেরিমিয়া, খোদার কণ্ঠস্বর, মন্ত্রী, বারুখ, মীখা © Copyright: CEF Germany |