STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 132 (Fish and questions at breakfast)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

132. মাছ এবং প্রাতরাশের প্রশ্ন


ঘটনা দ্রুত গড়িয়ে যাচ্ছিল। ঐ সময় প্রকাশের জন্য যদি কোনো খবরের কাগজ থাকতো তবে ৩৩ খৃষ্টাব্দের প্রকাশ করার জন্য প্রধান খবর হতো পুনরুত্থান।

পুরুষ পাঠকঃ ‘মসিহের মৃত্যুর দিন অন্ধাকারে সম্পূর্ণ ডুবে গিয়েছিল।’

মহিলা পাঠিকাঃ ‘মৃতেরা পুনরায় জীবিত হয়ে শহরে চলে আসছেন।’

পুরুষ পাঠকঃ ‘ভূকম্পনে পাথর ভেঙ্গে গেছে।’

মহিলা পাঠিকাঃ ‘অফিসার স্বীকার করলো যে মসিহ খোদার পুত্র ছিলেন।’

পুরুষ পাঠকঃ ‘মসিহের সর্বশেষ বাক্য সমাপ্ত হলো!’

মহিলা পাঠিকাঃ ‘কাগজের প্রথম পৃষ্টার হেডলাইন: কবর শুন্য পড়ে রইলো!’

এ খবরটি কি জেরুজালেমের পত্রিকার প্রকাশ? না। এ সংবাদটি হলো প্রত্যক্ষদর্শিদের যা বাইবেলে রয়েছে, যে সংবাদটি তুমি নিজেও অদ্যাবধি পাঠ করতে পারো।

কবর শুন্য পড়ে আছে। মসিহ জীবিত! পুনরুত্থানের পরে তিনি তাঁর সাহাবিদের সাথে দেখা করেছেন। তখনও তারা শোকার্ত ও ভীত অবস্থায় ছিল প্রকম্পিত। কিন্তু যখনই তারা পুনরুত্থিত মসিহের দর্শন লাভ করেছেন তখনই তারা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন।

তারপর পিতর ও অন্যান্য সাহাবিগণ জেরুজালেম থেকে বিদায় নিয়ে নিজেদের বাড়ি গালিল সাগরের কাছে চলে গেলেন।

পিতরঃ ‘আমি মাছ ধরতে যাচ্ছি।’

ইউহোন্নাঃ ‘আমরা তোমার সাথে যাচ্ছি।’

বিকেল বেলা পাল তুলে তারা সাগরে গেল। কিন্তু সারারাত তারা একটি মাছও পেল না। শেষ রাতে আলোর আভা যখন ফুটে উঠলো, মসিহ তখন সাগরের তীরে দাঁড়িয়ে ছিলেন। সাহাবিগণ বুঝতেই পারলো না যে ইনি তিনি।

মসিহঃ ‘তোমাদের কাছে কি কোনো খাবার আছে?’

ইউহোন্নাঃ ‘না।’

মসিহঃ ‘নৌকার ডান দিকে তোমাদের জাল ফেল।’ (পানিতে জাল ফেলার শব্দ)

পিতরঃ ‘জাল মাছে ভরে গেছে!’

ইউহোন্নাঃ ‘উনিই মসিহ, প্রভু স্বয়ং!’

তীর থেকে মাত্র ৩০০ ফুট দুরে তারা জাল ফেলে ১৫৩টি মাছ ধরতে পারলো।

মসিহঃ ‘এসে সকালের নাস্তা করো!’

রুটি ও ভাজা মাছ সকালের নাস্তার জন্য প্রস্তুত ছিল। এবার নিয়ে তৃতীয় বারের মতো মসিহ তাঁর বন্ধুদের সামনে হাজির হলেন। পিতরের বিবেকের তাড়না কাজ করতো। তিনি মনে করেছিলেন মসিহকে জানার পর তিনি তিনবার তাকে অস্বীকার করেছিলেন। খাবারের পরে মসিহ পিতরের সাথে একা একা কথা বললেন।

মসিহঃ ‘পিতর, তুমি আমাকে মহব্বত করো?’

পিতরঃ ‘অবশ্যই প্রভু, আপনি জানেন আমি আপনাকে মহব্বত করি।’

মসিহঃ ‘পিতর, তুমি কি আমাকে মহব্বত করো?’

পিতর দুঃখ পেলেন, কেননা মসিহ তাকে তিনবার এই প্রশ্ন করলেন।

পিতরঃ ‘প্রভু আপনি সবকিছুই জানেন। আপনি জানেন যে আমি আপনাকে মহব্বত করি।’

এটাই কি তোমার উত্তর হবে মসিহের প্রশ্নে, যদি আজ তিনি তোমাকে এমন প্রশ্ন করেন?

মসিহ পিতরকে ক্ষমা করলেন। যাকে ক্ষমা করা হলো বেহিসাবি মহব্বতে সে তাকে মহব্বত করেন!


লোকবলঃ ভাষ্যকার, পুরুষ পাঠক, মহিলা পাঠিকা, পিতর, ইউহোন্না, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 12, 2019, at 08:09 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)