STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 070 (It‘s worth it)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

70. সত্যিই তা মূল্যবান


পিতর: ‘কি আশ্চর্য, জাল ভরে গেছে। সারা রাত আমরা জাল বাইলাম, একটিও মাছ ধরা পড়লো না, অথচ একটানে জাল ভরে গেল।’

ব্যর্থ জেলের দল ক্লান্ত অবস্থায় জাল নৌকায় তুলে হৃদের কিনারে পৌছে গেল। পিছনে পড়ে রইলো ব্যর্থতাপূর্ণ এক রাতের শ্রম। তবুও তাদেরকে জালের ছিড়ে যাওয়া অংশ মেরামত ও পরিষ্কার করতে হবে।

গালিল সাগরের কুলে হঠাৎ করেই জনভীড় দেখা গেল। মসিহ এখানে এসেছেন। তারা তাঁর কথা শুনার জন্য আগ্রহি। তাঁর কথা অত্যন্ত মুল্যবান কথা। সকলে তার কথায় যেমন সাহস পায় তেমন শক্তি লাভ করে। সে জন্য অগণিত লোকজন ঠেলা ঠেলি ও ধাক্কাধাক্কি করে বসলো, ফলে মসিহের জন্য কোনো স্থান আর রইলো না।

মসিহ: ‘পিতর, তোমার নৌকায় আমাকে একটু উঠতে দাও আর কিনার থেকে একটু দূরে রাখো।’

এবার সকলে ভালোভাবে তাঁকে দেখতেও পাবে এবং তাঁর কথা শুনতেও পারবে। তাঁর ভাষণ সমাপ্ত করার পরে তিনি পিতরের দিকে তাকালেন।

মসিহ: ‘পিতর, গভীর সাগরে চলো, নৌকা থেকে সাগরের জাল ফেলো, আামরা মাছ ধরতে এসেছি!’

পিতরের মুখমন্ডল দেখতে পেলে আমি আনন্দিত হতাম। আমরা এখন মাছ ধরতে যাচ্ছি? দিনের বেলায় সুর্যের তাপে মাছ সাগরের তলদেশে চলে যায়, জালে ধরা পড়ে না। কোনো মাছ জালের কাছে আর আসে না। তিনি যে কি কথা বলছেন তা পিতর বুঝতে পেরেছেন, যাই হোক, তিনি (পিতর) একজন পেশাজীবি ধিবর।

পিতর: ‘প্রভু, সারা রাত আমরা জাল বেয়েছি, একটি মাছও ধরতে পারি নি।’

আমাদের ব্যর্থতার কথা মসিহের কাছে আমরা বলতে পারি।

পিতর: ‘তবে আপনার কথামত আমি সাগরে জাল ফেলব।’

পিতরের কাছে কতইনা প্রাচুর্যময় লাগছিল। সে এসব কিছুই জানতো না। তিনি মসিহের বাক্যে বাধ্য ছিলেন আর বাধ্যতার মূল্য সে পেয়ে গেলেন। অন্যান্য জেলেদের নিয়ে সে জাল ফেললেন। কুদরতের কাজ ইতোমধ্যে ঘটে গেল! তাদের জালে অধিক পরিমানে মাছ ধরা পড়লো যার ফলে জাল ছিড়ে যাবার উপক্রম।

পিতর: ‘যাকোব, ইউহোন্না আমাদের সাহায্য করো! আমরা একা একা সামলাতে পারছিনা।’

তারা অন্য নৌকার ভাইদের আহ্বান জানালো যেন তারা দ্রুত চলে আসে, আর তাতে দু’টি নৌকায় মাছে পরিপূর্ণ হয়ে গেল। নৌকাতে এতটাই মাছ উঠালো যেন নৌকার অবস্থা ডুবু ডুবু হয়ে দাড়ালো।

এবার পিতর মসিহের উপর অত্যন্ত মুগ্ধ হয়ে পড়লেন, সে বুঝতে পারলেন মসিহের থেকে তার পার্থক্য কত অধিক।

পিতর: ‘প্রভু, আমার থেকে দূরে সরে যান কারণ আমি একটা গুনাহগার ব্যক্তি।’

কতইনা মহান প্রভু, তিনি পিতরের কাছ থেকে সরে যান নি বরং তাকে ক্ষমা করে দিলেন।

আমরাও যখন অনুতপ্ত হয়ে আমাদের পাপ অপরাধের কথা তাঁর কাছে খুলে বলি তখন তিনি তোমাকে ও আমাকে তাৎক্ষণিক ক্ষমা করে দিবেন।

মসিহ: ‘পিতর ভয় করো না। আজ হতে তুমি মানুষ ধরা জেলে হলে অর্থাৎ মানুষ ধরবে।’

একটা নতুন দায়িত্ব। তখন থেকে পিতর মসিহের পক্ষে মানুষ ধরা জেলে হলেন। আমি মনে করি মসিহ যে তাঁর পক্ষে শিক্ষিত উন্নত লোক না খুঁজে তোমাদের ও আমাদের মতো সাধারণ মানুষ খুঁজে ফিরছেন অর্থাৎ পিতরের মতো লোক খুজছেন যারা তাঁর বাক্যে মনোযোগ দিবে, বাক্য পালন এবং তাঁর বাক্য মোতাবেক জীবনে বাস্তবায়ন করে অভিজ্ঞতা অর্জন করবে, তেমন লোক তিনি খুঁজে ফিরছেন।


লোকবল: ভাষ্যকার, পিতর, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 08:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)