STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 029 (Behind closed doors)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

29. বদ্ধ ঘরে প্রকৃত ঘটনা


সাহাবি: ‘ইউহোন্না, দরজার তালা লাগিয়ে দাও আমি তাদের বিশ্বাস করি না। প্রথমে তারা মসিহকে হত্যা করেছে তারপর আমাদের খোঁজে আসবে।’ (দরজা বন্ধের শব্দ)

মসিহের সাহাবিগণ বিষণœ মনে দরজা বন্ধ করে নিজেদের লুকালেন। মসিহ যে পুনরায় জীবিত হয়ে উঠেছেন সে খবর কি তারা আদৌ জানে না? যা হোক, মরিময় তাদের সে খবর পরিবেশণ করলেন।

(করাঘাত)

১ম ইম্মায়ুর পথের সাহাবি: ‘আমরা এখানে আছি!’

২য় ইম্মায়ুর পথের সাহাবি: ‘দরজা খুলুন!’

সাহাবী: ‘ক্লীওপাস, এতক্ষণেও তুমি ঘরে ফিরলে না কেন?’

১ম ইম্মায়ুর সাহাবি: ‘আমরা মসিহের সাথে কথা বলেছি! তিনি জীবিত।’

সাহাবি: ‘তুমি কোথায় তাকে পেলে? খুলে বলো!’

২য় ইম্মায়ুর সাহাবি: ‘প্রথমে আমরা তাকে আদৌ চিনতে পারিনি!’

১ম ইম্মায়ুর সাহাবি: ‘ঘটনাটি এমন হলো; পথে কথা বলতে বলতে হেঁটে চলছিলাম। হঠাৎ এক লোক আমাদের সাথে যোগ দিলেন আর আমাদের আলোচনায় অংশ নিলেন।’

২য় ইম্মায়ুর সাহাবি: ‘আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করছিলাম তা তিনি জানতে চাইলেন। আমি বললাম: আপনি কি একমাত্র ব্যক্তি যিনি জেরুজালেমে কয়েক দিনে যা যা ঘটেছে তার কিছুই জানেন না অর্থাৎ ঈসা মসিহকে যে সলিবে বিদ্ধ করে হত্যা করা হয়েছে? তিনি আমাদের কাছে বিষদ ব্যাখ্যা করলেন, খোদা ইতোপূর্বে সেই সব বিষয়ে ভবিষ্যদ্বানী করে রেখেছেন যা যা ঘটেছে।’

১ম ইম্মায়ুর পথের সাহাবি: ‘কালামের বিষয়ে সবিশেষ তিনি জানতেন। আমাদের আলোচনায় আমরা প্রশান্তি পেলাম। সময় দ্রুত চলে যায়, আর রাতের আঁধার নেমে পড়েছে, আমরা শহরে পৌঁছে গেলাম।’

২য় ইম্মায়ুর পথের সাহাবি: ‘আমরা তাকে রাতের আহারের জন্য আমন্ত্রণ জানালাম। ঘটনাটি তখন ঘটলো: তিনি কয়েকটি রুটি নিয়ে মুনাজাত করে রুটি ভাঙ্গলেন আধাআধি এবং আমাদের হাতে তুলে দিলেন। তখন আমরা তাঁকে চিনতে পারলাম; তিনি মসিহ! আমরা যখন বুঝতে পারলাম আসলে তিনি কে, তৎক্ষণাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন। আমাদের চোখের সামনে তিনি অন্তর্হিত হলেন, আর তাকে সেথা খুঁজে পাওয়া গেল না।’

১ম ইম্মায়ুর পথের সাহাবি: ‘সত্যি সত্যিই এটা একটা বাস্তব ঘটনা! আমরা মসিহের সাথে কথা বলেছি আর তোমাদের কাছে বলার জন্য দ্রুত ছুটে এসেছি, মসিহ জীবিত আছেন।’

লোকজন যখন মসিহের দেখা পায় তখন তারা আর নিরব থাকতে পারে না, এ আনন্দের খবরটি অন্যের কাছে ছড়িয়ে দেবার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তারা যখন আসল ঘটনা অন্যদের কাছে বলছিলেন, হঠাৎ সেই কক্ষে মসিহ নিজেই হাজির হলেন। তিনি নিজের হাত ও পা তাদের দেখালেন।

মসিহ: ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি মসিহ।’

এ ঘটনার পর সাহাবিগণ বিশ্বাস করলেন। মসিহের বিষয় জানতে পারা কল্যাণজনক। মসিহ তাদের সাথে দেখা করে তাদের সমস্ত সন্দেহ দূর করে দিলেন আর তাদের মধ্যে প্রচুর আনন্দ উথলে পড়লো।

পরবর্তী নাটকে বলব কিভাবে মসিহের সাক্ষাৎ পেয়েছে মেলানি ও সারা।


লোকবল: ভাষ্যকার, সাহাবি, ২জন ইম্মায়ুর পথের সাহাবি, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 08:23 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)