Home -- Bengali -- Perform a PLAY -- 013 (Gifts for Jesus)
13. মসিহকে দেয়া উপহার
থোমা লক্ষ্য করতো তার দাদা কাঠ খোদই করে সরু আঙ্গুলগুলো তৈরি করছে যা দেখতে অবিকল জীবন্ত আঙ্গুলের মতই লাগতো। দেখতে অবিকল চেহারা মনে হতো। যেমন মেষপাল, ইউসুফ ও মরিয়ম ও শিশু মসিহ। সময় যতটা গড়িয়ে যেতো তিনি ততোটা ক্লান্ত হয়ে পড়তেন এবং একসময় ঘুমিয়ে পড়তেন।
স্বপ্নে তিনি বেথেলহেমে গোয়ালঘর দেখতে পেলেন। থোমা মনে মনে ভাবলো, যদি সত্যিই আমি গোয়াল ঘরের কাছে যেতে পারতাম! তিনি গোয়াল ঘরের কাছে পৌছালো বটে তবে বড়ই দুঃখিত হলো। তখন মসিহ তাকে জিজ্ঞেস করলেন।
মসিহ: ‘তুমি এতটা শোকার্ত কেন?’
থোমা: ‘কারণ তোমার জন্য কোনো উপহার নিয়ে আসিনি বলে।’
মসিহ: ‘শোকের কোনো কারণ নেই। আমি তিনটি যিনিশ তোমার কাছ থেকে চাচ্ছি।’
থোমা: ‘আমার যা কিছু কাছে আছে আমি সবকিছু তোমাকে দিয়ে দেব। আমার বৈদ্যুতিক রেলগাড়ি, কম্পিউটার খেলা এবং...’
মসিহ: ‘না না ওগুলো আমি তোমার কাছ থেকে চাচ্ছি না, এ সবকিছু পাবার জন্য আমি বেহেশত থেকে দুনিয়াতে নেমে আসি নাই।’
থোমা: ‘তাহলে তুমি কি চাও?’
মসিহ: ‘তোমার শেষ অংকের পরিক্ষার ফলাফল আমাকে দাও।’
থোমা: ‘কিন্তু তাতে আমি ‘ডি’ পেয়েছি।’
মসিহ: ‘সে কারণেই আমি তা চাচ্ছি। তোমার জীবনের যা কিছু ঘাটতি রয়েছে সেই সব আমার কাছে নিয়ে এসো। তুমি কি তা করবে?’
থোমা: ‘জি হ্যা, আমি তাই করবো।’
মসিহ: ‘আমার জন্য তোমার দেয়া দ্বিতীয় উপহার হবে তোমার সেই বাটি যাতে তুমি খাদ্য গ্রহণ করো।’
থোমা: ‘ওটা আমি তোমাকে দিতে পারবনা, কারণ আমি তা ভেঙ্গে ফেলেছি।’
মসিহ: ‘সে কারণেই আমি ওটা চাই। তোমার জীবনের যতকিছু ভগ্নচূর্ণ রয়েছে তার সবগুলো আমার কাছে নিয়ে এসো। তুমি কি তা করবে?’
থোমা: ‘জি হ্যা, আমি তা-ই করবো।’
মসিহ: ‘এবার আমার তৃতীয় ইচ্ছা হলো, থোমা, তোমার মাতা যখন জিজ্ঞেস করেছিলেন খাবার বাটিটা কিভাবে ভাঙলো, তার জবাবে যে উত্তর দিয়েছিলে সেই উত্তর আমাকেও দাও।’
তখন থোমা কাঁদতে শুরু করলো এবং দুঃখে তার হৃদয় ভেঙ্গে গেল।
থোমা: ‘থোমা, তোমার মিথ্যাচার, তোমার অস্বীকৃতি, তোমার জীবনের প্রত্যেকটি দুষ্টক্ষত আমার কাছে নিয়ে আসতে পারো, তোমার গোটা জীবনের সব অপকর্ম আমার কাছে নিয়ে এসো। আমি তোমাকে ক্ষমা করেছি, আর সঠিক পথে চলতে তোমাকে সাহায্য করবো। সদাসর্বদা আমি তোমার সাথে থাকবো, আর দেখিয়ে দেব জীবনের সঠিক পথটি। তুমি কি তা চাও?’
থোমা এ সকল বিষয়ে ইচ্ছা প্রকাশ করলো। সেই মুহুর্ত থেকে তিনি মসিহকে বিশ্বাস করলেন আর তাঁর বাধ্যগত রইলেন।
লোকবল: ভাষ্যকার, থোমা, মসিহের কণ্ঠস্বর
© Copyright: CEF Germany