STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 014 (A slap for the King)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

14. রাজার প্রাপ্য চপেটাঘাত


আজ থেকে বহুবৎসর পূর্বে ভাইকিং নামক জলদস্যুরা ইংল্যান্ড আক্রমন করেছিল। ঐ বুনো নাবিকরা ভয় ভিতি ছড়িয়ে দিয়েছিল। তারা লুটপাট করেছে, হত্যা করেছে, বাড়িঘর ও চার্চগৃহ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে ছেড়েছে। এক সময় রাজা আলফ্রেড তাদের বিরুদ্ধে জয় লাভ করলো বটে কিন্তু পরবর্তী সময়ে সে আবার পরাভুত হলে। তার শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছিল। রাজ প্রাসাদ ছেড়ে দিয়ে তাকে পালিয়ে যেতে হয়েছিল।

তিনি ভবঘুরে হিসেবে ছদ্মবেশে নিজেকে লুকিয়েছিলেন ও জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। একজন অস্বীকৃত রাজা! কেবলমাত্র নিজস্ব কয়েকজন তার পরিচয় জানতো। তাদের একজন ছিলেন মেষপালক যার নাম আলফ্রিক। সে তার রাজার সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করেনি। সে তার কুড়ে ঘরে রাজাকে একদিন নিমন্ত্রন করলো বটে কিন্তু তার স্ত্রীও জানতে পারলো না তাদের মেহমানের পরিচয়। তার স্ত্রী আশ্চর্য হলো, মেহমানকে টেবিলে বসেছে ঠিকই কিন্তু গভীরভাবে চিন্তামগ্ন রইলো। সে তাকে রাজা হিসেবে চিনতে পারলো না।

একদিন স্ত্রী বকুনি দিল:

মহিলা: ‘যথেষ্ট হয়েছে! সারাটা দিন তুমি কিছুই না করে টেবিলে বসেই আছো। একটু নজর দাও, কেক যেন পুড়ে না যায়। আমি কুয়োর কাছে যাচ্ছি জল আনার জন্য। তার (রাজার) চিন্তা ছিল শত্রুদের নিয়ে। হয়তো বিজয় লাভের অন্যকোনো উপায় রয়েছে...।’

একটি চপেটাঘাতে তার দিবা স্বপ্ন ভেঙ্গে গেল। মহিলাটি ফিরে এলো, রুটিটি কালো হয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে।

মহিলা: ‘তুমি একটা অলস মানুষ। এখান থেকে বিদায় হও।’

ঠিক সেই সময় তার স্বামী পাকঘরে এসে হাজির।

লোকটি: ‘হে নারী, কোন সাহসে তুমি রাজার সাথে অমন অভদ্র আচরণ করছো! তুমি কি তাকে চেন না?’

এরপরে যে কি ঘটলো তা আমরা জানি না।

তবে অস্বীকৃত বা অচেনা রাজার ঘটনাটি আমাকে ঈসা মসিহের বিষয়ে মনে করে দেয়। তাঁর জন্য ছিল আরও মারাত্মক, তাই নয় কি? দু’হাজার বৎসর পূর্বে তিনি যখন গোয়াল ঘরে শায়িত ছিলেন, কারো পক্ষেই তখন তাকে চিনে নেয়া সম্ভব ছিল না। পরবর্তী সময় লোকজন খোদার পুত্রকে সহ্য করতে পারে নি, ঘৃণিত, অপমানিত ও প্রত্যাখ্যাত হয়ে সলিবে মর্মবিদারক মৃত্যু বরণ করতে হয়েছে। আর আজকে কি অবস্থা? বর্তমানে প্রায়শঃ তিনি থেকে যাচ্ছে অচেনা অস্বীকৃত রাজা হিসেবে।

আপনি কি আপনার জীবনে তাকে রাজা হিসেবে মানবেন?


লোকবল: ভাষ্যকার, নারী ও পুরুষ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:09 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)