Home -- Bengali -- Perform a PLAY -- 015 (The baked Bible)
15. আগুনে পোড়া বাইবেল
মহিলা: ‘তারা আসছে! তারা আসছে!’
মহিলা রুটি ভাজতেছিল, এমন সময় জানালার ফাঁক দিয়ে দেখতে পেলো মসিহিদের উপর অত্যাচারকারী লোকজন তাদের বাড়ির দিকেই চুটে আসছে। তারা সবকিছু তন্ন তন্ন করে দেখবে এবং বাইবেল ও গানবই যা কিছু পাবে তা আগুনে পুড়ে ফেলবে।
লোকজন: ‘খোলো! দ্রুত খোলো!’ (দরজার উপর পদাঘাত)
ভদ্রমহিলা কি করবেন? তিনি তার প্রিয় কিতাব তুলে নিয়ে ময়দার তাল দিয়ে সম্পূর্ণ আবৃত করে রুটি সেকার মতো ওভেনে ঢুকিয়ে দিল। তারপর প্রকম্পিত অবস্থায় দরজা খুজে দিল আর লক্ষ্য করলো লোকজন আসবাবপত্র ফার্নিচার তন্নতন্ন করে এলোপাথারিভাবে খুঁজতে থাকলো যদি কিছু পাওয়া যায়।
কিসের গোলমাল! কিন্তু তারা কিছুই পেল না। চিৎকার করে তারা ভদ্রমহিলাকে গালিগালাজ দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। (দরজাবন্ধ করার শব্দ)
পরিবেশ যখন নিস্তব্দ হলো তখন মহিলা ওভেন থেকে ভাজা রুটি তুলে আনলেন, দেখতে পেলেন রুটির ভিতরে বাইবেল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
তার দেশে বাইবেল পড়ার ও রাখার অধিকার আইনত নিষিদ্ধ ছিল।
কিন্তু তিনি মানুষের চাইতে খোদার বেশি বাধ্য ছিলেন তাই তিনি গোপনে খোদার জীবন্ত কালাম পাঠ করতেন, ফলে নিত্যদিন তিনি নতুন নতুন শক্তি ও সাহস লাভ করতেন।
(আবহ সংগীত বাজাতে হবে)
মাবুদের সমস্ত নিয়ম সোজা পথে চালায়
আর অন্তরে দেয় আনন্দ
মাবুদের হুকুম খাঁটি
তা দিলকে সতেজ করে।
মাবুদের প্রতি যে ভয়
তা পবিত্রতায় ভরা আর চিরকাল স্থায়ী
তাতে অন্যায় কিছু নেই।
তা মধুর চেয়ে মিষ্টি
মৌচাকের ঝরা মধুর চেয়েও মিষ্টি।
তা তোমার গোলামকে সাবধান করে,
আর তা পালন করলে মহালাভ হয়।
(আল যবুর ১৯: ৮-১১)
তোমার ঘরে কি বাইবেল আছে? তোমার টেবিলে তা ধুলো ধুষরিত অবস্থায় ফেলে রাখবে না। নিয়মিত পাঠ করো আনন্দিত হও, জেনে নাও, খোদা তোমাকে কি করতে বলছে। যদি তোমার কাছে বাইবেল না থেকে থাকে আর তুমি যদি পেতে চাও তবে আমাকে জানাও। হয়তো সবচেয়ে প্রিয় পুস্তক হিসেবে বাইবেল তোমার কাছে সমাদৃত হবে।
লোকবল: ভাষ্যকার, মহিলা, লোকজন
© Copyright: CEF Germany