STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 016 (Gone without a trace 1)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

16. নিরুদ্দেশ যাত্র-১


খুঁজে ফেরা কতইনা বড় অভিযান! তারা তাকে এখানে সেখানে সদা খুঁজে ফিরছেন। কিন্তু কোনোই ফল ফলছে না।

জর্দান নদীর পারে পারে খুঁজে বেড়াচ্ছে। শহরের মধ্যে খুঁজে ফিরছে। তারা তাকে পাহাড়ের উপরেও খুঁজে হয়রান। কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না এমনকি তাঁর কোনো চিহ্নও তারা দেখতে পেল না।

তিন দিন ধরে ৫০ জন লোক তাঁকে খোঁজার দায়িত্বে ছিলেন নিয়োজিত। কেউই তাকে দেখতে পেল না। কেউই তাঁর বিষয় কোনো খবরও দিতে পারলো না। তারা তাকে আর পেল না। কে সেই ব্যক্তি? তোমরা বলতে পারো সে কোন ব্যক্তি। অন্ততপক্ষে একবার হলেও তোমরা তাঁর নাম শুনেছো।

তার বিষয়ে গুরুত্বপূর্ণ খবর:

উত্তরাধিকার: একজন টিসবাইত

পেশা: একজন নবী

তিনি খোদার পক্ষে কথা বলেন, আর যা কিছু ভবিষ্যদ্বাণী করেছেন তার সবগুলোই পরিপূর্ণ হয়েছে। সাহসের সাথে তিনি রাজার পাপের কথা তাকে জ্ঞাত করেছেন।

কিছুদিন ধরে একটি দাড়কাক তাকে সকালের নাস্তা ও রাতের আহার যোগান দিত।

কোনো এক পাহাড়ে তিনি মুনাজাত করতেন ফলে খোদা বেহেশত থেকে অগ্নি বৃষ্টি বর্ষণ করতে। তাঁর নামের অর্থ হলো ‘খোদা নিজেই প্রভু’ তোমরা কি জানো কে এই ব্যক্তি?

বাইবেলের একটি আয়াত তোমাদের সাহায্য করবে প্রশ্নের জবাব দিতে।

প্রথম রাজাবলী ১৭ অধ্যায় ১৩ (এ বইটি পুরাতন নিয়মের শুরুর কাছাকাছি দেখতে পাবে) এ ব্যক্তির নাম রয়েছে যার বিসয়ে আমরা আলোচনা করছি। তোমরা যখন উক্ত ব্যক্তির নাম খুঁজে পাবে তখন আমাদের কাছে পৌছে দিবে আর তোমরাও প্রশ্নের জবাব পেয়ে যাবে।

এ ব্যক্তির বিষয়ে আরো অধিকা কিছু দ্রুত জানতে পাবে।


লোকবল: ভাষ্যকার

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:24 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)