STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 048 (Small man – big cheat)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

48. ক্ষুদে ব্যক্তির মারাত্মক প্রতারণা


(জনভিরের শব্দ)

শক্কেয়: ‘চলো! সরাসরি আমাকে দেখতে দাও!’

লোকজন: ‘এত ধাক্কাধাক্কি কিসের? সকলেই আসতে পারে।’

শক্কেয়: ‘আমি কিছুই দেখতে পাচ্ছি না।’

লোকজন: ‘শান্ত হও, দফা হও।’

সে কিছুই সরাসরি দেখতে পাচ্ছিল না। সকলেই তাকে চিনতো। কিন্তু কেউই তাকে পছন্দ করতো না। তার একটা সুন্দর গৃহ ছিল, আর সব অত্যাধুনিক অভিযাত পোশাক পরিচ্ছদ ছিল। সে অত্যন্ত খাটো ছিল বটে অত্যন্ত ধনি ছিল। সকলে জানতো সে কোনো সৎ পথে এত টাকা উপার্জন করে নি। তার নামের অর্থ হলো ‘নির্দোশ’ আসলে সে ছিল বড়ই দুষ্ট প্রকৃতির লোক, ক্ষুদ্র শক্কেয়।

যেরিখোর কর অফিসের দায়িত্বে সে নিয়োজিত ছিল। যে যা কিছু আমদানি করতো তাকেই সরকারি কর দিতে হতো। শক্কেয় আইনের ধার-ধারতো না। করদাতাদের কাছ থেকে ইচ্ছে মতো সে কর আদায় করতো। তার অফিসের কর্মকর্তা রোমে থাকতো, সেও এ বিষয়ে খেয়াল করতো না তাই শক্কেয়ের যা খুশি তাই করতো। এ উপায়ে ‘নির্দোষ’ ব্যক্তিটি সবচেয়ে অধিক দোষি হয়ে পড়েছিল।

শক্কেয়ের অগণিত অর্থ ছিল কিন্তু কোনো সুখ ছিল না। একদিন যিরিখোতে একটা অসাধারণ ঘটনা ঘটে গেল। মসিহ সেখানে হাজির হলেন। শক্কেয় মসিহকে দেখার ও তার সাতে পরিচিত হবার এমন অপূর্ব সুযোগ হারাতে চাইলেন না, কিন্তু যতই চেষ্টা করলো জনভিরের কারণে সে কিছুতেই দেখতে পারছিল না। তাই সে একটি গাছে উঠলেন, উত্তম চিন্তা অসাধারণ! দ্রুত সে গাছে উঠে গেলেন কত সুন্দরভাবে দৃশ্যাবলি। মসিহ আসলেন! তিনি কাছে আরো কাছে এগিয়ে আসছে। ধারণা করুণ শক্কেয়ের বিস্ময় মসিহ ঠিক উক্ত গাছের নিচে এসে দাঁড়ালেন যে গাছটিতে শক্কেয় চড়ে বসেছে। শক্কেয়ের হৃদস্পন্দন ক্রমেই দ্রুত হতে দ্রুততর হতে লাগলো। মসিহ উপরের দিকে তাকালেন। তিনি তার চোখে চোখ রাখলেন। মসিহ কি করে তাকে চিনতে পারলেন? মসিহ তাকে বললেন:

মসিহ: ‘শক্কেয়, গাছ থেকে দ্রুত নেমে আস। অদ্যই আমি তোমার বাড়িতে যাব।’

মসিহ তাকে যা কিছু বললেন অনতিবিলম্বে সে ঠিকমতো করলেন। সে গাছ থেকে দ্রুত নেমে পড়লেন, আনন্দের সাথে মসিহকে তার বাড়িতে নিয়ে গেলেন। কিন্তু অন্য লোকজন এ দৃশ্যে অসন্তুষ্ট হলো।

লোকজন: ‘মসিহ তার ঘরে যাচ্ছেন? তিনি কি জানতেন না কতবড় দুষ্ট চরিত্রের লোক হলো শক্কেয়?’

অবশ্যই মসিহ সকল ঘটনা জানতেন। যা কিছুই ঘটুক না কেন মসিহ তাকে মহব্বত করেন। শক্কেয় মসিহকে চিনতে পারলেন তাই তাঁর কাছে নিজের সমস্ত পাপ অপরাধের কথা স্বীকার করলেন।

শক্কেয়: ‘প্রভু মসিহ, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, আমার সম্পদের অর্ধেকটা গরীবদের মধ্যে বিলিয়ে দিব, আর যাদের কাছ থেকে আমি চুরি করেছি তাদের আমি চারগুন ফিরিয়ে দেব।’

মসিহ: ‘শক্কেয়, তুমি এখনই নাজাত পেলে। আমি এসেছি যা কিছু হারিয়ে গেছে তাদের খুঁজে নাজাত দান করার জন্য।’

মসিহ আপনার কাছেও আসবেন। আপনার জীবনে তাকে আহ্বান করুন। আর যা কিছু আপনাকে সমস্যায় ফেলে রেখেছে সে সকল তার কাছে খুলে বলুন। তিনি আপনার জীবন সুচারুরূপে চালিয়ে নিবেন।


লোকবল: ভাষ্যকার, শক্কেয়, মসিহ, লোকজন

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 04, 2019, at 04:09 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)