STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 049 (The good shepherd)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

49. উত্তম রাখাল


কিছুক্ষণ পূর্বে আমি বড় রাস্তায় গাড়ি চালাচ্ছিলাম। আমি দেখেছি সুন্দর প্রাসাদীয় গাছের সারি, দ্রাক্ষাক্ষেত্র, প্রশস্ত ময়দান এবং মেষের পালও দেখেছি।

তোমরা কি জানো উক্ত মেষগুলো কেবল তাদের রাখালের আওয়াজ চিনতে পারে, অন্যের কথায় কর্ণপাত করে ন। তোমরা কি জানো মেষগুলো দ্রুত তৃষ্ণার্ত ও ক্লান্ত হয়ে পড়ে আর নিজেদের প্রতিরক্ষা দিতে পারে না?

তোমরা কি জানতে মেষেরপাল নিজেরা খোয়ারে ফিরে যেতে পারে না যেমন ঘোড়া বা কুকুর নিজের স্থান চিনে নিতে পারে মেষের তেমন ক্ষমতা নেই। মেষের অবশ্যই রাখালের প্রয়োজন, রাখালই তাদের প্রতিরক্ষা দিয়ে থাকে এবং ফিরিয়ে নিয়ে যায় আপন খোয়াড়ে। আর আমাদেরও তেমন রাখালের প্রয়োজন অবাধারিত!

যখনই আমি মেষপাল দেখি, তখনই মনে জেগে ওঠে মসিহ যা বলেছেন:

মসিহ: ‘আমি ভালো রাখাল। আমার পালের মেষ আমার ডাক শুনতে পায় এবং আমাকে অনুসরণ করে।’

তিনি ভালো রাখাল আর আমরা হলাম তাঁর মেষপাল। মসিহ একটা গল্প বলেছেন এ বিষয়ে!

(মেষপালের শব্দ)

মসিহ: ‘কোনো এক রাখালের ১০০মেষ ছিল। সে সবুজ ঘাসের মাঠে তাদের চরান আর পরিষ্কার চলমান রােতধারার কাছে নিয়ে জল পান করান। বন্য পশু যখন আসে সে তাৎক্ষণিক বিপদ দেখতে পায় সাথে সাথে ছুটে গিয়ে পাল রক্ষা করে। তার উপস্থিতিতে পাল রক্ষা পায়, তাই রাখালের কাছে পিঠে তারা থাকে। তারা ভালোভাবেই বেড়ে ওঠে। বিকেল বেলা রাখাল পাল পরিচালনা করে খোয়াড়ে নিয়ে যায়, গণনা করে দেখে সবগুলো ঠিকমতো উপস্থিত আছে কিনা: ৯৭, ৯৮। কেবলমাত্র ৯৯? একটি মেষ খোয়া গেছে! এটা নিজের পথে চলে গেছে আর অবশ্যই খোয়া গেছে, নিঃসহায়, ক্লান্ত, আর কোথায় বসে সাহায্যের জন্য চিৎকার করে ফিরছে! স্বরণ করো পালক হারা মেষ অবশ্যই হারিয়ে যাওয়া। রাখালরা হারানো মেষটি সদা খুঁজে ফিরছে ঝোপ-ঝাড়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত তা খুঁজে না পায়। যখন হারানোটি খুঁজে পায় তখন আনন্দে তাকে আপন কাঁধে তুলে খোয়াড়ে ফিরে আসে। এবার মেষটি সংরক্ষিত এবং যত্নে রয়েছে।

‘রাখাল তার বন্ধুদের কাছে বলে বেড়ায়’

আমার সাথে আনন্দ করো কেননা আমার হারিয়ে যাওয়া মেষটি আবার ফিরে পেয়েছি।

একটি মাত্র মেষও রাখালের কাছে বড়ই গুরুত্বপূর্ণ। সে তা খুঁজেছে এবং শেষতক ফিরে পেয়েছে। সে তাকে বড়ই ভালোবাসে।’

মসিহ হলেন উত্তম রাখাল।

তুমি কি তার গলার আওয়াজ শুনতে পাও?

তুমি কি তাকে অনুসরণ করো?

মসিহের সাথে তোমরা সুরক্ষিত। আমাদের যা কিছু প্রয়োজন তা তিনি দিয়ে থাকেন। তিনি সদা-সর্বদা আমাদের সাথে রয়েছে উপস্থিত, কখনোই আমাদের একাকি ফেলে যান না, বিশেষ করে আমরা যখন সমস্যার মধ্যে পতিত হই। এইসব সত্ত্বেও বহুজন তাকে ছেড়ে আপনা আপন পথে চলতে থাকে আর পরিশেষে বিপন্ন হয়ে পড়ে।

তোমরা কি অনুমান করতে পারো কেন তারা এমন করে?


লোকবল: ভাষ্যকার, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 08:51 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)