Home -- Bengali -- Perform a PLAY -- 104 (Pharaoh is obstinate 4)
104. শক্তগ্রীব ফেরাউন-৪
হারুনঃ ‘মূসা, একি তুমি? সালাম জানাই!’
মূসাঃ ‘হারুন, আমি বিশ্বাস করতেই পারছিনা! বিগত চল্লিশটি বৎসর ধরে আমরা কেউ কাউকে দেখিনি।’
এক ভাই আর এক ভাইকে বুকে জড়িয়ে ধরলেন। তাদের আনন্দ অপ্রত্যাশিত অফুরন্ত। খোদা তাদের দিয়ে কিছু একটা কাজ করাতে চান।
ইস্রায়েল জাতিকে মিশরিয়দের কবল থেকে মুক্ত করার নেতৃত্ব ও পরিচালনা দান মূসাকে করতে হবে। আর তাঁর ভাই একাজে তাকে সাহায্য করবে। তাদের দুজনকেই ফেরাউনের কাছে যেতে হবে, আর ফেরাউন হলো হিংস্র একনায়ক আর এ কাজ সম্পন্ন করা জন্য চাই তাদের প্রচুর সাহস।
মূসাঃ ‘রাজা ফেরাউন, ইস্রায়েল জাতির প্রভু খোদা আপনার কাছে বার্তা পাঠিয়েছেন; আমার লোকদের মুক্তি দিন।’
ফেরাউনঃ ‘প্রভু? কে সেই প্রভু? আমি তাকে চিনি না। আর আমার আদৌ কোনো পরিকল্পনা নেই ইস্রায়েলিদের মুক্তি দেবার বিষয়ে। এখান থেকে বেরিয়ে যাও!’
ফেরাউন খোদার কথা শুনতে আগ্রহী ছিলেন না।
ফেরাউনঃ ‘হে অলস জাতি! তোমরা কাজে ফিরে যাও। ইট তৈরির জন্য আর কোনো খড় পাবে না। নিজেদের চেষ্টা নিজেরা করো। তবে আগের মতো একই পরিমানে তোমাদের ইটা তৈরি করতে হবে।‘
অসাধ্য! বর্তমানে সবকিছু আগের চেয়ে অধিক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইস্রায়েলিয়রা মূসাকে গালমন্দ করেছে। মূসা প্রার্থনা শুরু করলেন।
মূসাঃ ‘প্রভু, কেন তুমি আমাকে ফেরাউনের কাছে প্রেরণ করেছো? ফলে সবকিছু পূর্বের চেয়ে অধিক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তোমার লোকদের মুক্ত করার জন্য তুমি কিছুই করলে না।’
খোদা কথা বললেনঃ ‘তুমি শিঘ্রই দেখতে পাবে, ফেরাউনের সাথে আমি কি আচরণ করতে যাচ্ছি। আমি যে প্রতিজ্ঞা করেছি আমি তা বাস্তবায়ন করে তবে ছাড়ব। আমি তোমাদের মুক্ত করবো।’
খোদা মিশরিয়দের উপর অনেক ধরনের শাস্তির ব্যবস্থা করলেন।
বালকঃ ‘একবার নদীর সব পানি রক্তে পরিণত করলেন। কিন্তু ফেরাউন তখনও বিশ্বাস করলো না।’
বালিকাঃ ‘ঠিক, তারপর ভেক দিয়ে গোটা দেশ ঢেকে দিল, অর্থাৎ ব্যাংয়ের উৎপাতে দেশবাসি অস্থির হয়ে উঠলো। ওগুলো ফেরাউনের বিছানার মধ্যেও চলে গেল।’
বালকঃ ‘তারপর মারাত্মক শিলা বৃষ্টি ক্ষেতের সকল ফসল ধ্বংস করে ছাড়লো।’
বালিকাঃ ‘একটানা তিনদিন ধরে গোটা দেশ অন্ধকারাচ্ছন্ন ছিল। তবু এসকল কুদরতের দ্বারা ফেরাউনের মন গললো না। সে একরোখাই রয়ে গেল।’
বালকঃ ‘মজার বিষয় এই, এসকল ব্যাধি ইস্রায়েলের একজনকেও আদৌ আঘাত করলো না।’
তারপর খোদা সবচেয়ে কঠিন শাস্তির বিষয়ে ঘোষণা করলেন।
খোদা বললেনঃ ‘আর একটা কঠিন শাস্তি ফেরাউন ও মিশরের উপরে নেমে আসবে। তখন তোমরা মুক্ত হবে।’
শেষবারের মতো মূসা ফেরাউনের কাছে গেলেন।
মূসাঃ ‘আজ রাতে খোদা মিশরের মধ্য দিয়ে অতিক্রম করবেন, যার ফলে প্রত্যেক পরিবারের প্রথম সন্তান মারা যাবে। এমন কি তোমার পুত্রও। তখন তুমি স্বীকার করবে ইস্রায়েলিয়েরা জীবন্ত খোদার আরাধনা করে।’
ফেরাউন কি শেষ পর্যন্ত এ সত্যটি স্বীকার করবে? পরবর্তী নাটকে তোমরা জানতে পারবে।
লোকবলঃ ভাষ্যকার, মূসা, হারুন, ফেরাউন, খোদা, বালক, বালিকা
© Copyright: CEF Germany