Home -- Bengali -- Perform a PLAY -- 006 (9 to 1)
6. নবম থেকে একক পর্যন্ত
সাহাবীগণ প্রভু মসিহের সাথে সুদীর্ঘ পথ হেটে গিয়েছেন। আপনি যখন কিতাবুল মোকাদ্দস পাঠ করেন তখন আপনিও তাদের সাথে গোটা ইস্রায়েল ভ্রমণ করতে পারেন। সাহাবিগণ বিশেষ অধিকারে পষ্ট ছিলেন; তারা মসিহের সাথে ছিলেন যখন মসিহ রোগীদের সুস্থ করতেন, যখন তিনি তাঁর বেহেশতি পিতার কাছে মুনাজাত করতেন, যখন তিনি কেবল মুখের কথায় সাগরের ঝড় থামিয়ে দিয়েছিলেন।
লুকের বর্ণীত মসিহের সুসমাচারে দেখতে পাবেন মসিহ ধুলি ধুসরিত পথে সাহাবিদের সংগে নিয়ে হেটে পৌছালেন সমরিয়া ও গালীলের মাঝে ক্ষুদ্র একটি শহরে।
চর্মরোগী: ‘মসিহ, প্রভু, আমাদের সুস্থ করুন!’
দশজন চর্মরোগী যারা মসিহকে চিনতে পেরেছিলেন। সাহাবিরা যখন তাদের কাছে পৌছালেন তখন তারা বুঝতে পারলো যে এ দশ জন চর্মরোগী। কুষ্ঠ ছিল ভিষণ ছোঁয়াছে রোগ যা শুরু হয় চামড়ার উপর ফোড়ার আকারে যা চরমভাবে পুরো দেহ খেয়ে ফেলে। কুষ্ঠ রোগীদের সমাজ থেকে বাহির করে দেয়া হতো। তাদের বাস করতে হতো কোনো গুহায় অথবা খোলা ময়দানে জন সমখ্য থেকে দূরে, ধরা ছোয়ার বাইরে। সকলেই তাদের এড়িয়ে চলতো। কিন্তু মসিহ তাদের এড়িয়ে গেলেন না।
কুষ্ঠরোগী: ‘মসিহ, আমাদের সাহায্য করুন!’
মসিহ: ‘ইমামদের কাছে যাও। তিনি যেন তোমাদের দেখতে পারেন।’
এ বাক্যের মাধ্যমে মসিহ লোকদের এমন একজন ব্যক্তির কাছে পাঠালেন যিনি জামাতের ইমামের দায়িত্বে রয়েছে নিবেদিত, তাছাড়া চিকিৎসার দায়িত্বেও রয়েছে তার হাতে। কেবলমাত্র ইমামের দায়িত্ব ছিল এ সকল লোকদের নিরোগ ও সুস্বাস্থ্যের সনদপত্র লিখে দেবার।
সাথে সাথে দশ জন যথাযথ যেতে শুরু করলো। যখন তারা হেটে যাচ্ছিলেন তারা বুঝতে পারলেন:
চর্মরোগী: ‘আমরা সুস্থ হয়ে গেছি! আমাদের চামড়া পূর্বের মতো সুস্থ হয়ে ওঠেছে!’
তাদের মধ্যে একজন পিছু ফিরে মসিহের পানে ছুটে গেলেন। সে তাঁর কাছে গিয়ে প্রার্থনায় বসলেন।
চর্মরোগী: ‘প্রভু আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাকে পুনরায় সুস্থ করে তোলার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ!’
মসিহ উক্ত উৎফুল্ল লোকটির দিকে তাকিয়ে হতবুদ্ধিকর প্রশ্ন রাখলেন:
মসিহ: ‘দশ জনই কি সুস্থ হয় নাই? বাকি ৯ জন তবে কোথায়? কেবলমাত্র একজনই ধন্যবাদ দিতে আমার কাছে ফিরে আসলো?’
হ্যা, মাত্র একজন! একজনই ছিলো কৃতজ্ঞ।
আপনি কি? আজ মসিহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার মতো আপনার কোনো বিষয় আছে কি?
লোকবল: ভাষ্যকার, বর্ণনাকারী, ২জন চর্মরোগী, মসিহ
© Copyright: CEF Germany