STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 058 (God puts everything right 6)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

58. খোদা সবকিছু সঠিকভাবে করেন-৬


কি চমৎকার একটি দিন! ইউসুফের ভাইয়েরা দ্বিতীয়বারের মতো মিশরে ফিরে আসলো শষ্য ক্রয় করার জন্য। তারা জানতোনা যে তাদের ভাই মিশরের সহকারী প্রশাসক পদে অভিষিক্ত রয়েছেন, যাকে তারা মাত্র বিশটি রৌপ্য মুদ্রার বিনিময়ে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিয়েছিল, যার মুল কারণ ছিল তাদের অন্তরের প্রতিহিংসা।

ইউসুফ এক ভোজের ব্যবস্থা করলেন। সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে ভোজের ব্যবস্থাটি করলেন। আশ্চর্য, ভাইয়েরা অবাক হলো ও চিন্তা করতে লাগলো। তারা তো মহাখুশি হলো যখন পরিপূর্ণ বস্তা নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলো। কিন্তু তারা বেশি দূর যেতে পারলোনা।

সেবক: ‘দাড়াও! এক পাও নড়বে না! তোমরা আমার প্রভুর রৌপ্যের পানপাত্র চুরি করেছো!’

ভাইয়েরা: ‘না, না, আমরা কিছুই চুরি করি না। আপনি খুঁজে দেখুন।’

সেবক সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখলো। প্রত্যেকটি বস্তা দেখার পরে সর্বশেষ বস্তা ছিল বেঞ্জামিনের।

সেবক: ‘চোর পাওয়া গেছে। সকলে ফিরে গেল। তুমি এখানে ক্রিতদাস হিসেবে থাকবে।’

তাদেরকে ইউসুফের সম্মুখে হাজির করা হলো। ভিত প্রকম্মিত, তারা সকলে উবুর হয়ে তাকে সম্মান দেখালো। তিনি কাওকে হুকুম করেছিলেন রূপার পানপাত্র কোনো একটা বস্তার মধ্যে গুঁজে রাখার জন্য উদ্দেশ্য ছিল, ভাইদের পরীক্ষা করা। তারা কি এখন পর্যন্ত খারাপ মনোভাবপন্ন না তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে তা দেখার জন্য। ইউসুফ কঠোরভাবে তাদের শাসালেন।

ইউসুফ: ‘তোমরা একাজ করলে কেন? যে চুরি করেছে সে এখানে আমার ক্রীতদাস হিসেবে থাকবে।’

তারপর যিহুদা মুখ খুললেন:

ভাই: ‘অনুগ্রহপূর্বক বেঞ্জামিনকে মুক্তি দিন আর তার পরিবর্তে আমাকে ক্রীতদাস হিসেবে রেখে দিন। নতুবা আমাদের পিতা শোকে মারা যাবেন।’

ভাইয়েরা সকলে ঐক্যমত্যে রাজি হলো। তারপর ইউসুফ নিজেকে তাদের কাছে প্রকাশ করলেন।

ইউসুফ: ‘তোমরা কি আমাকে চিনতে পার নি? আমি ইউসুফ, তোমাদের ভাই।’

তারা সকলে বাকরুদ্ধ হয়ে গেল। ইউসুফ আনন্দাশ্রুতে বিগলিত হয়ে গেলেন, তাদেরকে জড়িয়ে ধরলেন।

ইউসুফ: ‘খোদা আমাকে মিশরে পাঠিয়েছেন যেন তোমরা বাঁচতে পারো। তোমরা বাড়িতে গিয়ে বাবাকে নিয়ে আসো এবং তোমাদের পরিবারের সকলকে এখানে নিয়ে আসো। আরো পাঁচ বৎসর ক্ষরা থাকবে, আমি তোমাদের দেখভাল করবো।’

বাড়িতে নিয়ে যাবার জন্য তিনি তাদের অনেক উপহার সামগ্রী দিলেন।

তাদের পিতা আনন্দে উদ্বেলিত উচ্ছসিত হলেন যখন শুনতে পেলেন যে তারপুত্র ইউসুফ অদ্যাবধি বেঁচে আছে। তার অল্পদিন পরে পরিবারের ৭০জন সদস্য তল্পিতল্পাসহ মিশরে অভিজাত এলাকার উদ্দেশ্যে রওয়ানা হলো। কি যে আনন্দের উৎসব! বিশ বৎসর পরে ইউসুফ তার পিতার সাথে দেখা করলেন। খোদা সবকিছু সুন্দর করে দিলেন। পরিশেষে ভাইয়েরা তাদের দুষ্টক্রিয়ার কথা স্বীকার করলো।

ভাই: ‘ইউসুফ দয়াকরে আমাদের ক্ষমা করো কেননা তোমার প্রতি আমরা জুলুম করেছি। আমরা বড়ই দুঃখিত ও লজ্জিত।’

ইউসুফ: ‘আমি তোমাদের ক্ষমা করেছি। তোমরা আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু খোদা তা কল্যাণে পরিণত করে দিয়েছেন।’

খোদা সবকিছু পরিবর্তন করে মানুষের কল্যাণ বয়ে আনেন! তাঁর পরিকল্পনা হলো মানুষ যেন জীবিত থাকে।


লোকবল: ভাষ্যকার, সেবক, ইউসুফ, ভাইগণ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 11, 2019, at 07:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)