Home -- Bengali -- Perform a PLAY -- 052 (Without a schedule to Hawaii)
52. পরিকল্পনা ছাড়াই হাওয়াই
তোমরা কি খেয়াল করেছো, যাযাবর পাখীগুলো কোথাও উড়ে যাবার পূর্বে কিভাবে বিদ্যুত প্রবাহি তারের উপর জড়ো হয়? যদি তাদের শরীরে ছারাপোকা থাকে তবে কেমন হতে পারে?
প্রতি বৎসর সমুদ্র উপরিভাগে উড়ে চলা ওসাইন পাখী, সোয়ালোজ ও মানিকজোড় হাজার হাজার যাযাবর পাখী দক্ষিনাঞ্চলে অন্ততঃ কয়েকদিনের পথ উড়ে যায়। কে তাদেরকে জানান দেয় তাদের সময় হয়ে গেছে পাততারি গুটাবার? তাদের স্রষ্টা খোদা নিজেই তাদের সবকিছু জ্ঞাপন করেন।
তারা তাদের মনিবের সম্মান রাখে তাছাড়া বাধ্যগত বিধায় তাঁর নির্দেশনা মেনে চলে, ফলে তাদের জীবন রক্ষা পায়। কতিপয় পাখী ৬০০০ মাইল পর্যন্ত উড়ে যায় আবার বসন্তের কালে ঠিকমতো পথ চিনে আপন কুলায় ফিরে আসে। এটা কি মাহকুদরতের বিষয় নয়?
তোমরা কি আমেরিকার সোনালি রংয়ের পাইপার দেখেছো? তারা আলাস্কায় বাস করে, যে স্থান শতভাগ শুকিয়ে যায় না। ২৬দিন ডিমে তা দেবার পরে উম পেয়ে বাচ্চা ফুটে বাহির হয়। লাল টকজাম ও মোটা সুয়াপোকা খাদ্য হিসেবে তাদের খুবই পছন্দ। ওগুলো বড়জোড় কবুতরের মতো বড় হয়, আর পালকগুলো চকচকে সোনালি সবুজ আভায় রূপ নেয়। খুব ভালো হাটতে পারে না, কিন্তু উড়ে চলতে পারে ভালো ভাবেই। এটা ওর জন্য সুবিধে জনক কেননা ওরা শীত কালটা কাটিয়ে দেয় হাওয়াই দ্বীপুুঞ্জে। যার অর্থ এ বিষয়টি প্রমাণিত ৮৮ ঘণ্টা একটানা উড়ে চলে ওরা।
ভাষ্যকারঃ বৈজ্ঞানিকদের দৃষ্টিতে ওদের একটানা উড়ে চলা রহস্যাবৃত বিষয়। তার উড়ে যাবার পূর্বে তাকে শরীরের ওজন অর্ধেকটা কমাতে হয়। চিন্তা করে দেখুন, তেমনটা যদি আপনার ক্ষেত্রে ঘটে তবে কেমন হবে। উড়ে চলার সময় তার ডানা উঠানামা করে ২৫০০০০ বার। আপনি কি বিশ্রাম না নিয়ে এভাবে ডানা উচু নিচু করতে পারেন? পাখীদের শরীরে যদি গতি মাপযন্ত্র বসানো থাকতো তবে বুঝা যেতো ওদের চলার গতি ঘণ্টায় ৩১ মাইল।
আমেরিকান সোনালি পাইপার ওজনে ০.৭ পাউন্ড আর উড়ে চলার সময় ০.৬% শক্তি ক্ষয় হয় অর্থাৎ ওজন হারায়। ক্যালকুলেটরের হিসেব অনুযায়ী এতটা শক্তি ক্ষয় হওয়াতে পাখিগুলো গন্তব্যে পৌছাবার ৫০০ মাইল পূর্বেই ক্লান্ত হয়ে সাগরে পতিত হবার কথা। কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না কারণ পাখীগুলো ইংরেজি বর্ণমালার ভি অক্ষরের মতো উড়তে থাকে এবং ঘুরে যায় ফলে তারা শক্তি ক্ষয়ের হাত থেকে বেঁচে যায়।
সোনালি পাইপার নামক পাখীগুলো তাদের মধ্যে দেয়া খোদাদত্ত নির্দেশিত নিয়ম মেনে চলে। দিক-নির্দেশনা যন্ত্র ও উড়বার পরিকল্পনা ছাড়াই রাতে অন্ধকারে ও মেঘের মধ্য দিয়ে অনায়াসে চলতে থাকে। হাওয়াই দ্বীপে কোনো পাখীর সাবক দেখা যায় না, তারা বিশাল মহাসাগরের মধ্যে ছোট ছোট দ্বীপ খুঁজে বেড়ায়। এটা কোনো ঘটনার সন্নিপাত নয়। ওগুলো খোদার সুচিন্তিত সুন্দর পরিকল্পনা অনুসরণ করে চলে আর খোদার প্রশংসা সুচক গান গেয়ে থাকে।
আমাদেরও কি খোদার প্রশংসা করা উচিত নয়? আমাদের খোদা প্রদত্ত নির্দেশনা হলো পবিত্র বাইবেল। যে কেউ তা অনুসরণ করে চলে সে অবশ্যই লক্ষ্যবিন্দুতে পৌছাতে পারবে।
লোকবলঃ ভাষ্যকার, বর্ণনাকারী
© Copyright: CEF Germany