STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 051 (Two gifts)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

51. দুইটি উপহার


১ম দোস্ত: ‘আমাদের দোস্ত যে কিভাবে রয়েছে তা কি তুমি জানো?’

২য় দোস্ত: ‘অল্প অল্প।’

১ম দোস্ত: ‘এটা হতাশাজনক, একটুও নড়াচড়া করতে পারে না, দিনরাত কেবল সুয়ে সুয়ে কাটায়।’

২য় দোস্ত: ‘তার জন্য আমার দুঃখ হয়।’

১ম দোস্ত: ‘তাকে মসিহের কাছে নেয়া উচিৎ। তিনি বর্তমানে কপরনায়ুমে আছেন। তিনি তাকে সুস্থ করতে পারবেন।’

এরাই হলো আন্তরিক দোস্ত। তারা তাদের খোড়া বন্ধুকে এড়িয়ে না গিয়ে তার মাদুরসহ তারা তাকে বহন করে চললো মসিহের কাছে। দুর্ভাগ্যবশতঃ তারা একটু দেরি করে ফেলেছেন। যে গৃহে মসিহ ধর্মিয় বাণী প্রচার করে চলছিলেন, ইতোমধ্যে সে ঘরখানা লোকে কানায় কানায় পূর্ণ হয়ে পড়েছিল, এমনকি ঘরের দরজার কাছেও ছিল লোকের চরম ভিড়। দরজার মধ্য দিয়ে ভিতরে মসিহের কাছে পৌছানো ছিল সম্পূর্ণ অসম্ভব ব্যাপার। প্রত্যেকে মসিহের বাণী শুনছিলেন। খোদার বিষয়ে তিনি যেভাবে শিক্ষা দিচ্ছিলেন তার মত করে আর কেউ খোদার কালামের ব্যাখ্যা দিতে পারতেন না।

২য় দোস্ত: ‘আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ছাদে যাওয়ার সিড়ি দেখতে পাচ্ছো?’

১ম দোস্ত: ‘আমি বুঝতে পেরেছি তুমি কি নিয়ে ভাবছো, চলো এই বুদ্ধি কাজে লাগাই, উপরে যাই!’

সমতল ছাদে অতি সাবধানে তারা তাদের বন্ধুকে নিয়ে হলো উপস্থিত। মাটির ছাদ কেটে একটি খোলা স্থান করে মাদুর সহ খোড়া ব্যাক্তিটিকে সোজাসুজি মসিহের সামনে নামিয়ে দিল। তিনি কি তাকে সাহায্য করবেন?

মসিহ বন্ধুদের দিকে তাকালেন। তিনি তাদের বিশ্বাসের গভীরতা দেখলেন, তাই তিনি খোড়া লোকটিকে বললেন:

মসিহ: ‘তোমার পাপ মাফ করা হলো।’

মসিহ তাকে ক্ষমা করলেন। কেউ এ বিষয়টি চিন্তাও করতে পারে নি। কেউ বা ভাবতে ছিল কি করে সে পাপ ক্ষমা করতে পারে? কেবলমাত্র খোদাই তো আমাদের পাপ ক্ষমা করার ক্ষমতা রাখেন।

তারা কি তখনও বুঝতে পারে নি যে মসিহ খোদার পুত্র আর তাঁর পক্ষেই পাপ ক্ষমা করার অধিকার রয়েছে? তারা যে মনে মনে এমন কথা ভাবতেছিল তা মসিহ জানতেন।

মসিহ: ‘তোমরা মনে মনে কি নিয়ে ভাবতেছো? কোন কথাটা বলা সহজ: তোমার পাপ ক্ষমা করা হলো, না উঠে দাড়াও নিজের মাদুর তুলে নিয়ে হেটে চলো? তোমরা দেখতে পারবে আমি সবই করতে পারি।’

তারপর মসিহ খোড়া ব্যক্তিটিকে বললেন:

মসিহ: ‘আমি তোমাকে হুকুম দিচ্ছি, উঠে দাড়াও? তোমার মাদুর গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাও।’

কেউ নড়াচড়া পর্যন্ত করলো না। তখন খোড়া লোকটি চলতে আরম্ভ করলো! সে উঠে দাড়ালো, তার মাদুর গুটিয়ে জড়ো করলো, তারপর চলতে শুরু করলো। মসিহ তাকে সুস্থ করে তুললেন। এ কাজ দেখে সকলে খোদার গৌরব করতে লাগলেন। আশ্চর্য হয়ে তারা বললেন:

লোকজন: ‘ইতোপূর্বে এমন আশ্চর্য ঘটনা আমরা কখনো ঘটতে দেখিনি!’

প্রচুর আশির্বাদ পেয়ে একজন বাড়ি ফিরে গেল। যে দু’টি উপহার মসিহ খোড়া লোকটিকে দিলেন সে দুটি কি কি? আমাদের কাছে লিখলে আমরা জবাব দিব।

সবসময় মনে রাখবে: মসিহ তোমাদেরও আশির্বাদ করতে চান!


লোকবল: ভাষ্যকার, দুইজন দোস্ত, মসিহ ও জনতা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 07:13 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)