STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 053 (Envy has terrible consequences 1)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

53. হিংসার মারাত্মক প্রতিফল-১


তোমাদের কি ভাই-বোন আছে? তোমরা কি সদাসর্বদা শান্তিতে সহ-অবস্থান করো না মাঝে মধ্যে একে অপরের প্রতি অসদাচরণ করে থাকো? আসলে আমরা একে অপরের কাছ থেকে অনেক শিক্ষা লাভ করে থাকি। ইয়াকুবের পরিবারে তারা এমন শিক্ষা পান নি। তাদের ঘটনাবলি বাইবেলে রয়েছে লিপিবদ্ধ। কল্পনা করো ১২ ভাইয়ের অবস্থান ছিলো একই পরিবারে। তাদের মধ্যে অনেক ঘটনাই ঘটেছিল!

১ম ভাই: ‘আমার যথেষ্ট হয়েছে। ইউসুফ সব সময় ভালো ভালো জিনিসটিই পেয়ে যায়।’

২য় ভাই: ‘গা-জ্বালানো বীজটি যেকোনো ভাবে পালাতে পারে।’

১ম ভাই: ‘আমরা কঠোর পরিশ্রম করি আর সে যা কিছু চায় পিতা তাকে তাই দিয়ে দেয়।’

২য় ভাই: ‘তাতেই তো ছোকরা নষ্ট হয়েছে! তুমি কি দেখেছো নতুন কোর্তাটা তাকে দেয়া হয়েছে?’

১ম ভাই: ‘পিতা তাকে অত্যাধিক মহব্বত করেন যতোটা না তিনি আমাদের ভালোবাসেন। আসলে এটা ঠিক নয়!’

ভাইয়েরা তার উপর ঈর্ষাকাতর হলো। তোমরা কি কখনো এমনভাবে চিন্তা করেছো যেমনটা তারা করেছে? আমাদের হৃদয়ে জন্ম নেয়া হিংসার কুফল বড়ই খারাপ। এটাকে আগাছার সাথে তুলনা করা চলে যার মধ্য দিয়ে খারাপ চরিত্র প্রস্ফুটিত হয়; পরশ্রীকাতরতা, ঘৃণা, ঝগড়া ও মারামারি।

আমি নিজের মধ্য দিয়ে বুঝতে পারি, এমন অবস্থায় দ্রুত মসিহের সাথে পরামর্শ করা অত্যাবশ্যক, আর তাকে সনির্বন্ধ অনুরোধ জানাতে হবে, আমরা হৃদয় থেকে হিংসার বীজ মুলোৎপাটন করার জন্য।

ইউসুফের ভাইয়েরা হিংসাকাতর অবস্থায় তেমনটি করে নি; খোদার কাছ থেকে ক্ষমাও মাগে নি। সে কারণে তাদের হিংসার অনল উত্তরোত্তর বেড়েই চললো। তারা ইউসুফকে ঘৃণা করতে থাকলো, আর এমনভাবে আচরণ করতো যেন তার কোনো অস্তিত্বই সেখানে থাকতে নেই। তাতে ইউসুফ বড়ই দুঃখ ও মনোকষ্ট পেল, তার মনে হলো নিজ পরিবারে সে যেন একটা অপরিচিত কোনো অভাগা, তার উপরে তাকে নিয়ে তারা তামাশা করতো। কিন্তু তিনি তাদের প্রতি নিকৃষ্ট আচরণ করেন নাই। খোদা তাকে প্রচুর শক্তি দান করলেন ঐ সকল নিষ্ঠুর আচরণ সহ্য করবার জন্য। খোদা স্বপ্নযোগে ইউসুফের সাথে কথা বললেন। পরের দিন সকালে তার স্বপ্নের খবর তাঁর ভাইদের কাছে বলে দিল।

ইউসুফ: ‘আমি একটা স্বপ্ন দেখেছি। আমি দেখলাম, আমরা ক্ষেতে কেটে রাখা শস্যের আঁটিটা সোজা হয়ে উঠে দাঁড়ালো। তারপর তোমাদের আঁটিগুলো আমার আঁটিটাকে ঘিরে দাঁড়িয়ে মাটিতে উবুর হয়ে সম্মান দেখাল।’

১ম ভ্রাতা: ‘এর দ্বারা তুমি কি বুঝাতে চাও? তুমি কি আমাদের উপর রাজা হতে চাচ্ছ?’

ইউসুফ: ‘তারপরে আমি স্বপ্নে দেখলাম, সূর্য, চন্দ্র আর ১১টি তারকা আমাকে উবুর হয়ে সম্মান দেখালো।’

২য় ভ্রাতা: ‘চুপ করো স্বপ্নদ্রষ্টা। তুমি নিজেকে অনেক উঁচুতে তুলে ফেলেছো।’

খোদা স্বপ্নযোগে ইউসুফকে যা কিছু দেখিয়েছেন সে বিষয়ে যদি তার ভাইদের কাছে খুলে না বলতেন তবে ভালো ছিল। কেননা তারপর থেকে তার ভাইয়েরা আরও বেশি করে হিংসা ও ঘৃণা করতে শুরু করলো। তারা এমনও ভাবতে লাগলো যে ইউসুফের মৃত্যু হওয়া দরকার। তার আর বেঁচে থাকা উচিত হবে না। তোমরা কি খেয়াল করেছো হিংসার ফল কতোটা মারাত্মক আকার ধারণ করতে পারে?

এমন কি ইউসুফের পিতা তাকে মন্দ বললো। তবে ইউসুফের স্বপ্নের কথা তিনি ভুলে যান নি।

এ সকলের অর্থ কি হতে পারে?

পরবর্তি নাটকে এ বিষয়ে আরো জানাতে পারবে।


লোকবল: ভাষ্যকার, ইউসুফ, দুই ভাই

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 07:29 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)