Home -- Bengali -- Perform a PLAY -- 023 (Peter starts again 8)
23. পিতরের পুনরায় যাত্রা-৮
বালক: ‘পিতরের কি হয়েছে?’
বালিকা: ‘সত্যিকারভাবে আজ তাকে সম্পূর্ণ নতুন মনে হচ্ছে।’
বালক: ‘অন্যান্য দিনের মতো আজ সে কোনো কৌতুক করছে না।’
বালিকা: ‘আর সে সম্পূর্ণ শান্ত হয়ে গেছে।’
পিতরকে দারুন শোকার্ত দেখাচ্ছিল। তিনি যেন পিঠে অদৃশ্য কোনো বোঝা বয়ে চলছিলেন, অদৃশ্য বোঝা, অত্যন্ত ভারি বোঝা। উক্ত ব্যাগের মধ্যে এতটা ভারি কি হতে পারে? এ বিষয়ে তিনি কখনো কিছুই বলেন নি।
আশ্চর্য, সে যখন সান্ডেস্কুলে ছিল তখন তার পিঠের ঝোলানো ব্যাগের ভারে নূব্জ্য মনে হতো। পিতর জানতো এই ভারি বোঝা বহন করে সে কখনো খোদাকে সন্তুষ্ট করতে পারবে না। ভিষণ উদ্বেগাকুল অবস্থায় বাড়ি ফিরে গেল। সে নিজেকে একাকি রাখতে চাইল, তাই সোজা নিজের কক্ষ্যে ঢুকে পড়লো।
তার প্রধান চিন্তা হলো উক্ত ভারি বোঝা যা তাকে নিয়ত বহন করতে হচ্ছে, আর তাই তাকে ঘিরে ধরলো।
ক্স যে মালটি স্টোর থেকে সে চুরি করেছে
ক্স মায়ের টাকার থকে থেকে যে টাকা চুরি করছে
ক্স লোকদের হাসাবার জন্য সে যে মিথ্যা ও নোংড়া তামাশা করেছে
পিতর চিন্তা করলো, এভাবে চলতে পারে না। বাইবেলের গল্পের মাধ্যমে সে জানতে পেরেছে, মসিহ সবকিছু নতুন করে গড়তে পারেন।
নতুনভাবে যাত্রা, পিতর যা আকাঙ্খা করে, আর সে কারণেই সে এমনকিছু করলো যা ইতোপূর্বে আর কখনোই করেনি। সে প্রার্থনায় বসলো। আন্তরিকতা নিয়ে বিনয়ের সাথে সে মসিহের কাছে প্রকাশ করলো, সবকিছুর জন্য কতোটা দুখার্ত ও লজ্জিত হয়েছে। সে এমন একজনের সাথে কথা বলেছে যাকে আমরা দেখতে পাই না, কিন্তু তিনি সবসময় আমাদের সাথে থাকেন আর আমাদের প্রতিটি কথা শোনেন।
পিতর: ‘প্রভু মসিহ, তোমাকে ধন্যবাদ দেই আমার সমস্ত ঘটনা জেনেও তুমি আমাকে কতইনা মহব্বত করে থাকো। আমি যে সকল মিথ্যাচার করেছি এবং আমি চুরি করেছি ও অশ্রাব্যভাষা বলেছি সে জন্য আমাকে ক্ষমা করো। আমার হৃদয় পূতপবিত্র করো, আমার হৃদয়ে আস এবং আমার প্রভু হয়ে দাঁড়াও। আমিন।’
তার প্রার্থনার পরে পিতর খুবই হালকা হয়ে উঠলো কারণ তার প্রার্থনার জবাব দিলেন মসিহ তিন প্রকারে এবং সাথে সাথে, আনন্দে পিতর তা বললো:
পিতর: ‘তোমাকে ধন্যবাদ, প্রভু মসিহ, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আর সদাসর্বদা আমার সঙ্গে সঙ্গে থাকবে।’
অন্যরা পিতরের জীবনের প্রচুর পরিবর্তন দেখতে পেল। এই পরিবর্তনের কারণ সে তাদের কাছে প্রকাশ করলো। অনেকে তার সাথে তামাশা করলো তবুও পরিবর্তনের মূল বিষয় তাদের কাছে খুলে বললো।
এই ধরণের বোঝা তোমার পিঠে চেপে আছে কি? আমি জানি না কি এমন বোঝা তোমাকে চেপে ধরে আছে, তবে আমি জানি মসিহের কাছে তুমি তোমার বোঝার বিষয়ে ও অন্যান্য বিষয়াদি খুলে বলতে পারো। পিতর যেভাবে প্রার্থনা ও পাপ স্বীকার করেছে তুমিও তেমনভাবে প্রার্থনা করতে পারো।
যদি তুমি তেমন প্রার্থনা করো, তবে তোমার কাছ থেকে শুনতে আনন্দ বোধ করবো।
লোকবল: ভাষ্যকার, দুটি বালক, পিতর
© Copyright: CEF Germany