STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 024 (Very good)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

24. উত্তম


পঞ্চম শ্রেণির সকলের মধ্যে একটা চমক কাজ করে। শিক্ষক তাদের অংকের পরিক্ষা নিতে চাইলেন। কতিপয় প্রশস্তির নিঃশ্বাস ফেললো। তারা নিজেদের যতোটা দুর্বল ভেবেছিল আসলে অতোটা দুর্বল নয়।

বাইবেলে একটি শ্রেণি আবিষ্কার করেছি যেক্ষেত্রে শিশুদের অনেকেই এ প্লাস প্রত্যাশা করে!

তুমি কি জানো কোথায় তেমন শ্রেণির কথা লেখা আছে? বাইবেলের সেই পাতাই এ বর্ণনা রয়েছে যা হলো সবকিছু খোদা সৃষ্টি করেছেন। তাঁর সৃষ্টি সর্বদা এক নাম্বার সৃষ্টি অর্থাৎ এ প্লাস।

আমি বার বার বিষ্ময়াভিভুত হই, খোদা কতইনা সুন্দর করে সবকিছু সৃষ্টি করেছেন; কত সুন্দর তোমার নিতম্ব, বিড়াল ও কুকুর, কত ক্ষুদ্র পিপিলিকা, বিশালকার হাতি। রহস্যে ঘেরা বানর, বহুবিধ মাছের ও পাখীর সমাহার।

পশুপাখী সৃষ্টির পূর্বে খোদা বন-বাদার বড় করেছেন তাদের খাদ্য পরিবেশনের জন্য। তাছাড়া প্রচুর পরিমানে বহু-প্রজাতির ফুল সৃষ্টি করেছেন: ক্ষুদে উদ্ভিদ থেকে শুরু করে বিশালাকায় সূর্য মূখী, নানা প্রজাতির গোলাপ ও সুগন্ধিযুক্ত লতাগুল্ম। প্রত্যেক প্রকারের লতাগুল্মের নিজস্ব বীজ রয়েছে প্রজাবন্ত ও বহুগুনে ভরে দেবার জন্য। নির্মাতা আসলে সবকিছু নিয়ে সুচারুরূপে ভেবে চিন্তে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম তিনি আলো সৃষ্টি করেছেন, কেননা আলো ব্যতিত কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়।

খোদা সবকিছুই সৃষ্টি করেছেন। কি করে তিনি সৃষ্টি করেছেন তুমি কি তা জান?

কেবলমাত্র তাঁর বাক্যের দ্বারা। তিনি বলেছেন: আলো হোক, অমনি আলো সৃষ্টি হলো। খোদার সৃষ্ট যাকিছু তুমি দেখতে পাচ্ছো তার সবকিছু তার কালামের দ্বারা সৃষ্টি করেছেন। প্রথমে কিছুই ছিল না, সবই শুণ্যতা আর সেই শুণ্যতা দিয়ে কিছুই সৃষ্টি বা উৎপন্ন করা সম্ভব ছিল না। সৃষ্টি জগত কোনো আকষ্মিক ঘটনা নয়, কোনো কাল্পনিক বা আকষ্মিক ঘটনার দ্বারাও বিশ্বভ্রমান্ড সৃষ্টি হয় নি। কেবলমাত্র সর্বশক্তিমান খোদার পক্ষেই শুণ্য থেকে সবকিছু সৃষ্টি করা সম্ভব।

তারপরে সর্বোত্তম তিমি সৃষ্টি করেছেন।

খোদা বললেন: আমাদের সুরতে মানুষ সৃষ্টি করি। তখন তার সুন্দর চিন্তা পরিকল্পনা মোতাবেক নর ও নারী সৃষ্টি করলেন।

৬ষ্ঠ দিনে খোদা তার সৃষ্ট সবকিছুর দিকে দৃষ্টিপাত করিলেন, আর তা দেখে তিনি বড়ই প্রীত হলেন, কেননা সবকিছুই বড়ই সুন্দর পরিপাটি ছিল। আর তাঁর সকল সৃষ্ট বস্তু আদম ও বিবি হাওয়াকে দান করলেন।

বেহেশতে খোদার সাথে তাদের জীবন বড়ই উপভোগ্য ছিল যতক্ষণ পর্যন্ত না অনাকাঙ্খিত অঘটন টি ঘটলো। পরবর্তী নাটকে আমি বলব কি করে সবচেয়ে মারাত্মক ঘটনা ঘটে গেল।


লোকবল: ভাষ্যকার

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:13 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)