STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 084 (The mysterious dream 2)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

84. রহস্যপূর্ণ স্বপ্ন-২


বাদশাহ বখত নাসের সারারাত ঘুমাতে পারলেন না। উদ্বেগের সাথে বিছানায় এপাশ ওপাশ গড়াগড়ি খেল। তিনি সেবকদের মধ্য একজনকে ডাকলেন। (ঘণ্টাধ্বনি)

সেবকঃ ‘(হে রাজন, আপনি দীর্ঘজীবি হোন। আমি আপনার জন্য কি করতে পারি?’

রাজাঃ ‘উপদেষ্টা ও যাদুকরদের ডেকে এখনই জড়ো করো।’

(অনেকগুলো কণ্ঠস্বর ও লোকের পদচারণার শব্দ তারপর নিরবতা)

রাজাঃ ‘আমি এমন একটি স্বপ্ন দেখেছি যা আমাকে বড়ই উদ্বেগাকুল করে তুলেছে। তোমরা বলো এ স্বপ্নের অর্থ কি হতে পারে।’

যাদুকরঃ ‘আপনার সেবকের স্বপ্নের বিষয় খুলে বলুন যেন বলতে পারি এ স্বপ্নের উদ্দেশ্য ও ব্যাখ্যা যা হতে পারে।’

রাজাঃ ‘না, তোমাদের বলতে হবে আমার স্বপ্নের বিষয়। আমি তোমাদের হুকুম দিলাম! আমার জানামতো স্বপ্নের বিষয়ে যদি তোমরা বলতে পারো তবে আমি পুরস্কৃত করবো আর যদি বলতে না পারো তা হলে আমি তোমাদের হত্যা করবো।’

যাদুকরঃ ‘অনুগ্রহ পূর্বক তার দাসের কাছে প্রকাশ করুন তবে আমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো।’

রাজাঃ ‘এটা একটা খোড়া অযুহাত। তুমি কেবল সময় ক্ষেপন করছো।’

যাদুকরঃ ‘আমরা স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো, তবে এখানে এমন কেউ নেই যে বলতে পারবে আপনি যা কিছু দেখেছেন স্বপ্নের মাঝে। আপনি যা কিছু বলছেন তা সম্পূর্ণ অসম্ভব।’

একথা শুনে রাজা ভীষণ ক্রুদ্ধ হয়ে গেলেন: ‘আমি তোমাদের সবকটাকে হত্যা করে ফেলবো!’

দানিয়েল এবং তাঁর বন্ধুরা এ আক্রোশের মধ্যে পড়ে গেল। কিন্তু দানিয়েল ভীত হলেন না। তিনি যখন এ ভয়াবহ রাজাজ্ঞার কারণের কথা শুনলেন তখন তিনি নিজগৃহে ফিরে গিয়ে তার বন্ধুদের কাছে বিষয়টি খুলে বললেন।

দানিয়েলঃ ‘আমাদের প্রার্থনা করতে হবে। আমাদের খোদা সবকিছুই জানেন। তিনি আমাকে রহস্যপূর্ণ স্বপ্নের বিষয় বলতে পারবেন।’

কেবলমাত্র খোদাই সাহায্য করতে পারেন। তিনি তাদের সাহায্য করলেন। রাতে খোদা উক্ত স্বপ্নের বিষয় দানিয়েলকে জ্ঞাত করলেন।

দানিয়েলঃ ‘তুমি আমাদের জন্য মহান আশ্চর্য খোদা। তোমাকে ধন্যবাদ জানাই! তুমি সবকিছু জানো। তুমি আমাদের প্রার্থনার জবাব দিয়েছো।’

রাজ দরবারে দানিয়েলকে ডাকা হলো।

রাজাঃ ‘তুমি কি সত্যি করে আমার স্বপ্নের বিষয় বলতে পারো?’

দানিয়েলঃ ‘মহান রাজা যা কিছু আজ্ঞা করেছেন তা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। তবে জীবন্ত খোদা সকল রহস্যপূর্ণ বিষয় প্রকাশ করার ক্ষমতা রাখেন। ভবিষ্যতে যা কিছু ঘটতে যাচ্ছে তা তিনি আপনাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। রাজা এক অতিকায় মূর্তি দেখেছেন। এর চেহারা ভয়ংঙ্কর। মাথাটা পরিষ্কার সোনা দিয়ে তৈরি। তার দ্বারা বুঝানো হয়েছে আপনার রাজত্বকাল। আর তা তাদের সকলের মধ্যে সর্বশক্তিধর। তবে আপনার পরবর্তী সময়ে রাজ্য ক্রমেই সংকীর্ণ হতে সংকীর্ণ হতে থাকবে। পরিশেষে সম্রাজ্য দ্বিধাবিভক্ত হয়ে যাবে। তবে খোদা তাঁর নিজের সম্রাজ্য যুগপথ গড়ে তুলবেন। খোদার রাজ্য চিরকাল স্থায়ী থাকবে। খোদার রাজ্য অনন্তকালীন। আপনার স্বপ্ন সত্য।’

রাজাঃ ‘তোমার খোদা রাজাদের রাজা!’

স্বপ্নের ব্যাখ্যা শুনে রাজা বড়ই তৃপ্ত হলেন। তিনি দানিয়েলকে ধনাড্র করে দিলেন এবং প্রচুর উপঢৌকনে তাকে ভূষিত করলেন। তারপরে তিনি কি করলেন তা পরবর্তী নাটকে বর্ণনা দেয়া হবে।


লোকবলঃ ভাষ্যকার, বখত নাসের, যাদুকরের দল, দানিয়েল, সেবক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 18, 2019, at 02:49 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)