Home -- Bengali -- Perform a PLAY -- 083 (Daniel‘s test 1)
83. দানিয়েলের পরীক্ষা-১
মহান বাদশাহ বখত-নাসের জেরুজালেম আক্রমন করে পরাভুত করলেন। ইহুদিনের জন্য যা ছিল বড়ই হতাশার কারণ। খোদা রাজা যেহোয়াকিমকে বন্দি করার জন্য অনুমতি দিলেন। সে ভ্রান্ত দেবতাদের উপাষণা করতো যার ফলে উক্ত দেবতারা তাকে আর সাহায্য করতে পারলো না। শত্রুপক্ষ শহরের রাজকোষাগার থেকে ধনরত্ন, মনিমুক্তা লুন্ঠন করে নিয়ে গেল এমনকি মন্দির থেকেও মূল্যবান সম্পদ লুটে নিল।
রাজা বখতে নাসেরঃ ‘আসেফেনেস, আমি চাই ইস্রায়েল জাতির যুবকেরা আমার দরবারে সেবার কাজ করবে। শক্তপোক্ত সুদর্শন চটপটে যুবকদের নিয়ে আস।’
বন্দিরা ৬০০ মাইল যেতে থাকলেন। দানিয়েল ও তার বন্ধুগণ তাদের মধ্যে ছিলেন। পরিশেষে তারা বিশাল শহর বেবিলনে পৌছালেন। রাজার দরবারে তারা কি খুঁজে পাবে? প্রত্রেকটি খুঁটিনাটি হুকুম তারা পালন করতে বাধ্য ছিল। তাছাড়া তাদের কোনো কিছুতে অধিকার বলতে কিছুই ছিল না। কিন্তু দানিয়েল ও তাঁর বন্ধুরা খোদার হুকুমের বাধ্য থাকতে দৃঢ় প্রত্যয়ি ছিলেন। তোমরাও কি খোদার বাধ্য থাকার জন্য তেমন দৃঢ় প্রতিজ্ঞ? স্কুল অথবা বাড়িতে তোমরা কি সব বিষয়ে বিশ্বস্থ থাকো? বন্ধুদের সাথে এবং খেলার মাঠে বিশ্বাস পূর্বক চলে থাকো? খোদা নিজেও তেমনি বিশ্বাসভাজন।
বিশ্বাসের পরিক্ষায় সহসাই তারা সম্মুখিন হলেন। রাজা বন্দিদের জন্য তিন বৎসরকাল যাবত পালন করার মতো বিশেষ আজ্ঞা জারি করলেন। তাদের বেবিলনের ভাষা শিখতে হবে, তাছাড়া অন্যান্য বিষয়ের উপর শিক্ষালাভ করতে হবে। তাদের খাবার রাজার জন্য নিরুপিত খাবার খেতে হবে।
দানিয়েলঃ ‘হালানিয়াহ, এ সকল খাবার গ্রহন করা আমাদের জন্য সম্পূর্ণ অসম্ভব, কারণ খোদার নিয়ম মেনে এ খাবারগুলো তৈরি করা হয় নি।’
হালানিয়াহঃ ‘তোমরা কি মনে করো তোমাদের জন্য ভিন্ন খাবারের ব্যবস্থা করবো?’
দানিয়েলঃ ‘অনুরোধ করি, আমরা রাজার জন্য প্রস্তুতকৃত খাবার খেতে পারি না।’
আসাফানজঃ রাজা তোমাদের জন্য এটাই হুকুম দিয়েছে আমি যদি এর ব্যতিক্রম করি তোমাদের খাতিরে আর তার ফলে তোমরা অন্যান্যদের থেকে রোগা হয়ে যাও তবে রাজা আমার মাথা কেটে ফেলবে।’
দানিয়েলঃ ‘দশ দিনের জন্য পরীক্ষা করে দেখুন। আমাদের শাক-সবজি দিন খাবারের জন্য আর পান করার জন্য দিন পানি, তারপর অন্যান্যদের সাথে তুলনা করে দেখুন, এভাবে আমরা চালিয়ে যেতে পারবো কিনা।’
পরিদর্শক এ প্রস্তাবে রাজি হলেন। এর সুফল কিতাবুল মোকাদ্দস এ বিষয়টি এমনভাবে বর্ণনা দিল, দশ দিন গত হলে পর দেখা গেল দানিয়েল ও তাঁর বন্ধুগণ অন্যাদের থেকে অধিক সুস্বাস্থ্যের অধিকারি হলেন এবং আরো সুশ্রী হলেন। তাই পরিদর্শক তাদের এমন খাবার খেতে অনুমতি দিলেন অর্থাৎ শাক-সবজি ও কেবল পানি। দানিয়েল খুবই স্বাস্থ্যবান ছিলেন। তিনি খোরার প্রতি বিশ্বস্ত ছিলেন আর খোদা তাকে পুরস্কৃত করলেন। তিন বৎসর পর পর রাজা বন্দিদের পরীক্ষা করলেন। আর পরীক্ষায় দানিয়েল ও তার বন্ধুগণ সর্বোৎকৃষ্ট বলে গণ্য হলেন।
রাজা বখত নাসেরঃ ‘এই যুবকেরা আমার রাজ্যে অন্যান্য শিক্ষকদের দশগুন কর্মোৎযোগি ও চটপটে। আমি চাই তারা আমার দরবারে সেবা দান করুন।’
কিন্তু পরক্ষণেই তাদের জীবন বিপন্ন হয়ে পড়লো। পরবর্তী নাটকে উক্ত বিষয়ে তোমাদের কাছে খুলে বলবো।
লোকবলঃ ভাষ্যকার, রাজা বখতে নাসের, দানিয়েল, হানানিয়াহ, আসফানেজ
© Copyright: CEF Germany