STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 073 (Shock in the classroom 1)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

73. শিক্ষাকক্ষে হতভম্ব-১


ছুটি শেষ হলো। ভালোই লাগছে না! তবে স্কুলের সময়টা আদৌ বিরক্তিকর লাগছে না। ওকট্রিস্কুলের ছাত্ররা ক্ষুদ্র ক্ষুদ্র দলে সামিল হয়েছে। তারা কিছুটা পুরানো জামানার পোশাকে নিজেদের সাজিয়ে নিয়েছে। ফলে তাদেরকে কিছুটা সেকেলে মনে হলো। তবে নিজেদের গর্বিতভাবে উপস্থাপন করলো। বিশেষ করে জিম। সে যা কিছুই বলে সকলে তা মানে।

জিমঃ ‘তোমরা শোনো! নতুন শিক্ষক এসে যখন অদ্ভুত কিছু করবে তার অর্থ হবে সে ক্ষণকালের জন্যই এখানে থাকবে। ইতোমধ্যে আমরা তিনজন শিক্ষক তাড়িয়ে দিয়েছি আর বর্তমানে যে আসবে তার সাথেও একই আচরণ করবো।’

১ম ছাত্রীঃ ‘আমাদের বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না, কেননা আমরা শিক্ষালাভের জন্য এসেছি।’ (সকলে অট্টহাসিতে ফেটে পড়লো)

২য় ছাত্রীঃ ‘তিনি এসে পড়েছেন। দ্রুত শ্রেণি কক্ষে প্রবেশ করো।’

১ম ছাত্রীঃ ‘কি করে তিনি আমাদের স্কুলে পদার্পণ করলেন?’

২য় ছাত্রীঃ ‘অধ্যক্ষ বলেছেন, খোদই তাকে আমাদের স্কুলে প্রেরণ করেছেন।’

জিমঃ ‘ঠিক আছে, তাকে বিদায় নেবার জন্য প্রস্তুত হতে দাও।’ (সকলেই অট্টহাসি দিল)

(স্কুলের ঘণ্টাধ্বনি বাজবে) স্কুলের ঘন্টা পড়লো। জিম তার বন্ধুদের নিয়ে পিছনের সারিতে গিয়ে বসলো। উৎকান্ঠিত, তারা সকলে অপেক্ষায় রইল, পরবর্তী যা ঘটবে তা দেখার জন্য। শিক্ষক শ্রেণি কক্ষে প্রবেশ করলেন। শ্রেণি কক্ষের সবকিছু দেখে তিনি পরিতৃপ্ত হলেন।

শিক্ষকঃ ‘সুপ্রভাত, ছাত্র-ছাত্রীরা। এ বৎসর আমরা পরষ্পরের সাথে পরিচিত হতে চাই। যদি শিক্ষাবৎসর সুন্দর করতে হয় তবে অদ্যই আমাদের সুন্দরভাবে শরু করতে হবে। সকলে উঠে দাড়াও। আমরা প্রার্থনা দিয়ে শুরু করবো।’

প্রার্থনাঃ ‘ছাত্র/ছাত্রীরা নির্বাক হয়ে গেল। জিম নিজেও আশ্চর্য হলো, স্বয়ংক্রিয়ভাবে করজোড়ে উঠে দাড়ালো।’

শিক্ষকঃ ‘প্রভু মসিহ, সকলকে মিলে মিশে সুন্দরভাবে এগিয়ে যেতে আমাদের সাহায্য করো। প্রত্যেক ছাত্রের জন্য তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, আর প্রার্থনা জানাই তারা প্রত্যেকে যেন তোমার সাথে সুপরিচিত হতে পারে। কারণ তুমি প্রত্যেককে মহব্বত করে থাকো। আমিন।’

ছাত্র/ছাত্রীরা প্রার্থনার অর্থ বুঝতে পারে নি। তবে তার প্রার্থনা তাদের হৃদয়ে জাগড়ন সৃষ্টি করেছে। শিক্ষকের উদ্দেশ্য হলো তাদের সুপরিচিত করে দেয়া মসিহের সাথে কেননা মসিহ তাদের সকলকে মহব্বত করে থাকেন। ইতোপূর্বে তারা এমন কথা কখনোই শুনতে পায় নি। এ বিষয়ে অনেক কিছু ভাবনার সময় ছিল না তাদের। তারা কোনমতে প্রথম অভিজ্ঞতা সামলে নিল। তার পরে দ্বিতীয় অভিজ্ঞতার পালা। এরপরে যা ঘটলো তা পরবর্তী নাটকে তোমাদের জ্ঞাত করবো।


লোকবলঃ ভাষ্যকার, জিম, দুইজন ছাত্রী, শিক্ষক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 12:08 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)