Home -- Bengali -- Perform a PLAY -- 047 (Arsonist 6)
47. অন্যের গৃহে যে আগুন লাগায়-৬
রোববার বিকেল বেলা রিনা বাহিরে এসে দেখতে পেল হাইতির পর্বতের পিছনে সূর্য অস্তমিত হলো। সে মহাখুশি হলো কারণ এখন সে খোদার সন্তানে পরিণত হয়েছে। তার পিতা অরিস্টিল তার হাত থেকে বাইবেলখানা নিয়ে ছিড়ে শত টুকরো করে ফেলেছে। কিন্তু ঈসা মসিহকে সে নিতে পারে নি, কেননা তিনি তার হৃদয় জুড়ে বসে আছেন। পিতার প্রতি রিনা ক্রুদ্ধ হয় নি। সে বারান্দায় আগুনের পাশে বসে নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করছে। সে পিতাকে মহব্বত করেন। সে কি সর্বশেষ খবরটি জানে?
রিনা: ‘পিতা, প্রত্যেক রোববার প্রচার কাজে ভিক্টর এ গ্রামে আসেন।’
অরিস্টিল: ‘তা না করলে তার ভালো হতো।’
অরিস্টিল নিজে নিজে ক্রোধ প্রকাশ করছিল। আর চার্চের পিছনে গিয়ে আড়ি পেতে সেই সকালে শুনতে চাচ্ছিল। সে সারাক্ষণ ভিক্টরের কথা পুনঃপুনঃ ভাবতে ছিল।
ভিক্টর: ‘মসিহ আমার জীবন বদল করে দিয়েছেন। আমি মন্দআত্মার ভয়ে সদা থাকতাম প্রকম্পিত আর তাদের সেবা করতাম। কিন্তু খোদার প্রেমের বিষয়ে যখন শুনতে পেলাম, আমি তা বিশ্বাস করলাম। এখন আমি আনন্দিত আর জেনেছি মসিহ সদা-সর্বদা আমার সাথে রয়েছেন। আমি কখনোই একাকি আর হবো না।’
অরিস্টিল: ‘মন্দআত্মার জন্য নিজের হাতে নির্মিত ক্ষুদে ঘরে প্রবেশ করলো।’
অরিস্টিল: ‘তোমরা আত্মা, তোমাদের ক্ষমতা আমার কাছে প্রকাশ করো। আগুন দিয়ে চার্চ পুড়ে ছাঁই করে দাও। তা করার জন্য আমি কি সাহায্য করবো?’
মধ্যরাতে অরিস্টিল একটা জ্বলন্ত কাঠ চার্চের কাছে নিয়ে গেল। সে হাসতে হাসতে চার্চের খড়ের চালে আগুন তুলে ধরলো। হঠাৎ একটি হাত তার হাতকে পিছনে টেনে ধরলো। মন্দআত্মার ডাক্তার বেহুশ হয়ে পড়ে রইলো।
অরিস্টিল: ‘ভিক্টর, কোথা হতে তুমি এসেছো?’
ভিক্টর: ‘মসিহ আমাকে প্রেরণ করেছেন যেন তোমার সাথে কথা বলতে পারি। সে তোমাকে মহব্বত করেন।’
অরিস্টিল: ‘এখনো তিনি আমাকে কি মহব্বত করতে পারেন? আমি মন্দআত্মার সেবা করি, আমি মিথ্যা কথা বলেছি, আমি তোমাকে হত্যা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, তাছাড়া চার্চগৃহ জ্বালিয়ে পুড়িয়ে ছাঁই করার জন্য পদক্ষেপ নিয়েছি। আমি রিনার হাতের বাইবেলখানা ছিড়ে টুকরো টুকরো করে ফেলেছি। এ সত্ত্বেও তিনি কি করে আমাকে মহব্বত করতে পারেন?’
ভিক্টর: ‘তোমার প্রত্যেকটি পাপের জন্য তিনি সলিবে মৃত্যুবরণ করেছেন প্রায়শ্চিত্ত শোধ দেবার জন্য। তিনি তোমাকে ক্ষমা করবেন।’
অরিস্টিল: ‘আমি যাকিছু করেছি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি শান্তি চাই আর এই মুহুর্তে আমি খোদার সন্তান হতে চাই।’
মন্দআত্মার ডাক্তার অত্যন্ত আন্তরিক ছিল। সে তার সকল যাদুমন্ত্রের উপকরণ পুড়ে ছাঁই করে ফেললো, আর সাথে সাথে নতুন জীবন শুরু করে দিল। যারাই তার উজ্জ্বল মুখচ্ছবি দেখেছে তারাই আনন্দিত হয়েছে। সবচেয়ে যে বেশি আনন্দিত হয়ে সে হলো রিনা। মসিহ হলেন বিজয়ী, হাইতিতে এবং আমাদের সাথে যে কেউ তাঁর কাছে আসে তাকেই তিনি বরণ করে নেন, যে কেউ খোদার সন্তান হতে চায় তাকেই তিনি সে সুযোগ দান করেন। কিতাবের কথায় রয়েছে; ‘তবে যতজন তাঁর উপর ঈমান এনে তাঁকে গ্রহণ করল তাদের প্রত্যেককে তিনি আল্লাহর সন্তান হবার অধিকার দিরেন।’ (ইউহোন্না ১: ১২)
লোকবল: ভাষ্যকার, রিনা, অরিস্টিল, ভিক্টর
© Copyright: CEF Germany