Home -- Bengali -- Perform a PLAY -- 046 (How to become a child of God 5)
46. খোদার সন্তান হবার উপায়-৫
হাইতির বিপর্যয় অত্যন্ত মারাত্মক ছিল। ঝড়ো বৃষ্টির ফলে ভূমিধ্বসে উপত্যকায় পাথরমাটি এতটাই নেমে আসলো ফলে পুরো গ্রামটি তাতে ঢেকে গেলো, আর ঐ গ্রামেই রিনার পরিবার বসবাস করতো। কিন্তু খোদা তার জীবন বাঁচালেন। মিশন হাসপাতালে রিনা দ্রুত সুস্থ্য হয়ে ওঠলো। সেবিকারা রিনাকে পছন্দ করলো আর তার আচরণে ও ক্রমান্বয়ে সুস্থতার জন্য খুবই উৎফুল্ল হলো।
সেবিকা: ‘এখন তুমি অনেকটা সুস্থা হয়েছো রিনা। তুমি কি লেখা পড়া শিখতে চাও।’
রিনা: ‘নিশ্চয়ই, আমি শিখবো। তবে সেই বইটির বিষয়ে আমি ভয় পাই।’
সেবিকা: ‘কিতাবুল মোকাদ্দসের বিষয়ে তোমার ভয় পাবার কোনো কারণ থাকতে পারে না। এরমধ্যে আমরা পড়তে পাই মসিহ শিশুদের অত্যন্ত মহব্বত করেন।’
তারপর নিত্যদিন রিনা মিশন স্কুলে যেতে শুরু কররো। ধর্মিয় পাঠদানের সময় সে তার কান বন্ধ করে রাখতো, মাঝে মধ্যে কিন্তু দু’এক কথা সে শুনে ফেলতো। ‘খোদার সন্তান’ বলতে শিক্ষক কি যে বোঝাচ্ছেন তা রিনা বুঝতে পারতো না। তার গলায় ঝুলানো মাধুলটি সে দ্রুত ধরতো। ছাত্রীদের একজন তা দেখে হাসতো। রিনা এতটা ভয় পেত এবং চিৎকার করতো যেন শ্রেণি কক্ষ থেকে সে পালিয়ে যায়।
সেবিকা: ‘রিনা, তুমি কাঁদছো কেন?’
রিনা: ‘আমি বুঝতে পারি না। কি করে আমি খোদার সন্তানে পরিণত হলাম?’
সেবিকা: ‘কিতাবুল মোকাদ্দসে লিখিত আছে, যে কেউ ঈসা মসিহের উপর বিশ্বাস করে এবং তার জীবনের প্রভু হবার জন্য আহ্বান করে তবে সেই খোদার সন্তানে পরিণত হয়ে ওঠে।’
রিনা: ‘আমি যদি তা করি তবে আমার পিতা আমাকে শাস্তি দিবেন। সে ভয়ে আমি ভিত।’
সেবিকা: ‘আমরা সকলে তার জন্য প্রার্থনা করি, যেন সেও একদিন খোদার পুত্রের উপর বিশ্বাস স্থাপন করে।’
রিনা তখন উৎসাহ পেল এবং প্রার্থনা করলো।
রিনা: ‘প্রভু মসিহ, আমি তোমাকে বিশ্বাস করি। আমার পাপ ক্ষমা করো আর আমার হৃদয়ে স্থান নাও, আমর জীবনে এসো।’
সেবিকা: ‘এবার তুমি খোদার সন্তানে পরিণত হয়েছে। মসিহ তোমার মধ্যে সদা-সর্বদা বাস করেন।’
রিনা (আনন্দের সাথে): ‘আমি খোদার সন্তান!’
কিছুদিন পরে তার পিতা তাকে নিয়ে যাবার জন্য আসলো। ফিরে যাবার সময় উপহার হিসেবে তাকে কিতাবুল মোকাদ্দস দেয়া হলো। সন্দেহজনক তার পিতা তার দিকে তাকিয়ে থাকলো আর বাড়ি ফিরে না যাওয়া পর্যন্ত নিরব থাকলো।
অরিস্টিল: ‘তুমিও কি মসিহে বিশ্বাস করো?’
রিনা: ‘জ্যি, হ্যা, বাবা, আমি খোদার সন্তান। আপনিও মসিহকে আপনার জীবনে কবুল করে নিন। বাইবেলে লিপিবদ্ধ রয়েছে, আপনি যখন মসিহকে আপনার জীবনে কবুল করবেন তখনই আপনি খোদার সন্তানে পরিণত হবেন।’
রিনাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে বাইবেলখানা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ছিড়ে শত টুকরো করে বাতাসে উড়িয়ে দিল যা বাতাসে সর্বত্র ছড়িয়ে পড়লো।
তারপর?
পরবর্তী নাটকে আমরা দেখতে পাবো তারপর কি হলো।
লোকবল: ভাষ্যকার, সেবিকা, (মিশন কেন্দ্র থেকে) রিনা, অরিস্টিল
© Copyright: CEF Germany